উইল এবং ল্যাথামের সেঞ্চুরিতে পাকিস্তানের দিশাহীন হার!

in আমার বাংলা ব্লগ2 days ago
হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি।

DALL·E 2025-02-20 04.02.51 - A dynamic and dramatic landscape image capturing the essence of a thrilling cricket match. The scene features a packed stadium under bright floodlight.webp

Image Created by OpenAI

আজকে আপনাদের সাথে খেলাধুলা বিষয়ে পোস্ট শেয়ার করে নেবো। গতকাল থেকে চ্যাম্পিয়নস ট্রফি ম্যাচ শুরু হয়েছে। আর প্রথম দিনে নিউজিল্যান্ড আর পাকিস্তানের খেলা হয়েছে। পাকিস্তানের পিচগুলো দেখলাম সব ব্যাটিং ফরম্যাটে তৈরী করা। অনেকটা ড্রাই, সেই হিসেবে পাকিস্তানের পাল্লা কিন্তু ভারী থাকে। কারণ পিচ আসলে ওদের সুবিধার্থে তৈরী করা। আর এটা আসলে নতুন কিছু না, কারণ একমাত্র বাইরের কোনো পিচ ছাড়া নিজেদের দেশের পিচগুলো তাদের হিসেবে তৈরী করা।

সে যাইহোক, আমি যদিও খেলা আধো আধো দেখেছি। কারণ একদিকে কাজ করেছি আর সেই সাথে মাঝে মাঝে খেলা দেখেছি। পাকিস্তান হিসেবে টস-এ জিতেছিল ঠিকই, কিন্তু তাদের ডিসিশন মতো আগে ফিল্ডিং করে। হিসেব মতো এই পিচ-এ টার্গেট নিয়ে কিন্তু খেলা বেশ ভালো। কারণ ব্যাটিং ফরম্যাট থাকলে রান তো এমনিতেই হবে। আর রাতের দিকে বল হিসেবে একটু কুয়াশা তে ভিজে যায়, ফলে স্পিন তো একদমই কাজ করে না আর পেচ বল তো আরো বেশি খারাপ পর্যায়ে চলে যায়, কারণ যে লেন্থে বল করবে, সেটাই করতে পারে না স্লিপ করার জন্য।

তবে নিউজিল্যান্ড শুরুতেই যা খেলা দিয়েছিলো, তা খুবই বিধ্বংসী অবস্থা। উইল তো একদম শুরু থেকেই চার মেরেছে একাধারে। আসলে আমি কিন্তু বরাবরই একটা বিষয়ে বলে থাকি যে, ওপেন এর ব্যাটসম্যানদের রান করাটা খুবই গুরুত্বপূর্ণ। এক্ষেত্রে কনওয়ে শুরুতেই আউট হয়ে যায়। আসলে একজন আউট হয়ে যাওয়ায় রান যদিও একটু ডাউন হয়ে গিয়েছিলো। তবে উইল বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছে এই ম্যাচে বলতে গেলে। এক্ষেত্রে সত্যি বলতে পরে অর্থাৎ মাঝ পথে রান ভীষন কমে যায়।

কারণ পরপর প্রায় ৩ জন আউট হয়ে যায় তেমন কোনো রান না করেই। ফলে একপ্রকার ভীষন চাপের সৃষ্টি হয় ওখান থেকে রান তুলে নিয়ে আসা। উইল এর সাথে সাথে লাথান যদি না বুদ্ধিমত্তার পরিচয় দিতো, তাহলে রান সম্ভবত ২৫০ রানে গুটিয়ে যেতো। এই দুইজন অধিকাংশ সময় ধৈর্য ধরে একপ্রকার রান এর একটা দারুণ পার্টনারশীপ গড়ে তোলে। ২ জন মিলে প্রায় ২২৫-২৩০ রান একটা অসাধারণ রান করে যায়। তবে উইল আউট হয়ে যায় পরে। কিন্তু ম্যাচে এই যে দারুণ একটা ব্যালান্স ধরে রেখেছিলো, সেটা শুধু লাথান এর কারণে।

লাথান শেষ পর্যন্ত টিকে ছিল বলে রান ৩০০+ রান করে। তবে এই রানটা আসলে মাত্র ৩ জন এর কারণে সম্ভব হয়েছে। যদিও আজকাল ৩০০ রান টার্গেট নিয়ে খেলাটা কোনো বড়ো টিমের কাছে কিছু না। পাকিস্তানের টিম আগে সত্যি বলতে একটু মজবুত ছিল, কিন্তু বর্তমানে দেখলে আসলে দুই একজন অর্থাৎ বাবর আজম, রেজওয়ান এরাই আছে বলে একটু মেইনটেইন করতে পারে। তাছাড়া আপনারা তাদের স্কোয়াড চেক করলে দেখতে পাবেন, সবাই নতুন। টার্গেট খেলতে নেমে তাদের জোরাজীর্ণ অবস্থা। শুরুতেই তো তাদের রান রেট এর করুন হাল শুরু হয়।

এই রানের টার্গেট নিলে কমপক্ষে তো সাড়ে ৬ রান রেট থাকা উচিত ছিল শুরুতে। আর ৫০ ওভারের ম্যাচে সত্যি বলতে কিন্তু সাড়ে ৬ রান রেট যদি একটা প্রতি ওভারে নির্দিষ্ট করে খেলা যায়, তাহলে রানটা অনায়াশে উঠে যায়। কিন্তু তার জন্য উইকেট বাঁচিয়ে রাখাটাও অনেক জরুরী। তাদের রান যে শেষ পর্যন্ত ২৫০ রান হবে, এটাই আশা করা যায়নি। কিন্তু শেষে খুশদীল নামের একজন ইচ্ছা মত মেরে কিছুটা রান করে, কিন্তু রান রেট ততক্ষণে ১৯ পার ওভারে চলে যায়, যেটা অসম্ভব করা ওই মুহূর্তে। পাকিস্তানের বোলিং সাইট একটু ভালো থাকলেও ব্যাটিং সাইট খুবই খারাপ। নিউজিল্যান্ড এর যদি সেদিকে দেখা যায়, তাহলে তাদের উভয় দিকেই ভালো। প্রত্যেক টিমের ৩ টি করে ম্যাচ খেলা হবে, নিউজিল্যান্ড একটা এগিয়ে গেলো।


শুভেচ্ছান্তে, @winkles


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png



Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 10 hours ago 

আসলেই পাকিস্তানের উচিত ছিলো প্রথমে ব্যাট করা। তাহলে হয়তোবা ভালোই টার্গেট দিতে পারতো নিউজিল্যান্ডকে। তবে এটা ঠিক বলেছেন দাদা,পাকিস্তানের ব্যাটিং লাইন আপ এখন ততটা ভালো না। নিজেদের মাঠে প্রথম ম্যাচেই দর্শকদের হতাশ করলো তারা। দেখা যাক বাকি দুই ম্যাচে তারা কি করে। একটা ম্যাচ তো আমাদের বিপক্ষে রয়েছে। সেই ম্যাচে নিশ্চয়ই ভালো পারফরম্যান্স করবে পাকিস্তান। কারণ বাংলাদেশের পারফরম্যান্স এখন খুব খারাপ-ই বলা যায়। বিশেষ করে ব্যাটিং লাইন আপ একেবারে বাজে। যাইহোক পোস্টটি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ দাদা।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.24
JST 0.033
BTC 94966.31
ETH 2628.83
SBD 0.63