প্রসঙ্গ: অবাঙালিদের জন্য একটি বিশেষ ঘোষণা [ A special announcement for non-Bengalis ]

in আমার বাংলা ব্লগ3 years ago

হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি।

বর্তমানে আমাদের কমিউনিটিতে (আমার বাংলা ব্লগ ) ভারত এবং বাংলাদেশ মিলিয়ে বহু বাঙালি সদস্য আছে ইতোমধ্যে। আর আমাদের এই কমিউনিটি মূলত শুধুমাত্র বাংলা ভাষা ব্যবহারের জন্য খোলা হয়েছে, সেক্ষেত্রে এখানে একমাত্র সঠিক বাংলা ভাষায় লেখা পোস্টগুলোকে মূল্যায়ন করা হয়ে থাকে। কারণ বাঙালিদের মধ্যে একমাত্র বাংলা ভাষাতেই নিজের মনের ভাব প্রকাশ করা যায়। সবকিছু মনের মাধুর্য মিশিয়ে সঠিকভাবে বাঙালি পাঠকদের সামনে উপস্থাপন করা যায় এবং পাঠকের দৃষ্টি আকর্ষণ করা যায় যেটা অন্য কোনো ভাষাকে ট্রান্সলেট করে বাংলা ভাষায় পরিণত করে সঠিকভাবে উপস্থাপন করা যায় না।

অরিজিনাল বাংলা ভাষা ছাড়া অন্য কোনো ভাষা কে গুগল ট্রান্সলেট করে কখনো সঠিক বাংলা ভাষা ভাষায় তুলে ধরা সম্ভব না। কিন্তু বর্তমানে আমাদের বাঙালি কমিউনিটির ( আমার বাংলা ব্লগ ) আকর্ষণীয়তা এতটা বেড়ে গেছে যে বাঙালি ছাড়াও বাইরের অন্যান্য ভাষাভাষীর সদস্যরা আমাদের কমিউনিটি তে চলে আসছে। তবে দুঃখের বিষয় হলো আমাদের কমিউনিটির এতো জনপ্রিয়তা বাড়া সত্বেও বাইরের কোনো কিউরেটরস আমাদের দিকে একটু দৃষ্টিপাত করে না। যাইহোক সেক্ষেত্রে আমরা বর্তমানে ভারত এবং বাংলাদেশ ব্যাতিত বাইরের বাংলা না জানা সদস্যদেরও আন্তরিকতার সাথে সাপোর্ট দিয়ে যাচ্ছি ।

বর্তমানে আমাদের কমিউনিটির জনপ্রিয়তার কারণে ইন্দোনেশিয়ান , পাকিস্তান এবং ভেনেজুয়েলা এর সদস্যরা এক্টিভ আছে। বিশেষ করে ইন্দোনেশিয়ান সদস্যরা অনেকে এখানে এক্টিভ আছে। তারা বাংলা ভাষা না জানলেও গুগল ট্রান্সলেট করে যথেষ্ট চেষ্টা করে থাকে কোয়ালিটি পোস্ট করার। কিন্তু তারপরও গুগল ট্রান্সলেট করে নিজের ভাষাকে অন্য ভাষায় কনভার্ট করে সঠিকভাবে তুলে ধরা একদমই পসিবল নয়। বর্তমানে ভারত এবং বাংলাদেশ ব্যাতিত বাইরের দেশের যেসব সদস্যরা (ইন্দোনেশিয়ান ,পাকিস্তান এবং ভেনেজুয়েলা) গুগল ট্রান্সলেট করে বাংলা ভাষায় পোস্ট করছেন তাদের মধ্যে কিছু সদস্যদের পোস্ট এ ২০% বাংলা ভাষা সঠিক আসে, বাকি ৮০% লেখাটাই ভুল আসে।

