"HAPPY NEW YEAR" এর চিত্রাঙ্কন ।। অরিজিনাল আর্টওয়ার্ক

in আমার বাংলা ব্লগ3 days ago
হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি।

আজকে আপনাদের সাথে একটি আর্ট পোস্ট শেয়ার করে নেবো। এই আর্টটি মূলত নতুন বছর উপলক্ষে তৈরি করেছিলাম। এই নতুন বছরের স্বাগতম খুবই ধুমধাম হয়েছে। আমরা তো নতুন বছরকে পিকনিক এর মাধ্যমে স্বাগতম করেছি, যদিও এই দিনটা সবাই পিকনিক এর মাধ্যমে করে থাকে। আমরা বাড়িতেই ছাদে এইসব করে থাকি প্রতিবছর। এই বছর আমাদের অনেক আইটেম ছিল, সব করতে করতে অনেক রাত হয়ে গিয়েছিলো। পুরাতন বছরকে সাদরে বিদায় জানিয়ে নতুন বছরকে সাদরে গ্রহণ করা হয় অনেক আয়োজনের মাধ্যমে। আসলে আমরা এইসব বাড়ির দিকে থেকে কিন্তু এতটা অনুভব করতে পারিনা।

তবে রাজপথে অর্থাৎ কলকাতার দিকে রাতের দিকে মানুষের ঢল নাম, আপনারা হয়তো এইসব অনেকে টিভিতে নিউজের মাধ্যমে দেখে থাকবেন। সবাই কখন রাত ১২ টা বাজবে, সেই অপেক্ষায় থাকে। বাজি বলুন আর যেটায় হোক না কেন, একদম কাটায় কাটায় রেডি থাকে। আর এতো বাজি বা বক্স বাজে, সেটা আসলে আর বলার উপেক্ষা থাকে না। অনেক মজা হয় আসলে, আমাদের এদিকে তো রাত ২ টা পর্যন্ত চলেছে এইসব। যাইহোক, এই আর্টটা মূলত সেই উদ্দেশ্যেই একটু লেখাটাকে ডিজাইনের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করেছি। এখন আর্ট এর মূল বিষয়ের দিকে চলে যাবো।

❂উপকরণ:❂

আর্ট পেপার
বোর্ড
স্কেচ পেন্সিল
মার্কার পেন
কালার পেন
মোম রং
রাবার

✎এখন অঙ্কনের ধাপগুলো নিচের দিকে তুলে ধরা হলো---

❖প্রথম ধাপে, স্কেচ পেন্সিলের মাধ্যমে "HAPPY NEW YEAR" লেখাটা 2D শেপে লিখে নিয়েছিলাম।

❖দ্বিতীয় ধাপে, 2025 লেখাটাও 2D শেপে দিয়েছিলাম। এরপর দুই পাশে রঙ্গিন বেলুনের মতো দেখতে এঁকে দিয়েছিলাম এবং বেলুনগুলো ঝুলন্ত অবস্থায় আছে, এমন একটা দেখতে এঁকে দিয়েছিলাম।

❖তৃতীয় ধাপে, পুরো অঙ্কনের বিষয়কে মার্কার পেনের কালী দিয়ে গাঢ় করে দিয়েছিলাম।

❖চতুর্থ ধাপে, মোম রঙের মাধ্যমে "HAPPY NEW YEAR" লেখাটা কালার করে দিয়েছিলাম।

❖পঞ্চম ধাপে, কালার পেনের মাধ্যমে 2025 লেখাটা এবং ঝুলন্ত বেলুনগুলোতে কালার করে দিয়েছিলাম। এরপর অংকনটি এখানেই শেষ করেছিলাম।


আর্ট বাই, @winkles

শুভেচ্ছান্তে, @winkles


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png



Sort:  
 2 days ago 

এটা অবশ্য ঠিক বলেছেন দাদা বাসায় থাকলে নতুন বছরের আগমনের উৎসবগুলো বোঝা যায় না। বাহিরে বের হলে আসলে বোঝা যায়। দাদা আপনার আর্ট করা চিত্রটি অনেক সুন্দর হয়েছে নতুন বছরকে স্বাগত জানাতে দারুন একটি আর্ট করেছেন।

 2 days ago 

অনেক অনেক ভালো লাগলো দাদা আপনার চমৎকার এই হ্যাপি নিউ ইয়ার এর আর্ট করতে দেখে। প্রথমত আপনি লেখাগুলো সুন্দর ভাবে লিখে নিয়েছেন এরপর কালার করেছেন। আর আশেপাশে শুভেচ্ছা বিনিময়ের জন্য আরো সুন্দর্য বাড়িয়ে তুলেছেন। সব মিলে খুবই ভালো লাগলো এত সুন্দর আর্ট।

