'অ্যাডভান্সড ক্যাশ ওয়ালেট' এর মাধ্যমে ফান্ড উইথড্র করবেন কিভাবে ?( How to withdraw funds through 'Advanced cash wallet'? )

in আমার বাংলা ব্লগ2 years ago (edited)
হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি।

আজকে আপনাদের সাথে অ্যাডভান্সড ক্যাশ ওয়ালেট এর বিষয়ে একটি টিউটোরিয়াল পোস্ট করবো। অনেকের কাছে অ্যাডভান্সড ক্যাশ এর বিষয়টা একদম অজানা, আবার অনেকের কাছে জানা। তবে আমার মনে হয় ম্যাক্সিমাম ইউসারের কাছে বিষয়টা জানা নেই। তবে অ্যাডভান্সড ক্যাশ ওয়ালেট এর বিষয়ে বলার আগে একটা বিষয় বলি, আপনারা যখন অ্যাডভান্সড ক্যাশ ওয়ালেট সাইন আপ/রেজিস্টার (পাসওয়ার্ড অবশ্যই স্ট্রং) করবেন তখন আপনারা রেজিস্টার কমপ্লিট হওয়ার পরে ওয়ালেট এর সেফটির জন্য TWO FACTOR AUTHENTICATION অবশ্যই চালু করবেন, কারণ এটি আপনার ওয়ালেটকে স্ট্রংলি সেফ রাখবে। নাহলে আপনার একাউন্ট যখন তখন হ্যাক হয়ে যেতে পারে, আর তখন ফান্ড চুরি হয়ে গেলে আর ফেরত পাবেন না, চাঞ্জ খুবই কম থাকে। আপনারা এখান থেকে সবাই ব্লগিং করে মানি উপার্জন করছেন, কিন্তু সেই মানিটাকে কিভাবে সঠিকভাবে আপনার ব্যাংকে সুরক্ষিতভাবে নিতে পারবেন সেইটা সম্পর্কে অনেকের কাছে তেমন ধারণা নেই। তবে ইতোমধ্যে আমাদের কমিউটিতে বেশ কিছু ইউজারদের নিয়ে অ্যাডভান্সড ক্যাশ এর বিষয় নিয়ে ক্লাস হয়েছে এবং অনেকে কম-বেশি শিখেছেন কিন্তু আমি বিশ্বাসের সাথে বলতে পারি যে তার মধ্যে অনেকে অ্যাডভান্সড ক্যাশ এর মতো একটা সেফটি ওয়ালেট ব্যবহার করেন না, তার পরিবর্তে এক্সচেঞ্জার সাইটে গিয়ে P2P করেন। অ্যাডভান্সড ক্যাশ একটা সেফটি ওয়ালেট, তাই এর মাধ্যমে আপনারা নিজেদের অর্থ সেফ্টিভাবে উইথড্র করে নিতে পারবেন।

একটা বিষয় সবসময় মাথায় রাখতে হবে যে, পয়সা সৎ ভাবে উপার্জন করবো এবং সৎ, সেফ্টিভাবে উইথড্র করবো। অ্যাডভান্সড ক্যাশ এর মাধ্যমে আসলে খুব সহজেই উইথড্র করা যায়। আর অ্যাডভান্সড ক্যাশে যেকোনো কারেন্সিতে ডিপোজিট করা যায় এবং সেটি usd হিসেবে আপনার এখানে যোগ হবে। আর যদি আপনি ইনস্ট্যান্ট ইউরো আনতে পারেন তাহলে খুবই ভালো। তবে ইউরো ইনস্ট্যান্ট আনতে গেলে বাইনান্স এক্সচেঞ্জার সাইট একমাত্র বেস্ট, এখান থেকে ইউরো আপনি অ্যাডভান্সড ক্যাশ এর একাউন্ট নম্বর অর্থাৎ যে মেইল দিয়ে অ্যাডভান্সড ক্যাশ ওয়ালেট খুলবেন সেই মেইলটা দিলেই আপনি সরাসরি ইউরো সাথে সাথে ওয়ালেটে আনতে পারবেন। এছাড়া ইউরো না এনে যদি usd আনতে চান তাহলে অ্যাডভান্সড ক্যাশ এর ওয়ালেটের ডিপোজিট ফান্ড এ ক্লিক করে বিটকয়েন, ইথেরিয়াম, লাইটকয়েন, TRX, রিপল, টিথার ইত্যাদি এইরকম অনেক ক্রিপ্টোকারেন্সি আছে যেগুলোর মাধ্যমে আপনি পোলোনিএক্স বা যেকোনো এক্সচেঞ্জার সাইট থেকে আনতে পারবেন। তবে অ্যাডভান্সড ক্যাশ এ উইথড্র দিতে গেলে মিনিমাম ১০০$ লাগবে, নাহলে উইথড্র করতে পারবেন না। আমি এখানে আজকে শুধু অ্যাডভান্সড ক্যাশ ওয়ালেট এর মাধ্যমে কিভাবে ফান্ড উইথড্র করবেন সেইটা ধাপে ধাপে একদম হাতে ধরিয়ে বোঝানোর মতো বুঝিয়ে দেব, মনোযোগ দিয়ে ভালোভাবে দেখলে আপনারাও খুব সহজে উইথড্র দিতে পারবেন। তারপরেও যদি কোনো সমস্যা হয় বুঝতে তাহলে আমার সাথে ডিসকোর্ড এ যোগাযোগ করবেন, তখন বুঝিয়ে দেব। আমি কিছু ইউরো ওয়ালেটে আগে থেকেই ইনস্ট্যান্ট এনে রেখেছিলাম এবং সেইটা দিয়েই আজকে দেখাবো।

