দূর্গা পুজো ২০২৪ ( পর্ব ৫ )
হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি। |
---|
Photo by @winkles
Photo by @winkles
Photo by @winkles
Photo by @winkles
Photo by @winkles
আজকে আপনাদের সাথে দূর্গা পুজোর আরো একটি পর্ব শেয়ার করে নেবো। এই পর্বে তাহলে চলুন দেখে নেওয়া যাক কি কি থাকছে। মূলত হিন্দুস্থান ক্লাব আর হিন্দুস্থান পার্ক দুটি নাম প্রায় একই হলেও দুটি ভিন্ন ভিন্ন। তবে এই দুটি একই জায়গায় পাশাপাশি অবস্থিত প্রায়। তো গত পর্বে আপনাদের সাথে হিন্দুস্থান ক্লাব এর আলোকচিত্রগুলো শেয়ার করেছিলাম এবং পরে ওখান থেকে সোজা হিন্দুস্থান পার্কের দিকে চলে গিয়েছিলাম। এরপর এই হিন্দুস্থান পার্কের দূর্গা পুজো প্রতিবার দারুন দারুন বিষয় নিয়ে উপস্থাপনা করে থাকে এবং প্রায় বলা যায় এই দুটি ক্লাব অসাধারণ করে থাকে। এই বছর এই হিন্দুস্থান পার্কে কিন্তু দারুন একটি বিষয় তুলে ধরেছে। আসলে এইবার আমাদের পৃথিবীর সামগ্রিক পরিস্থিতির বিষয়কে মাথায় রেখে তুলে ধরেছে।
Photo by @winkles
Photo by @winkles
Photo by @winkles
Photo by @winkles
Photo by @winkles
এইবার তাদের চিন্তাভাবনা ছিল "কল্পঋতুর গল্প গাথা"। মানে এই বিষয়টা একটা কল্পনার উপর ভিত্তি করে সাজানো আর কি। এই যেমন আমাদের দেশের অভ্যন্তরীণ হোক বা বাইরের বিভিন্ন জায়গায় হোক, একটা সবসময় যুদ্ধের পরিস্থিতি লেগেই আছে। এই যুদ্ধের দামামা যেন থামছেই না। তাই এই চিন্তাভাবনার প্রকৃত অর্থ এই যে, এমন একটা ঋতু হবে, যে ঋতুতে কোনো যুদ্ধ থাকবে না, থাকবে শুধু উৎসব আর উৎসব। এখানে প্রতিটা ক্ষেত্রে সেই বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করেছে। একটা শান্তির বার্তা দেওয়ার চেষ্টা করেছে তারা। এখানে পুজো প্যান্ডেলের একদম ভিতরের দিকে যেতেই একটা বাদুড় বা বাজ পাখির মতো কিছু তৈরি করেছিল। আসলে এখানে এটা কিন্তু উড়ছিল, এইরকম একটা ডিজাইন তৈরি করা।
Photo by @winkles
Photo by @winkles
Photo by @winkles
Photo by @winkles
Photo by @winkles
Photo by @winkles
তবে এখানে ভিতরে একটা পৃথিবীর মতো ডিজাইন তৈরি করেছে। এরপর সাইডগুলোতে দেখবেন যে, এখানে বিভিন্ন মিসাইল, বন্দুক এর মাধ্যমে ডিজাইন ফুটিয়ে তুলেছে প্যান্ডেলের প্রতিটি জায়গায়। এছাড়া সাইডগুলোতে দেখতে পাবেন যে, কিছু কিছু জায়গায় লাইট হাউসের মতো কিছু ব্যবস্থাপনা তৈরি করা আর সেইসব জায়গায় স্ট্যাচু তৈরি করে দিয়েছে। তবে এই স্ট্যাচুগুলোর মাধ্যমে উৎসব মুখরের কিছু প্রতিচ্ছবি তুলে ধরা আছে আবার কিছু স্ট্যাচুর মাধ্যমে ওখানে সিপাহী বেশে ঢাল-তলোয়ার নিয়ে দাঁড়িয়ে আছে। আসলে সবকিছুর মিশ্রনে একটা দারুন উপস্থাপনা করেছে তারা। এছাড়া আরো বিভিন্ন সেক্টরে বিভিন্ন স্ট্যাচু, মুখোশ এইসবের মাধ্যমেও সাজিয়ে তুলেছে। কোথাও ঘোড়ার মাধ্যমে কিছু স্ট্যাচু তৈরি করাও আছে। সবমিলিয়ে প্যান্ডেলটি একটা নতুন রূপে সেজে উঠেছিল যেন। দারুন ছিল সবকিছু।
Photo by @winkles
Photo by @winkles
Photo by @winkles
Photo by @winkles
Photo by @winkles
Photo by @winkles
Photo by @winkles
মণ্ডপটিও দারুন ছিল, ভিতরের সবকিছুর ডিজাইন অসাধারণ, বিশেষ করে মায়ের মূর্তির ওখানে আরো সুন্দর লাগছিলো। মায়ের মূর্তিটাও অসাধারণ লাগছে দেখতে, লাইটিং আর ব্যাকগ্রাউন্ড মোটামুটি ভালো ছিল। এমনি এই লাইটিংয়ে দেখতে দারুন লাগছিলো, তবে এই লাইটগুলোতে যখন ছবি ক্যাপচার করা হয়, তখন কিছু কিছু জায়গায় নীল আলোর কারণে আর ভালো ওঠে না। যাইহোক, তাদের চিন্তাভানার মাধ্যমে বিষয়টা বেশ ভালো তুলে ধরেছে, আসলে যুদ্ধ কখনো শান্তি নিয়ে আসে না, যুদ্ধ এই সুন্দর পৃথিবীটাকে ধংস এর মুখে ঠেলে দিচ্ছে। এই সবকিছুর উপস্থাপনার মাধ্যমে সবার মাঝে শান্তির বার্তা বিষয়টা বেশ ভালো লেগেছে।
শুভেচ্ছান্তে, @winkles
ক্যামেরা | স্যামসুং গ্যালাক্সি M33 5G |
---|---|
লোকেশন | কলকাতা |
তারিখ | ৭ অক্টোবর ২০২৪ |
250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
Upvoted! Thank you for supporting witness @jswit.
