চ্যাম্পিয়নস ট্রফি নিয়ে আইসিসি পড়েছে মহা ঝামেলায়!

in আমার বাংলা ব্লগ21 hours ago
হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি।

DALL·E 2025-01-11 03.28.06 - A stunning and vibrant landscape-style illustration celebrating the Champions Trophy cricket tournament. The image features a large golden cricket tro.webp

Image Created by OpenAI

আজকে আপনাদের সাথে খেলা নিয়ে একটি বিষয় আলোচনা করব। বর্তমানে এখন ক্রিকেটে টেস্ট আর ওয়ান্ডে ম্যাচ এর দিকে বেশি গুরুত্ব দিচ্ছে। কারণ আর কিছুদিন বাদেই কিন্তু চ্যাম্পিয়নস ট্রফি এর খেলা শুরু হয়ে যাবে। তবে এইবার এই চ্যাম্পিয়নস ট্রফি নিয়ে আইসিসি পড়েছে মহা ঝামেলায়। কারণ এইবার আয়োজন পাকিস্তান করছে আর বেশিরভাগ খেলাই পাকিস্তানের মাঠে হবে। এখন ভারতের ঘোর আপত্তি এই পাকিস্তানে গিয়ে খেলা, কারণ পাকিস্তানের মাঠে কোনোদিনও খেলতে রাজি হয় না।

আর এইজন্যই তারা আইসিসিকে বাধ্য করেছে তাদের কোনো ম্যাচ যেনো পাকিস্তানে না ফেলানো হয়। আর এই নিয়ে আইসিসি পড়েছে ঝামেলায়, কারণ ভারতীয় ক্রিকেট বোর্ড এতটাই শক্তিশালী যে আইসিসি তাদের কথা মানতে বাধ্য আর না হলে ভারত আগেও জানিয়ে দিয়েছিলো যে, পাকিস্তানে খেলা হলে তারা খেলবে না। এখন খেলাটা পাকিস্তানে হলেও দুবাইয়েও খেলা হবে কিছু ম্যাচ, ভারতের কথায় আইসিসি রাজি হয় শেষ পর্যন্ত হাইব্রিড মডেলে ম্যাচ ফেলতে । ফলে ভারতের সব ম্যাচ তাদের বোর্ড এর কথা অনুযায়ী দুবাইয়ে ফেলানো হয়েছে।

এখন বিষয় হলো এই চ্যাম্পিয়নস ট্রফি খেলার আগে একটা করে প্রস্তুতি ম্যাচও খেলা হয়ে থাকে। আর এই প্রস্তুতি ম্যাচ নিয়ে এক মহা জটিলতায় পড়েছে আইসিসি। কারণ যেহেতু সব টিমের খেলা পাকিস্তানে খেলা, তাই তারা সবাই পাকিস্তানেই খেলবে, দুবাইয়ে যাবে না। এদিকে ভারত তো পাকিস্তান যাবেই না, তারা প্রস্তুতি ম্যাচ দুবাইয়েই খেলবে। এখন তাদের সাথে দুবাইয়ে যেকোনো এক টিমকে রাজি করানো মুশকিল হয়ে যাচ্ছে। তবে এখানে সম্ভবত আফগানিস্তানকে রাজি করাতে পারে আর আফগানিস্তান রাজি হয়ে যেতেও পারে, যেহেতু তাদের সব হোম ম্যাচ ভারতে খেলে থাকে, সেই দিক থেকে বললে রাজি হতে পারে।

ভারত যে গ্রুপে আছে, এখন প্রস্তুতি ম্যাচ খেলতে হয় অন্য গ্রুপের সাথে। আর এখানেই ঝামেলা, কারণ সেই গ্রুপের কেউ রাজি না দুবাইয়ে গিয়ে খেলতে। তবে এখানে পাকিস্তান বোর্ডও কম মুশকিল-এ পড়েনি, কারণ এই ট্রফির আয়োজনটা যেহেতু তাদের, তাই সমস্ত দায়ভার এবং সুবিধা অসুবিধা তাদেরই দেখতে হবে। আফগানিস্তানকে রাজি করলেও তাদের সেখানে যাতায়াত ব্যবস্থা এবং থাকা, খাওয়া সবকিছুর দায়িত্ব নিতে হবে। পাকিস্তানেও তাদের খরচ আছে, তাছাড়া দুবাইয়েও কয়েকটা ম্যাচ আছে, ফলে সেখানেও খরচ। তার উপর প্রস্তুতি ম্যাচ এর জন্য তারা এইভাবে বাড়তি খরচ করবে কিনা সেটা নিয়েও প্রশ্ন আছে।

চাপে পড়েছে আইসিসি, কি করবে ভেবেও পাচ্ছে না। এদিকে ভারত যদি ফাইনালে ওঠে তাও সেটা দুবাইয়ে খেলতে হবে, আর না উঠলে পাকিস্তানে ফাইনাল হবে। তারপর পাকিস্তানে যে চ্যাম্পিয়নস ট্রফি খেলা হবে! সেদিকে আরেক ঝামেলা, কারণ তাদের তিনটি মাঠই এখনো প্রস্তুত নয়। সময়ের মধ্যে হবে কিনা সেটা নিয়েও আইসিসিতে সংশয় রয়েছে। সব মিলিয়ে পরিস্থিতি এইবারের চ্যাম্পিয়নস ট্রফি জটিল পর্যায়ে আছে।


শুভেচ্ছান্তে, @winkles


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png



Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 14 hours ago 

ভারতীয় ক্রিকেট বোর্ড নিঃসন্দেহে বেশ শক্তিশালী। তাই আইসিসিকে তাদের কথা অবশ্যই মানতে হবে। এককথায় বলতে গেলে আইসিসির কোনো অপশন নেই এক্ষেত্রে। যাইহোক চ্যাম্পিয়নস ট্রফি পাকিস্তানে আয়োজন করাটাই ঠিক হয়নি। এতো ঝামেলার সমাধান হবে কিভাবে, সেটাই তো বুঝতে পারছি না। পোস্টটি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ দাদা।

Coin Marketplace

STEEM 0.28
TRX 0.24
JST 0.040
BTC 94080.13
ETH 3267.99
SBD 6.38