আর একটা বিষয় অ্যাডভান্সড ক্যাশ ওয়ালেট এর অনেক ফেক লিঙ্কও থাকে যেগুলোতে ক্লিক করলেই কিন্তু আপনার একাউন্ট হ্যাক করতে পারে, তাই অ্যাডভান্সড ক্যাশ এর মূল যে লিঙ্ক সেটাই সবসময় ব্যবহার করবেন। আমি লিঙ্কটা নিচে দিয়ে দিচ্ছি।

✔অ্যাডভান্সড ক্যাশ ওয়ালেট লিঙ্ক: https://wallet.advcash.com/login


✔আমি এখন ধাপে ধাপে উইথড্র প্রসেসটি টিউটোরিয়াল হিসেবে নিচে দেখাবো---


ধাপ ১:



➤প্রথমে আপনারা যখন অ্যাডভান্সড ক্যাশ ওয়ালেট লগইন করবেন তখন আপনারা ইউরো, ডলার যেটাতেই আনবেন সেটাই দেখতে পাবেন এবং সেইটা আমি মার্ক করে দেখিয়ে দিয়েছি ( মার্ক করা অপশনগুলো ভালো করে লক্ষ্য করবেন )


ধাপ ২:



➤দ্বিতীয় পর্যায়ে, আপনারা Sends Fund অপশনে ক্লিক করবেন।


ধাপ ৩:



➤তৃতীয় পর্যায়ে, যখন Sends Fund অপশনে ক্লিক করবেন তখন পরের স্টেপে আপনারা অনেকগুলো অপশন দেখতে পাবেন এবং সেখানে To bank নামে একটা অপশন দেখতে পাবেন আর সেই অপশনে ক্লিক করবেন।


ধাপ ৪:



➤চতুর্থ পর্যায়ে, To bank অপশনে ক্লিক করার পরে আপনারা দুটি অপশন দেখতে পাবেন যার মধ্যে একটা ইন্টারন্যাশনাল ব্যাঙ্ক ট্রান্সফার এবং আরেকটি হলো লোকাল ব্যাঙ্ক ট্রান্সফার। ইন্টারন্যাশনালটা আমাদের জন্য না, তাই আপনারা লোকাল ব্যাঙ্ক ট্রান্সফার অপশনে ক্লিক করবেন।


ধাপ ৫:



➤পঞ্চম পর্যায়ে, এই পর্যায়ে এসে আপনারা দেখতে পাবেন উপরেই লেখা আছে মিনিমাম ১০০$ পার ট্রানসাকশান এবং ম্যাক্সিমাম ৫০০০$ পার ট্রানসাকশান। যাইহোক, এরপর নিচে উইথড্র কারেন্সী এর ওখানে পাশে ড্রপ ডাউন অপশনে ক্লিক করে যার যার কান্ট্রি সিলেক্ট করে নেবেন( ইন্ডিয়া হলে ইন্ডিয়া, বাংলাদেশ হলে বাংলাদেশ )।


ধাপ ৬:



➤ষষ্ঠ পর্যায়ে, উইথড্র কারেন্সী অপশন কমপ্লিট করার পরে আপনারা পরের স্টেপগুলো যেমন LOCAL BANK অপশনে গিয়ে যার যে ব্যাঙ্ক সেইটা একইভাবে ড্রপ ডাউন অপশনে ক্লিক করে সেট করে নেবেন। তারপর CHOOSE WALLET অপশনে গিয়ে ফান্ডটা কোন কারেন্সিতে আছে সেটা ড্রপ ডাউন মেনুতে ক্লিক করে সেট করে নেবেন। এরপর AMOUNT OF TRANSFER অপশনে গিয়ে এমাউন্টটা লিখবেন এবং পরে বাইরে ক্লিক করলে আপনাদের fee অপশনটা দেখাবে, তখন কত fee লাগবে সেইটা বাদ দিয়ে পুনরায় এমাউন্ট এর ঘরে এমাউন্টটা লিখবেন। এরপর PURPOSE OF REMITTANCE অপশনে গিয়ে FAMILY MAINTENANCE/ SAVINGS অপশনটা সেট করে নেবেন।


ধাপ ৭:



➤সপ্তম পর্যায়ে, উপরের ট্রান্সফার ডিটেইলস এর কাজ শেষ করার পরে এখন সেনডার ডিটেলস এর কাজ। সেনডার ডিটেইলস এ এসে আপনাকে gender সিলেক্ট করতে হবে। তারপর পরপর অপশনগুলোতে গিয়ে ড্রপ ডাউন মেনুতে ক্লিক করে সব সেট করে নিতে হবে, যেমন প্রথমে আপনার ন্যাশনালিটি সিলেক্ট করে নেবেন। তারপর sender beneficiary relationship অপশনে গিয়ে আপনাকে একইভাবে ড্রপ ডাউন মেনুতে ক্লিক করে SELF অপশনটা সেট করে নিতে হবে। তারপর source of funds অপশনে গিয়ে একইভাবে FREELANCE INCOME অপশনটা সেট করে নিতে হবে। তারপর occupation অপশনে গিয়ে একইভাবে SOCIAL WORKERS অথবা SOFTWARE DEVELOPER এই দুটির যেকোনো একটি সেট করে নেবেন।


ধাপ ৮:



➤অষ্টম পর্যায়ে, সেনডার অপশন কমপ্লিট করার পরে এইবার আপনার রেসিপিয়েন্ট অপশন কমপ্লিট করার পালা। এই রেসিপিয়েন্ট অপশনে এসে আপনাকে ব্যাঙ্ক একাউন্ট এর ডিটেলসগুলো ভরতে হবে। প্রথমে আপনাদের একাউন্ট নম্বর দেবেন, তারপর আপনাদের যার যে ব্রাঞ্চ সেইটা লিখবেন, তারপর ব্যাঙ্কের ব্রাঞ্চ কোড মানে আপনার IFC কোডটা লিখতে হবে, তারপর আপনার পার্সোনাল ডিটেইলসগুলো ভরতে হবে যেটা যেটা চাইবে ( এইগুলো আপনার আইডেন্টি এবং এড্ড্রেস ভেরিফিকেশন করার পরে অটোমেটিক সেভ হয়ে যায়, তারপরেও না থাকলে নিজেরা ভরে নেবেন ডিটেলস )।


ধাপ ৯:



➤নবম পর্যায়ে, সমস্ত ডিটেলস ঠিকঠাক দেওয়ার পরে একবার ভালোভাবে সব চেক করে নেবেন ঠিকঠাক আছে কিনা। তারপর লেফট সাইডে একটা টিক বক্স আছে ওটাতে টিক দিয়ে agree করবেন।


ধাপ ১০:



➤দশম পর্যায়ে, টিক বক্সে ক্লিক করে agree করার পরে ট্রান্সফার অপশনে ক্লিক করবেন এবং আপনাদের সামনে withdrawal confirmation এর একটা অপশন ওপেন হবে। এখানে কিছু ইন্সট্রাকশন দেওয়া আছে সেগুলো পড়ে নেবেন। যাইহোক ট্রান্সফার অপশনে ক্লিক করার পরে ক্লোস করবেন না, কারণ আপনার যে মেইল দিয়ে অ্যাডভান্সড ক্যাশ ওয়ালেট খোলা ছিল সেই মেইলে একটা কনফার্মেশন মেইল যাবে সেটা এই ইন্সট্রাকশনেও লেখা থাকবে।


ধাপ ১১:



➤একাদশ পর্যায়ে , আপনার মেইলটি ওপেন করার পরে সেখানে সবকিছু দেখতে পাবেন, এবং সবকিছু ওকে থাকলে আপনি কন্ফার্ম এ ক্লিক করবেন ( এই লিঙ্ক এর সময় খুব সীমিত থাকে, তাই দ্রুত কমপ্লিট করার চেষ্টা করবেন)। যাইহোক ক্লিক করার পরে আরেকটি ট্যাব ওপেন হয়ে যাবে এবং সেখানে সিকিউরিটি চেক সাকসেসফুল লেখা আসবে।