কিছু কিছু সময় খুব বাজে ভাষাও চলে আসে ট্রান্সলেটের মাধ্যমে যেটা বাংলা ভাষায় মানেটা খুব খারাপ দেখায়। আর বেশিরভাগ সদস্যদের টোটালি ঠিকঠাক বাংলা ভাষায় পোস্ট করা হয় না। আর একটা বিষয় সেটা হলো এতদিন আমাদের কমিউনিটি তে বাংলা ভাষা ব্যাতিত অন্যান্য ভাষার সদস্যদের পরিচিতিমূলক পোস্ট এর উপর ভিত্তি করে মেম্বার লেভেল টা দেওয়া হয়েছে যেটা আসলে দেওয়া ঠিক না, কারণ আমাদের এখানে একজন ভেরিফাইড মেম্বার হতে গেলে (abb-school ) থেকে ৫ টা লেভেল ক্লাস করার পরে পরীক্ষা দিয়ে পাশ করতে হবে, কিন্তু আপনাদের বাংলা ভাষার মাধ্যমে ক্লাস করানো একদমই পসিবল নয় ।

তাই আমরা অনেক আলোচনার পরে সিদ্ধান্ত নিয়েছি যে বর্তমানে ভারত এবং বাংলাদেশ ব্যাতিত যেসব সদস্যরা এক্টিভ আছেন তারা ছাড়া বাইরের অন্যান্য কোনো ভাষার সদস্য কে আমার বাংলা ব্লগ এ আর গ্রহণ করা হবে না । এক্ষেত্রে তাদের জন্য একটা সমাধান দিতে পারি সেটা হলো - "আমার বাংলা ব্লগ" ছাড়াও আমাদের Beauty of creativity নামে আরেকটা কমিউনিটি আছে এবং সেখানে মোটামুটি সব ভাষায় পোস্ট করা যায়। আর আমাদের Beauty of creativity কমিউনিটিতেও সবাইকে আন্তরিকতার সাথে সাপোর্ট দেওয়া হয়। তাই আপনারা Beauty of creativity তে পোস্ট করতে পারেন।

Join this community and post as you like.....


ভারত এবং বাংলাদেশ ব্যাতিত বাইরের যেসব সদস্যরা বর্তমানে এক্টিভ আছেন তাদের লিস্ট হলো---


❆Indonesian❆

Serial No
User Id
Link
01@steem-muksalhttps://steemit.com/@steem-muksal/posts
02@masrilhttps://steemit.com/@masril/posts
03@partner-macrohttps://steemit.com/@partner-macro/posts
04@muksahttps://steemit.com/@muksa/posts
05@rezamusic22https://steemit.com/@rezamusic22/posts
06@zubir-steemhttps://steemit.com/@zubir-steem/posts
07@idayrushttps://steemit.com/@idayrus/posts
08@umar97https://steemit.com/@umar97/posts
09@ustazkarimhttps://steemit.com/@ustazkarim/posts
10@umiriskahttps://steemit.com/@umiriska/posts
11@jasonmunapaseehttps://steemit.com/@jasonmunapasee/posts
12@rozi-paseehttps://steemit.com/@rozi-pasee/posts
13@neukyanhttps://steemit.com/@neukyan/posts


❆Pakistan❆

Serial No
User Id
Link
01@faisalaminhttps://steemit.com/@faisalamin/posts
02@bountyking5https://steemit.com/@bountyking5/posts
03@tayyab100https://steemit.com/@tayyab100/posts


❆Venezuelan❆

Serial No
User Id
Link
01@ruzmairahttps://steemit.com/@ruzmaira/posts

যাদের নাম এই লিস্ট এ আছে তারা আমার বাংলা ব্লগ কমিউনিটিতে পোস্ট করতে পারেন। কিন্তু এই সদস্যদের বাইরে আর কাউকে আমার বাংলা ব্লগ কমিউনিটিতে সদস্য হিসেবে গ্রহণ করা হবে না অর্থাৎ মেম্বার করা হবে না।

শুভেচ্ছান্তে, @winkles


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png

Sort:  
 3 years ago 

দুঃখিত জন্য অগ্রিম জন্য আমার লেখা হয়, যা কম সুনির্দিষ্ট, সম্ভবত #বিওসি আমরা শুধুমাত্র পোস্ট আর্ট ফটোগ্রাফি, কিন্তু সম্প্রদায়ের মধ্যে #amarbanglablog আমি পোস্ট করা গল্প আমার দৈনন্দিন জীবন, এবং আমি আশা করি অব্যাহত থাকবে একজন সক্রিয় সদস্য আছেন এবং গৃহীত হবে, আমি খুশি, কারণ এখানে নিয়ে আমোদ রিভিউ উভয় steemit এবং বিভেদ @wikles

