এলোমেলো আলোকচিত্র ( পর্ব ২৮ )

in আমার বাংলা ব্লগ4 days ago
হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি।

আজকে আপনাদের সাথে কিছু এলোমেলো আলোকচিত্র শেয়ার করে নেবো। আসলে আজকে লেখার মতো তেমন কোনো মন মানসিকতা নেই। কাছের মানুষগুলো যখন ছেড়ে চলে যায়, তখন তার মতো কষ্ট আর হয় না। যে মানুষটাকে অর্থাৎ আমার বন্ধুর বাবাকে কিছুদিন আগে চোখের সামনে দেখলাম, কথা বললাম, তার এইরকম হঠাৎ খবর শুনে আমি আসলে একপ্রকার হতভম্ব হয়ে গিয়েছিলাম। অনেক ভালো মানুষ ছিলেন তিনি। আসলে মানুষটাকে নিজের বাবার মতো ভাবতাম এবং সেই দৃষ্টিতে অনেক শ্রদ্ধাও করতাম, তার এইরকম খবর শুনলে মনের মধ্যে কষ্টটা ধরে রাখা যায় না। কিছুই করার নেই আসলে এক্ষেত্রে, এই কঠিন সত্যটাকে মেনে নিয়ে আমাদের চলতে হবে। আমার আসলে কিছুই লিখতে মন চাইছে না আর তেমন। কয়েকটা আলোকচিত্র দিয়ে শেষ করে দেব।

Photo by @winkles

Photo by @winkles

Photo by @winkles

এই আলোকচিত্রগুলো তুলেছিলাম পুজোর সময়ে। এখানে একটা সিংহের দৃশ্য দেখতে পাচ্ছেন, যা কাঠ দিয়ে তৈরি করা হয়েছে এবং ডেকোরেশন সুন্দর করেছে। এরপর এই সাদা কালারের ঝাড়বাতিটাও দেখতে সুন্দর লাগছিলো। এছাড়া ঝুড়ির মধ্যে লাইটিংটা অসাধারণ ছিল।


ক্যামেরা: স্যামসুং গ্যালাক্সি M33 5G
লোকেশন: কলকাতা
তারিখ: ১৩ নভেম্বর ২০২৩


Photo by @winkles

Photo by @winkles

এখানে এই আলোকচিত্রটিতে কিছু শ্যাওলা জাতীয় বিষয় দেখতে পাচ্ছেন। এখানে আসলে অনেকদিন যাবৎ এই ধরণের শ্যাওলা পড়ে পড়ে জমা হয়ে তার কালার এইরকম হয়ে গিয়েছে। এইগুলোতে এখন হাত দেওয়ায় একটা রিস্কের বিষয় থেকে যায়, কারণ এইসব শ্যাওলা অনেকদিন পড়ে থাকার ফলে একটা নালা ভাব চলে আসে এবং কিছুটা বলা যায় বিষাক্ত পদার্থের মতো হয়ে যায়।


ক্যামেরা: স্যামসুং গ্যালাক্সি M33 5G
লোকেশন: খড়িবাড়ি
তারিখ: ১৪ ফেব্রুয়ারি ২০২৩


Photo by @winkles

Photo by @winkles

এই আলোকচিত্রটি তুলেছিলাম চন্দ্রকেতুগড় নামের একটি জায়গা থেকে। এখানে আসলে এটি রাজা চন্দ্রকেতুর রাজপ্রাসাদ ছিল, যা এখন ধীরে ধীরে প্রায় মাটির নিচে চলে যেতে বসেছে, অনেকটাই মাটির নিচে চলে গিয়েছে, আংশিক অবশিষ্ঠ বাঁচিয়ে রাখার চেষ্টা করেছে স্থানীয় লোকেরা।


ক্যামেরা: স্যামসুং গ্যালাক্সি M33 5G
লোকেশন: বেড়াচাঁপা
তারিখ: ১ মার্চ ২০২৩


Photo by @winkles

Photo by @winkles

Photo by @winkles

এখানে কিছু আলোকচিত্র তুলেছিলাম একটি মেলার থেকে। মাঝে একটি মেলার বিষয়ে পোস্ট করেছিলাম, এটা সেই মেলার থেকেই আর কি। এখানে আশেপাশে লাইটিং এর সাথে সাথে বাচ্চাদের খেলার জায়গা দেখতে পাবেন। ব্যাসিকালি সবই এখানে বাচ্চাদের জন্যই ব্যবস্থা করা হয়ে থাকে।