ধাপ ১২:



➤দ্বাদশ পর্যায়ে, আপনার সিকিউরিটি চেক কমপ্লিট করার পরে আবার আপনার ওয়ালেটে ফিরে আসবেন এবং যে withdrawal confirmation অপশনটি ছিল সেখানে নিচের দিকে continue অপশনে ক্লিক করে দেবেন।


ধাপ ১৩:



➤ত্রয়োদশ পর্যায়ে, আপনার ওয়ালেটে two factor authentication চালু থাকলে আপনার মোবাইলে সেইটার একটা টোকেন নম্বর থাকবে ৬ সংখ্যার যেটা লাস্ট প্রসেসে এসে আপনার ফান্ড এর সেফটির জন্য আরেকবার কন্ফার্ম করার আগে চাইবে। টোকেন নম্বরটা দিয়ে কন্ফার্ম অপশনে ক্লিক করে দিলে আপনার withdrawal কমপ্লিট হয়ে যাবে এবং পরে আপনি home page এ গিয়ে আপনার স্ট্যাটাস দেখতে পারবেন বা চেক করতে পারবেন।


ধাপ ১৪:



➤চতুর্দশ পর্যায়ে , আগের ধাপে সব কাজ শেষ, আর এই ধাপটা দিলাম কারণ আপনারা যদি কোনো রকম সমস্যায় পড়েন তখন এদের সাপোর্ট টিকিট অপশনে গিয়ে টিকিট কেটে ওদের সাথে যোগাযোগ করতে পারবেন ।

withdrawal process এর ক্ষেত্রে এখানে ১-৩ business day লেখা থাকে কিন্তু এখন এতো বেশি সময় লাগে না। অ্যাডভান্সড ক্যাশ ওয়ালেট এখন অনেক ফাস্ট, ৫-১০ মিনিট সময় লাগে। তবে অনেক সময় টাইম লাগতে পারে কিন্তু সেটা মিনিমাম ১ দিন , তাও লাগে না।
আর অ্যাডভান্সড ক্যাশ withdrawal এর ক্ষেত্রে সবসময় সকাল ৯ টা থেকে দুপুর ২ টার মধ্যে withdrawal দেবেন ( শনিবার আর রবিবার উইথড্রয়াল অফ)।

শুভেচ্ছান্তে, @winkles


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png

Sort:  
 2 years ago 

অ্যাডভান্সড ক্যাশ ওয়ালেট এর মাধ্যমে ফান্ড উইথড্র করার গুলো খুবই সুন্দরভাবে বর্ণনা সহ ধাপে ধাপে আমাদের মাঝে শেয়ার করলে দাদা। সত্যিই আজকে আপনার এই পোস্টটি খুবই গুরুত্বপূর্ণ। এই পোস্টের মাধ্যমে আমরা খুব সহজেই শিখতে পারলাম, কিভাবে আমরা টাকা উল্টো করতে পারি। সত্যি ত এই পোস্টটি আমাকে অনেকটাই অনুপ্রাণিত করেছে। কারণ এই পোষ্টের মাধ্যমে খুব সহজেই আমি আরো ভালো করে শিখতে পারলাম। যাইহোক দাদা আজকে আপনার এই পোস্টটি আমাদের সকলের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তাই এই পোস্টটি আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 
অ্যাডভান্সড ক্যাশ ওয়ালেট' এর মাধ্যমে ফান্ড উইথড্র করার পুরো প্রক্রিয়াটি পড়ে খুবই উপকৃত হলাম দাদা।আর এত সুন্দর ভাবে এবং ধাপে ধাপে এত সহজ ও সাবলিল ভাষায় তুলে ধরেছেন। যা যে কারোই বুঝতে সহজ হবে।অসংখ্য ধন্যবাদ দাদা, গুরুত্বপূর্ণ ও খুবই দরকারি বিষয়টি এত সুন্দর করে আমাদের মাঝে শেয়ার করার জন্য।
 2 years ago 