কল্পঋতুর গল্প গাঁথা।কল্পনার উপর ভিত্তি করে শান্তি প্রতিষ্ঠা ভালো লাগলো এই বিষয়টি। যুদ্ধ ,অশান্তি যেন লেগেই আছে আর এগুলোকে বাদ দিয়ে যদি এমন ঋতু হতো যেখানে শান্তি আর উৎসব থাকবে তাহলে কতই না ভালো হতো।আপনার প্রতিটি ফটোগ্রাফি দারুন ছিল ।পূজা মন্ডপের থিম অনেক সুন্দর ছিল সব মিলিয়ে চমৎকার একটি পোস্ট ছিল ,দাদা ধন্যবাদ আপনাকে।
দাদা আপনি আজকের এই পোষ্টের মাধ্যমে দুর্গাপুজোর পঞ্চম পর্ব আমাদের মাঝে শেয়ার করেছেন লেখা আমার কাছে অনেক ভালো লাগলো। পঞ্চম পর্বের মাধ্যমে আরেকটা জায়গার সুন্দর কিছু আলোকচিত্র দেখতে পেলাম। এখানেও দেখছি অনেক সুন্দর করে সাজানো হয়েছে পুরোটা। সবকিছুর সৌন্দর্য দেখে আমি তো একেবারে মুগ্ধ হলাম। এগুলো নিশ্চয়ই সরাসরি দেখতেও অনেক বেশি সুন্দর লেগেছিল। লাইটগুলো অনেক বেশী সুন্দর লাগছে দেখতে। সব মিলিয়ে খুব ভালো লাগলো দাদা আজকের পর্ব টাও। এখন অপেক্ষায় থাকলাম পরবর্তী পর্বের জন্য।
দাদা প্রথমেই আপনাকে অনেক অনেক ধন্যবাদ দুর্গা পূজার পঞ্চম পর্ব টা আমাদের মাঝে এত সুন্দর করে শেয়ার করার জন্য। একে একে আপনি পর্বগুলো অনেক সুন্দর করে শেয়ার করে যাচ্ছেন। অনেক সুন্দর কিছু আলোকচিত্র আজকের এই পর্বের মাধ্যমে দেখতে পেয়ে ভালো লাগছে। এই প্যান্ডেলটা অনেক সুন্দর করে সাজানো হয়েছে। অনেক সুন্দর চিন্তাভাবনার উপরে করা হয়েছে। সব মিলিয়ে খুব ভালো লাগলো এটা দেখে।
কল্পঋতুর গল্প গাথা থিম নিয়ে যে পূজা প্যান্ডেলের ডেকোরেশন করা হয়েছে, তা এক কথায় দুর্দান্ত ও নজরকাড়া। দারুণ উপভোগ করলাম ছবিগুলো দাদা।
আসলেই দাদা যুদ্ধ কখনো শান্তি বয়ে আনে না। কিন্তু পৃথিবীর বিভিন্ন দেশে যুদ্ধ যেনো থামছেই না। যাইহোক দূর্গা পূজা উপলক্ষে হিন্দুস্থান পার্ক এককথায় দুর্দান্ত আয়োজন করেছে। তাদের থিমটা যেমন সুন্দর, তেমনি তাদের সম্পূর্ণ আয়োজনও জাস্ট অসাধারণ হয়েছে। এমন চোখ ধাঁধানো আয়োজন দেখে যে কেউ মুগ্ধ হয়ে যাবে। যাইহোক এতো চমৎকার একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ দাদা।
বাহ দারুণ তো দাদা। হিন্দুস্থান পার্ক অন্যবারের মতো এবারেও চমৎকার করেছে প্যান্ডেলের থিম টা। বিশেষ করে পৃথিবী রকেট এমন অসাধারণ চিন্তা এককথায় চমৎকার। দারুণ লাগল আপনার পোস্টে ফটোগ্রাফি গুলো দেখে।