'আমার বাংলা ব্লগ' প্রতিযোগিতা ( শেয়ার করো তোমার ইউনিক ফ্রুট কার্টিং ডিজাইন )-৩১ এর ফলাফল প্রকাশ

in আমার বাংলা ব্লগ2 years ago
হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি।



ব্যানার ক্রেডিট: @swagata21

টাইটেল দেখে বুঝতে পারছেন সবাই যে আজকে ফলাফল প্রকাশ করতে যাচ্ছি। যেহেতু গতদিন হ্যাংআউট এ ফলাফল প্রকাশ করা হয়েছে এবং কে কোন পজিশনে অবস্থান করেছেন সেটা বলে দেওয়া হয়েছে। আজকে সেই ফলাফল অনুযায়ী স্টিম আপনাদের সবার ওয়ালেটে ট্রান্সফার করা হয়েছে। আসলে প্রথমের দিকে দেখে বুঝতেই পারিনি যে এতজন পার্টিসিপেট করবেন কিন্তু লাস্টের দিন সবাই তাক লাগিয়ে দিলেন একপ্রকার। তবে এইবার এই প্রতিযোগিতায় যতজন অংশগ্রহণ করুক না কেন এইবার আর টাইম না বাড়ানোর চিন্তাভাবনা করেছিলাম আমরা। কারণ প্রতিবার সময় বাড়িয়ে বাড়িয়ে প্রতিযোগিতার একটা আকর্ষণ নষ্ট হয়ে যায়। এখন থেকে আমরা যে প্রতিযোগিতা দেব সেটাতে সময় না বাড়ানোর সম্ভাবনা বেশি থাকবে, তাই যে সময়টা দেওয়া হবে সবাই সেই সময়ের মধ্যে শেষ করার চিন্তা করবেন। যাইহোক এই ফ্রুট কার্টিং ডিজাইন প্রতিযোগিতায় সবাই অনেক ভালো করেছেন এবং যথেষ্ট পরিশ্রম দিয়ে আপনারা আপনাদের ইউনিক কিছু ডিজাইন আমাদের উপহার দিয়েছেন। সবার ডিজাইন অনেক ইউনিক ছিল। বিভিন্ন ফল দিয়ে বিভিন্ন ধরণের ডিজাইন করলে দেখতে অনেক সুন্দর লাগে। সবার ডিজাইনগুলো দেখতে এতো ভালো লেগেছিলো যে আমরা কাউকে আর বাদ দিতে চাইনি, সবাইকেই পুরস্কার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম শেষ মুহূর্তে। যাইহোক এখন আপনাদের মাঝে পর্যায়ক্রমে যার যার অবস্থান পুরস্কার সহ তুলে ধরছি।

❣প্রথমে বিশেষ পুরস্কার পাচ্ছেন যে দুইজন তাদের নাম পুরস্কার সহ নিচে তুলে ধরা হলো--

সিরিয়াল নম্বরইউজার আইডিপোস্ট লিঙ্কপুরস্কার
1@tanujahttps://steemit.com/hive-129948/@tanuja/2pvc3z15 STEEM
2@rahimakhatunhttps://steemit.com/hive-129948/@rahimakhatun/4wmres15 STEEM

❣প্রথম থেকে সপ্তম স্থানের মধ্যে যারা যারা আছেন তাদের নাম পুরস্কার সহ নিচে তুলে ধরা হলো-

সিরিয়াল নম্বরইউজার আইডিপোস্ট লিঙ্কপুরস্কার
1@bristy1https://steemit.com/hive-129948/@bristy1/pu15r-or-or35 STEEM
2@tasonyahttps://steemit.com/hive-129948/@tasonya/6swsg5-or-or25 STEEM
3@sshifahttps://steemit.com/hive-129948/@sshifa/2v3hnc-or-or20 STEEM
4@jamal7https://steemit.com/hive-129948/@jamal7/3sjw5a-or-or14 STEEM
5@bdwomenhttps://steemit.com/hive-129948/@bdwomen/6dyg16-or-or12 STEEM
6@nevlu123https://steemit.com/hive-129948/@nevlu123/2h3r5v-or-or10 STEEM
7@narocky71https://steemit.com/hive-129948/@narocky71/4mjnba-or-or-shy-fox9 STEEM