কিভাবে অ্যাডভান্সড ক্যাশ ওয়ালেটের মাধ্যমে মানি উইথড্র করা যায় সেই টিউটোরিয়ালটি আপনি অনেক সুন্দর করে ধাপে ধাপে শেয়ার করেছেন দেখে অনেক ভালো লেগেছে। আপনি ঠিক বলছেন দাদা আমরা নতুন ভেরিফাইড তাই আমাদের কোন ধারণা নেই কিভাবে টাকা উইথড্র দিতে হয়। যদিও আমরা ক্লাসেই শিখেছি লেভেলের ক্লাসে কিন্তু প্র্যাকটিক্যালি আমাদের ধারণা নাই। আপনার টিউটোরিয়াল টা অনেক কাজে লাগবে আমাদের। টিউটোরিয়ালটা বারবার ট্রাই করতে হবে। অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনার অনেক মূল্যবান সময় দিয়ে অনেক দীর্ঘ একটি টিউটোরিয়াল আমাদের সাথে শেয়ার করার জন্য।

 2 years ago 

অনেক চমৎকার ভাবে সম্পন্ন বিষয়টি অনেক গুছিয়ে উপস্থাপন করেছে দাদা। আশা করছি ইউজারদের অনেক উপকার হবে এবং সেই সাথে খুব সহজেই তারা অ্যাডভান্স ক্যাশের মাধ্যমে কিভাবে ব্যাংক ট্রান্সফার করতে হয় এই বিষয়টিতে বুঝতে পেরেছে। আপনাকে অনেক ধন্যবাদ দাদা।

 2 years ago 

পুরোপুরি বিষয়টি দেখে নিলাম। মার্কেট সুস্থ হলে এই প্রক্রিয়ার মাধ্যমে ফান্ড উত্তোলন করবো ইনশাল্লাহ। পুরো বিষয়টি তুলে ধরার জন্য অসংখ্য ধন্যবাদ দাদা।

 2 years ago 

খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আজ পোস্ট করেছেন দাদা। সত্যিই আমাদের মধ্যে অনেকের এই প্রসেস সম্পর্কে ধারণা নেই। আপনার এই পোস্ট ফলো করলে যেকেউ খুব সহজেই টাকা বৈধ উপায়ে উত্তোলন করতে পারবে দাদা। ধন্যবাদ দাদা এই গুরুত্বপূর্ণ পোস্টটি আমাদের সাথে ভাগ করে নেয়ার জন্য।
দোয়া রইল পুরো পরিবারের জন্য 🥀

 2 years ago 

বাহ্ দাদা খুবই গুরত্বপূর্ণ একটি টপিক এর টিউটোরিয়াল শেয়ার করেছেন।নিজের অর্জিত অর্থ কোনো ধরনের পি টু পি মাধ্যমে না নিয়ে এভাবে এডভান্স ক্যাশ ওয়ালেট এর মাধ্যমে নিলে সৎ পথে নেওয়ার বিশেষ সমাধান নিয়ে আপনি আজকের পোস্টটি শেয়ার করেছেন।এই এডভান্স ক্যাশ ওয়ালেট সম্পর্কে আমার জানা ছিল না প্রসেসিং দেখে মনে হলো এটা তুলনামূলক সহজ।ধন্যবাদ দাদা সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য।

 2 years ago (edited)

দাদা ধারুন একটি উপকারি পোষ্ট শেয়ার করলেন। প্রতিটি ধাপে ধাপে অ্যাডভান্সড ক্যাশ ওয়ালেট' এর মাধ্যমে ফান্ড উইথড্র করার পক্রিয়া শেয়ার করলেন। তবে দাদা বাংলাদেশে 'অ্যাডভান্সড ক্যাশ ওয়ালেট” অনুমোদন আছে কি না সেটা তো জানি না। অনেক ভাল লাগলো দাদা আপডেট একটি বিষয় সম্পর্কে জানতে পারলাম।

 2 years ago 

এটা আমাদের সকলের জন্য খুবই প্রয়োজনীয় একটা টিউটোরিয়াল। বিষয়গুলো সম্পর্কে সঠিক ধারণা থাকলে আমরা অনায়াসে আমাদের উপার্জিত টাকা কে নিজের হাতে নিয়ে নিতে পারব।

 2 years ago 

এত দিন ধরে এই টিউটোরিয়ালটির অনেক অনেক দরকার ছিল আমাদের সবার জন্য। ধন্যবাদ এই টিউটোরিয়ালটি এত সুন্দর করে গুছিয়ে দেওয়ার জন্য। অনেক উপকার হলো এটি দেখতে পেয়ে। টাকা উঠানো নিয়ে একটু প্রবলেম হচ্ছিল এবং এই ব্যাপারটা আমার কাছে একটু জটিল মনে হত আগে। আজ অনেকটা সহজ হয়ে গেল।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.25
JST 0.038
BTC 96656.73
ETH 3341.70
USDT 1.00
SBD 3.20