ক্যামেরা: স্যামসুং গ্যালাক্সি M33 5G
লোকেশন: গোবরডাঙ্গা
তারিখ: ২০ এপ্রিল ২০২৩


Photo by @winkles

Photo by @winkles

এই আলোকচিত্র দুটি তুলেছিলাম ইকো পার্কের ভিতর থেকে। ইকো পার্কের ভিতরে ঢোকার সময়ে দেখলাম দুটি কাক এখানে ঘোরাঘুরি করছিলো এবং বিষয়টা আসলে তখন আমার দৃষ্টিতে একটা ভালো লাগার কাজ করছিলো, তাই তুলে নিয়েছিলাম। তাছাড়া এখানে যে ঘাসগুলো লাগানো হয়, তার উপরে বিষয়গুলো দেখতেও দারুন লাগে সবুজের মাঝে।


ক্যামেরা: স্যামসুং গ্যালাক্সি M33 5G
লোকেশন: কলকাতা
তারিখ: ১০ মে ২০২৩


শুভেচ্ছান্তে, @winkles


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png

Sort:  
 3 days ago 

দাদার বাবার মৃত্যুর খবরটা এখনো কেমন যেন মিথ্যা মিথ্যা লাগতেছে। বাস্তবতা এটাই, আর এটি আমাদেরকে মেনে নিতে হবে। এই অবস্থায় দাদাকে আমরা কোনো কিছু বলে সান্ত্বনা দিব এটার কোনো ভাষা নেই। আসলে সব থেকে কাছের মানুষটাকে হারানোর কষ্ট টা কত বেশি, এটা তারাই বেশি বুঝতে পারে যারা হারিয়েছে। দাদার পুরো ফ্যামিলিকে যেন সৃষ্টিকর্তা ধৈর্য ধরার ক্ষমতা দেয় এটাই কামনা। আর দাদার বাবা যেন ওপারে ভালো থাকে এটাই দোয়া করি। আসলে এই অবস্থায় কোনো কিছু করতে সত্যি ভালো লাগতেছে না। তবুও কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে আজকে শেয়ার করেছেন দেখে ভালো লাগলো দাদা। অনেক সুন্দর হয়েছে আপনার তোলা সবগুলো ফটোগ্রাফি। অনেক কিছুর সৌন্দর্য উপভোগ করলাম এই সব ফটোগ্রাফির মাধ্যমে। এত সুন্দর করে সব কিছুর সৌন্দর্যকে ক্যামেরাবন্দি করে আমাদের মাঝে শেয়ার করেছেন, এই জন্য অনেক অনেক ধন্যবাদ দাদা।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 3 days ago 

আসলেই সবারই বেশ খারাপ লাগছে।এমন অবস্থায় কারোই পোস্ট লেখার ইচ্ছে নেই। তাছাড়া আপনি তো বেশ কাছ থেকে দেখছেন,তাই আরো বেশি খারাপ লাগছে।যাই হোক ফটোগ্রাফি গুলো ভালো ছিলো।ধন্যবাদ

 3 days ago 

দাদা সত্যি অনেক খারাপ লাগতেছে এটা শোনার পর থেকে। এরকম অবস্থায় কোনো কাজ করতে এমনিতেই ইচ্ছে করছে না। সবকিছু কেমন যেন মিথ্যা মিথ্যা মনে হচ্ছে। কিন্তু এই সত্যটাকে আমাদের মেনে নিতেই হবে। আর এটাই চিরন্তন সত্য। আঙ্কেলের আত্মার শান্তি কামনা করছি। সুন্দর কিছু ফটোগ্রাফি করে সবার মাঝে আপনি শেয়ার করেছেন পোস্ট লেখার ইচ্ছা না থাকলেও। ফটোগ্রাফি গুলো দেখে খুব ভালো লাগলো। অনেক সুন্দর ছিল সবগুলো ফটোগ্রাফি। এরকম ফটোগ্রাফি করলেই দেখতে আসলেই কিন্তু খুব ভালো লাগে। দাদা আপনার ফটোগ্রাফি আমার কাছে সব সময় খুব ভালো লাগে। তেমনি আপনার আজকের ফটোগ্রাফি গুলো ও ভালো লেগেছে অনেক বেশি। আশা করছি আপনি এরকম সুন্দর সুন্দর এলোমেলো ফটোগ্রাফি গুলো আমাদের মাঝে সব সময় শেয়ার করবেন।