 3 years ago 

অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয় সুন্দর ভাবে বুঝিয়ে দিয়েছেন দাদা। এসব অবাঙালীরা বাংলা ভাষা সহজে বুঝতে পারে না এবং সঠিক ভাবে লিখতে পারে না ।তাই তাদের জন্য সুবর্ণ একটি সুযোগ হলো beauty of creativity কাজ করা। সত্যিই আমার বাংলা ব্লগ কমিউনিটি কাউকে হতাশ করে না। ধন্যবাদ দাদা খুবই গুরুত্বপূর্ণ একটি পোষ্ট করার জন্য।

 3 years ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ দাদা বিষয়টি ভালোভাবে সবাইকে বুঝিয়ে দেওয়ার জন্য।

অনেক সুন্দর একটি বিষয় আমাদের মাঝে তুলে ধরেছেন। সত্যিই বাংলাভাষাভাষী ছাড়া অন্য ভাষাভাষীদের জন্য কমিউনিটির সকল নিয়ম কানুন বোঝানোটা দুর্বোধ্য। আমি মনে করি অনেক সুন্দর একটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে ,যা আমাদের কমিউনিটির জন্য কল্যাণকর। তাদের জন্য beauty ofcreativity এর মত বিকল্প ওয়ে তৈরি করার জন্য অনেক ধন্যবাদ জানাচ্ছি আপনাদের। এগিয়ে যাক আমার বাংলা ব্লগ সাফল্যের সঙ্গে সকল বাধাকে হাতছানি দিয়ে।

 3 years ago 

শুভকামনা রইল আমার বাংলা পরিবারের জন্য সেই সাথে শুভকামনা রইল বাহিরের সদস্যদের জন্য, খুবই সুন্দর উদ্যোগ গ্রহণ করেছেন জেনে খুশি হলাম, এতে করেও অবাঙালিরা বিউটি অফ ক্রিটিভিটি কমিউনিটিতে তাদের নিজেদের ভাষায় পোস্ট করতে পারবে ও মনের ভাব বিকশিত হবে।

 3 years ago 

সকল কে সুযোগ করে দেয়ার জন্য সাধুবাদ জানাই। ধন্যবাদ।

 3 years ago 

এটা একটি ভালো বিষয় ভাই ।বাংলা আমাদের দুই বাংলার প্রানের ভাষা ।আমরা ভাষাকে মনের মাধুরী মিশিয়ে লিখতে পারবো ।কিন্তু অন্যরা তা পারবে না ।তাই আগে থেকেই বিষয়টি তাদের বুজিয়ে সতর্ক করেছেন এটাই ভাল করেছেন ভাই ।ধন্যবাদ ভাই।

 3 years ago 

খুব সুন্দর ভাবে সবটা বুঝিয়ে দিয়েছেন।আশা করি বিউটি অফ ক্রিয়েটিভিটি কমিউনিটিতে উনারা উনাদের ক্রিয়েটিভিটি তুলে ধরবে।

 3 years ago 

দাদা আপনি খুব সুন্দর ভাবে অবাঙ্গালীদের উদ্দেশ্যে যে পোস্টটি লিখেছেন । আশা করি তারা খুব সহজেই বিষয়টি বুঝতে পারবে। আর তাদের জন্য এই বিষয়টি আরও সহজ হবে বলে আশাকরি।

 3 years ago 

মাঝে মধ্যে আমিও এরকম অনাকাঙ্ক্ষিত ভুলে-ভরা বাংলা বানানের পোস্ট দেখেছিলাম। আমার বাংলা ব্লগের এডমিন প্যানেলঃ বরাবর সঠিক সিদ্ধান্ত নিয়ে থাকেন। আজকের এই সিদ্ধান্তটি ও তার ব্যতিক্রম নয়। অবাঙালিদের জন্য শুভকামনা রইল। 🥰❤️

Coin Marketplace

STEEM 0.21
TRX 0.20
JST 0.034
BTC 97950.42
ETH 3343.35
USDT 1.00
SBD 3.04