❣এখন ১০ steem করে যে ৯ জন পাবেন তাদের নাম পুরস্কার সহ নিচে উল্লেখ করা হলো--

সিরিয়াল নম্বরইউজার আইডিপোস্ট লিঙ্কপুরস্কার
1@tuhin002https://steemit.com/hive-129948/@tuhin002/4aru4m10 STEEM
2@isratmimhttps://steemit.com/hive-129948/@isratmim/or-or10 STEEM
3@ah-agimhttps://steemit.com/hive-129948/@ah-agim/2pt32j-or-or10 STEEM
4@hiramonihttps://steemit.com/hive-129948/@hiramoni/28uuma-or-or10 STEEM
5@monira999https://steemit.com/hive-129948/@monira999/3edosr-or-or10 STEEM
6@rupaie22https://steemit.com/hive-129948/@rupaie22/76tnan-or-or10 STEEM
7@bristychakihttps://steemit.com/hive-129948/@bristychaki/or-abb-charity-5-or-shy-fox-1010 STEEM
8@selina75https://steemit.com/hive-129948/@selina75/2maftg-or-or10 STEEM
9@mohinahmedhttps://steemit.com/hive-129948/@mohinahmed/4n7qyd-or-or10 STEEM

❣এখন ৫ steem করে যে ৬ জন পাবেন তাদের নাম পুরস্কার সহ নিচে উল্লেখ করা হলো--

সিরিয়াল নম্বরইউজার আইডিপোস্ট লিঙ্কপুরস্কার
1@green015https://steemit.com/hive-129948/@green015/5zbg3a-or-or5 STEEM
2@shimulakterhttps://steemit.com/hive-129948/@shimulakter/vfvfn-or-or-or-or5 STEEM
3@rituaminhttps://steemit.com/hive-129948/@rituamin/6brp4k-or-or5 STEEM
4@fasoniyahttps://steemit.com/hive-129948/@fasoniya/bla3k5 STEEM
5@rongginhttps://steemit.com/hive-129948/@ronggin/3nejqh-or-or5 STEEM
6@aflatunnhttps://steemit.com/hive-129948/@aflatunn/6rcjag-or-or5 STEEM


❣এই প্রতিযোগিতায় যারা স্পনসর ছিলেন--

সিরিয়াল নম্বরইউজার আইডিSTEEM
1@winkles39.28 STEEM
2@swagata2139.28 STEEM
3@hafizullah39.28 STEEM
4@nusuranur39.28 STEEM
5@rex-sumon39.28 STEEM
6@moh.arif39.28 STEEM
7@shuvo3539.28 STEEM

শুভেচ্ছান্তে, @winkles


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png

Sort:  
 2 years ago 

প্রতিযোগিতা যার অংশগ্রহণ করেছেন প্রত্যেককে জানাই আন্তরিক অভিনন্দন। একটি ইউনিক বিষয় নিয়ে এবারের প্রতিযোগিতাটি করা হয়েছে। বেশ সুন্দর সুন্দর কিছু ফলের কাটিং দেখতে পেলাম এবার মাধ্যমে। ধন্যবাদ সকলকে যারা অংশগ্রহণ করেছেন এবং যার প্রতিযোগিতাটির ব্যবস্থা করেছেন।

 2 years ago 

এবারের প্রতিযোগিতারটা সত্যি দারুন ছিল। তবে এটা একটা ভালো সিদ্ধান্ত নিয়েছেন যে সময় না বাড়ানোর সিদ্ধান্ত। আসলে সত্যি এর আকর্ষণ কমে যায় এমনকি, আমি মনে করি যারা প্রতিযোগিতাকে গুরুত্ব দিবে তারা অবশ্যই সময়ের মধ্যে অংশগ্রহণ করার চেষ্টা করবে। তাহলে এর আলাদা একটা ইউনিকতা থাকবে। আর এবারের প্রতিযোগিতায় বিজয়ী হতে পেরে আরও বেশি ভালো লাগছে। এবারের প্রতিযোগিতায় যারা অংশগ্রহণ করেছেন তাদের সবাইকে জানাই অনেক অনেক অভিনন্দন।