 3 days ago 

দাদা এমন শোকের মাঝেও যে আপনি এত সুন্দর সুন্দর কাজ শেয়ার করেছেন সেটাই কিন্তু অনেক। সত্যি বলতে চির সত্য হলেও কাছের মানুষের বিয়োগ কখনও মেনে নেওয়া যায় না। বেশ সুন্দর কিছু আলোকচিত্র শেয়ার করার জন্য অনেক অনেক ধন্যবাদ।

 3 days ago 

বাস্তব হলেও মেনে নিতে যেনো মন বড্ড বাঁধা দেয়।দাদাদের জন্য খুব কষ্ট লাগছে।তারা কিভাবে সময়টাকে পার করছেন।সবাই কাল থেকে শোকাহত।এরই মাঝে ই আবার সবকিছুই চালিয়ে যেতে হয়।আপনি তারই ধারাবাহিকতায় চমৎকার কিছু আলোকচিত্র আমাদের মাঝে শেয়ার করেছেন। আলোকচিত্র ও বর্ননা গুলো পড়ে অনেক ভালো লাগলো দাদা।ধন্যবাদ জানাচ্ছি আপনাকে সুন্দর কিছু আলোকচিত্র আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 days ago 

ঠিক বলেছেন দাদা, কঠিন সত্যটাকে আমাদের সবারই মেনে নিতে হবে। গতকাল খবরটা শুনে সত্যিই বেশ খারাপ লেগেছে। আসলেই কাছের মানুষগুলো ছেড়ে গেলে অনেক কষ্ট হয়। যাইহোক খুব সুন্দর কিছু ফটোগ্রাফি শেয়ার করেছেন। বিভিন্ন ধরনের আলোকসজ্জার ফটোগ্রাফি বেশ ভালো লেগেছে। মেলা থেকে ক্যাপচার করা ফটোগ্রাফি গুলোও দারুন হয়েছে।

 3 days ago 

সত্যিই দাদা,উনি খুবই ভালো মানুষ ছিলেন।কয়েক বছর আগে আমরা একসঙ্গে বসে কথা বলেছি তবুও মনে হচ্ছে এইতো সেদিন।মন কিছুতেই মানছে না যেন,তবুও এটাই হয়তো নিয়ম।আঙ্কেলের আত্মার শান্তি কামনা করছি মন থেকে।আপনার ফটোগ্রাফিগুলি সুন্দর ছিল, ধন্যবাদ আপনাকে।

 3 days ago 

হঠাৎ করে যখন কোন মানুষ এই পৃথিবী থেকে চলে যান তখন মেনে নেওয়া কঠিন হয়ে যায়। আর উনার সাথে কাটানো মুহূর্তগুলো মনে পড়ে যায়। দাদার বাবার মৃত্যুতে আমরা সবাই অনেক কষ্ট পেয়েছি। এই সময় কারো মানসিক অবস্থা ঠিক নেই। দাদা আপনার শেয়ার করা ফটোগ্রাফি গুলো দেখে ভালো লাগলো।

 3 days ago 

সুন্দর ফটোগ্রাফি গুলো ধারণ করলেন আপনি ভালো লাগলো দেখে। সত্যি দাদা সংবাদটা শুনে আসলে মেনে নেওয়ার মতো নয়। আমাদেরকে এই পৃথিবী ছেড়ে একদিন সবাইকে চলে যেতে হবে। তারপরেও এমন কঠিন সত্যটা আমাদেরকে মেনে নিতে খুবই কষ্ট হয়। যাক শত ব্যস্ততার মাঝেও আপনি সুন্দর ফটোগ্রাফি নিয়ে উপস্থিত হলেন। অনেক ভালো লাগলো আপনার শেয়ার করা ফটোগ্রাফি গুলো দেখে।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.13
JST 0.028
BTC 57298.55
ETH 3059.61
USDT 1.00
SBD 2.29