 2 days ago 

সত্যিই দাদা নতুন বছরকে ঘিরে অনেক বেশী উত্তেজনা কাজ করে সবার মনে।এই নতুন বছরকে কেন্দ্র করে আপনি চমৎকার ভাবে HAPPY NEW YEAR এর চিত্রাঙ্কনটি শেয়ার করেছেন। আপনাকে জানাই নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। বছরটি কাটুক আনন্দ আর ভালোবাসায়।আর্টটি কিন্তু দারুন হয়েছে। কালার করার পর আরো বেশী সুন্দর হয়েছে।আপনার উপস্থাপনা ও বেশ প্রশংসনীয়।অসংখ্য ধন্যবাদ দাদা চমৎকার এই আর্টটি শেয়ার করার জন্য।

 2 days ago 

নতুন বছর উপলক্ষে দারুণ একটি আর্ট করেছিলেন দাদা। সম্পূর্ণ আর্টটি একেবারে নিখুঁতভাবে করেছেন। কালার কম্বিনেশনটা জাস্ট অসাধারণ হয়েছে। থার্টি ফার্স্ট নাইটে আমাদের এখানেও ভীষণ মজা হয়েছিল দাদা। যাইহোক এতো চমৎকার একটি আর্ট আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 2 days ago 

নতুন বছরকে সুন্দরভাবে বরণ করে নিয়েছিলেন শুনে অনেক ভালো লাগলো দাদা। সবাই মিলে সুন্দর একটা আয়োজন করলে কিন্তু ভালোই লাগে। বুঝতেই পারছি ভালো সময় কাটিয়েছিলেন নতুন বছর উপলক্ষে। যাইহোক নতুন বছর উপলক্ষে সুন্দর একটা আর্ট করেছেন আজকে এটা দেখে অনেক ভালো লাগলো। আপনার করা এই আর্ট কিন্তু মুগ্ধ হওয়ার মতো ছিল। অসম্ভব ভালো লেগেছে আমার কাছে এই আর্টটি দেখতে।

 2 days ago 

নতুন বছরকে আপনি অনেক সুন্দর ভাবে বরণ করে নিয়েছেন এবং অসাধারণ একটি আর্ট করে দেখিয়েছেন। আপনার আর্ট করার প্রাথমিক পর্যায়ে থেকে শেষ পর্যন্ত ধাপগুলো অসাধারণ। একদম পরিষ্কার-পরিচ্ছন্নভাবে উপস্থাপন করেছেন আপনি। খুব ভালো লাগলো এত সুন্দর ভাবে আর্ট উপস্থাপন করতে দেখে।

 2 days ago 

নতুন বছরকে পিকনিক করার মাধ্যমে স্বাগত জানিয়েছেন। বিশেষ দিনগুলোতে সবাই এরকম একসাথে সময় কাটায়। যাইহোক ভালো লাগলো আপনার আজকের আর্টওয়ার্ক দেখে। আপনার প্রত্যেকটা আর্টওয়ার্ক খুব সুন্দর এবং নিখুঁত হয়। আজকেরটা ও এর ব্যতিক্রম হয়নি। কালার কম্বিনেশন থেকে শুরু করে সবকিছু ঠিক ছিল। বিশেষ করে লেখার স্টাইল টা অনেক সুন্দর হয়েছে। ধন্যবাদ দাদা এত চমৎকার একটা আর্ট করার মাধ্যমে আমাদেরকে নতুন বছরের শুভেচ্ছা জানানোর জন্য।

 2 days ago 

দাদা অনেক সুন্দর করে আর্ট করতে পারেন আপনি। আমার কাছে অনেক সুন্দর লাগে এরকম আর্ট গুলো দেখতে। যার ভেতরে ধৈর্য নেই সে কখনোই সুন্দর আর্ট করতে পারেনা। আর এই জন্য ধৈর্য থাকাটা বেশি জরুরী। কারণ ধৈর্য ধরে আর্ট করলে একটু বেশি সুন্দর হয়। এরকম সুন্দর আর্ট গুলোর মাধ্যমে নিজের দক্ষতা এবং সৃজনশীলতার প্রকাশ অনেক সুন্দর ভাবে ঘটে থাকে।

 2 days ago 

আপনার চিত্র অংকন গুলো আমার অনেক ভালো লাগে। খুবই দক্ষতার সাথে এই চিত্রগুলো অঙ্কন করে থাকেন। নতুন বছর উপলক্ষে খুবই সুন্দর ভাবে নতুন বছরের এই চিত্র অংকন করে শেয়ার করলেন।

 2 days ago 

HAPPY NEW YEAR এর চিত্রাঙ্কন অনেক সুন্দর হয়েছে। দেখতে পেয়ে খুবই ভালো লাগলো। আপনি অনেক দক্ষতার সাথে সৌন্দর্যময় এই চিত্রটি অংকন করে আমাদের মাঝে শেয়ার করলেন।

Coin Marketplace

STEEM 0.29
TRX 0.25
JST 0.040
BTC 96214.90
ETH 3346.76
USDT 1.00
SBD 3.63