 2 years ago 

এবারে প্রতিযোগিতায় অনেক অনেক সুন্দর ইউনিক ফ্রুট কার্টিং ডিজাইন দেখেছি ৷ সর্ব যারা যারা বিজয়ী হয়েছে তাদেরকে অভিনন্দন জানাই ৷ অনেক ভালো ছিল

 2 years ago 

দারুন একটা প্রতিযোগিতা ছিল এটা। এই প্রতিযোগিতার মাধ্যমে সুন্দর সুন্দর কিছু ফলের ডিজাইন আমরা দেখতে পেয়েছি। এই প্রতিযোগিতায় যারা বিজয়ী হয়েছেন তাদের সকলকে জানাই আমার অন্তরের অন্তস্থল থেকে শুভেচ্ছা ও অভিনন্দন।

 2 years ago 

যদিও ছুটিতে থাকায় এবারের কন্টেস্টে পার্টিসিপেট করতে পারিনি তবে এখন দেখে ভালো লাগলো।নি:সন্দেহে প্রত্যেকে তাদের যোগ্য জায়গাটাই পেয়েছে।শুভ কামনা রইলো সবার জন্য।

 2 years ago 

আমার বাংলা ব্লগের প্রতিযোগিতা মানেই সবার অসাধারণ পারফরমেন্স। এই প্রতিযোগিতার মাধ্যমে বিভিন্ন রকমের ফলের ডেকোরেশন দেখতে পেয়েছি। আর ফলের এই কাটিং গুলো খুবই ভালো লেগেছে। এভাবে ফল ডেকোরেশন করলে দেখতে অনেক ভালো লাগে। যারা এই প্রতিযোগিতায় বিজয়ী হয়েছেন তারা অনেক পরিশ্রম করে নিজের কাজগুলো করেছেন। বিজয়ীদেরকে অনেক অনেক অভিনন্দন জানাচ্ছি। সবাইকে পুরস্কৃত করার জন্য সম্মানিত এডমিন এবং মডারেটরদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। অনেক অনেক শুভকামনা রইল সবার জন্য।

 2 years ago 

অভিনন্দন জানাই সকল বিজয়ীদের এবং যারা অংশগ্রহণ করছিল তাদের সবাইকে। নিজেকের কাছেও বেশ ভালো লেগেছে সকলের অংশগ্রহণ দেখে।

 2 years ago 

প্রথমেই এই প্রতিয়োগিতায় সকল বিজয়ীদের জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন ৷ অনেক সুন্দর এবং আর্কষনীয় একটি প্রতিয়োগিতা ছিলো এটি ৷ সবার দারুণ দক্ষতা এবং ফ্রুট কাটিং ডিজাইন দেখে আসলেই অনেক ভালো লেগেছিলো ৷ অসংখ্য ধন্যবাদ আমার বাংলা ব্লগ কমিউনিটিকে এতো সুন্দর একটি প্রতিয়োগিতার আয়োজন করার জন্য ৷

 2 years ago 

খুব ব্যস্ত থাকার পরেও অংশগ্রহণ করেছি খুব ভাল লেগেছে।পুরস্কৃত করার জন্য অনেক ধন্যবাদ সবাইকে।

 2 years ago 

আসলেই এবারের প্রতিযোগিতা বেশ দারুন ছিলো।সবাই বেশ সুন্দর সুন্দর আকর্ষণীয় ডিজাইন শেয়ার করেছে। আমি বিশেষ পুরষ্কার পেয়ে বেশ খুশি।ভালো লাগলো।আসলেই প্রতিযোগিতার সময় বাড়লে সপ্তাহ জুরে অংশগ্রহণ কারীর চিন্তা করতে হয়🤣🤣।যাই হোক এমন সুন্দর সুন্দর প্রতিযোগিতা সামনে আরো হবে,আশা করি।ধন্যবাদ

Coin Marketplace

STEEM 0.21
TRX 0.26
JST 0.040
BTC 101158.43
ETH 3649.74
USDT 1.00
SBD 3.20