অবশেষে হোয়াইটওয়াশ!
হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি। |
---|
Image Created by OpenAI
আজকে আপনাদের সাথে খেলাধুলা বিষয়ে পোস্ট শেয়ার করে নেবো। গতকাল লাস্ট ওয়ানডে সিরিজ ছিল ইন্ডিয়া আর ইংল্যান্ড এর মধ্যে। এই ম্যাচে ইংল্যান্ড একটু অন্যভাবে খেলার চিন্তা করেছিল। অর্থাৎ এই পর্যন্ত যতগুলো ম্যাচ বা সিরিজ খেলা হয়েছে, মানে এই চলতি মরশুমে, তার প্রত্যেকটিতে প্রায় ইংল্যান্ড টস জিতেছে। আর খেলাটাও তাদের সিদ্ধান্ত অনুযায়ী শুরু হয়েছে অর্থাৎ আগে টস জিতলে তার ডিসিশন এর উপর নির্ভর করে যে, সে আগে তারা কি করবে আর সেই হিসেবে বিপক্ষ টিমও প্রস্তুতি নিয়ে থাকে। কিন্তু দুৰ্ভাগ্যবশত তারা টসে জিতলেও সিরিজ একটাও হাতে তুলতো পারলো না। গতকাল যেমন লাস্ট সিরিজ খেলা হলো, তাতেও তারা টস জিতে যায় এবং তারা শেষ পর্যন্ত পরে ব্যাট করার সিদ্ধান্ত নেয়।
আসলে ইংল্যান্ড এর টিম থতোমতো খেয়ে গিয়েছে যে, আসলে কি করবে, কারণ আগের সিরিজগুলোতে আগে ব্যাট করে একটাতেও লাভ হয়নি। তাই এই সিরিজে নিজেদের বাঁচানোর চেষ্টায় একটু চিন্তাধারা চেঞ্জ করলো দেখলাম। ইন্ডিয়া সেই হিসেবে আগে ব্যাটিং করতে আসে। গত সিরিজে রোহিত অপ্রতিরোধ্য সিরিজ খেলার মতো খেলেছিল ঠিকই, কিন্তু এই সিরিজে একদম ১ রানে আউট। তবে এটা আসলে নতুন কিছু নয়, কারণ রোহিতের খেলার রেকর্ড এইরকমই, যেকোনো একটা ম্যাচে সে যদি ১০০-১৫০ ক্রস করে ফেলে, তবে পরের কয়েকটা ম্যাচে তার আর খোঁজ পাওয়া যায় না। কোনো না কোনো একটা ম্যাচে রেকর্ড তৈরি করে চলে যায়।
তবে এই ম্যাচে খেলতে না পারলেও তার ওপেনার সঙ্গী হিসেবে গিল অসাধারণ ইনিংস এর উপহার দিয়েছে টিম এর জন্য। এই ম্যাচে সে একমাত্র সেঞ্চুরির ঘর পূরণ করেছে, সেই সাথে সিরিজে একটা সতেজতা রেখে দিয়েছিলো প্রথম থেকে। তবে কোহলি এই সিরিজে আবার একটু ভালো খেলে দিয়েছে, গিল এর শতরান আর কোহলির হাফ সেঞ্চুরি, সব মিলিয়ে একটা ভালো পার্টনারশীপ তৈরি করেছিল তারা। মোটামুটি ১৫০+ রান এখানেই কভার হয়ে গিয়েছিলো ২০ ওভারের মধ্যে। তবে আমি প্রেডিকশন লাগিয়ে রেখেছিলাম যে, গিল যদি আর কিছুক্ষন খেলে যায়, তাহলে সব মিলিয়ে রান সাড়ে ৩০০ ক্রস করবেই। শ্রেয়াসও বেশ ভালো খেলে দিয়েছিলো।
সব মিলিয়ে মোটামুটি প্রথম সারির ৪-৫ জন টানা ভালো রান তুলে দিয়ে গিয়েছিলো। তবে লাস্টে সবাই মেরে খেলেছে আর সাড়ে ৩০০ রান তো ক্রস করেছেই আর সেই সাথে অলআউটও হয়েছে। তবে সেটা ম্যাটার না, রান ঠিকঠাক করতে পারলে হচ্ছে। এক্ষেত্রে যদি ইংল্যান্ড এর বিষয়ে যাই, তাহলে তাদের ওপেনিং পার্টনারশীপ অসাধারণ ছিল। মানে রান যতটুকু করে দরকার ছিল, তার থেকেও বেশি করে দিয়েছিলো। তবে ইন্ডিয়া প্রথম থেকে বল, ফিল্ডিং সবকিছুতেই অনেক ঢিলামি দিয়েছে, বিশেষ করে কিপিং-এ বাই রান উঠেছে বেশি। ওখানে কভারই করতে পারেনি ঠিকঠাক। প্রথম ১০ টি২০ সিরিজের মতো খেলেছে। আমি তো ভেবেছিলাম, এইভাবে রান উঠতে থাকলে আর ৪০ ওভারে যাওয়া লাগবে না, তার আগেই ম্যাচ বেরিয়ে যাবে।
কিন্তু ওপেনিং জুটি ভেঙে গেলো, আর তাদের রানও নেমে গেলো। খেলার মোড় যেন, মুহূর্তের মধ্যে চেঞ্জ হয়ে গেলো। তবে রান এতদূর অব্দি তুলেছিল, মানে অন্তত ২৫০ রান তো ক্রস করার কথা ছিল, কিন্তু তার আগেই ভ্যানিশ হয়ে যায়। ইংল্যান্ড এর একটা বিষয় দেখলাম, তাদের কোনো ফরম্যাটেই ঠিকঠাক ফর্ম নেই। এই সিরিজটা অন্তত জিতে হোয়াইটওয়াশ হওয়ার হাত থেকে রক্ষা করা উচিত ছিল। আর এই পিচে এমন কোনো কষ্টসাধ্য ব্যাপার ছিল না, কিন্তু প্রথমে ভালো খেলে শেষে এসে একদম শুয়ে গেলো। যাইহোক, খেলাটা মোটামুটি বেশ ভালো লেগেছিলো, তবে যদি প্রথমের মতো ধারাবাহিকতা বজায় রেখে লাস্ট অব্দি আসতো, আরো ইন্টারেষ্টিং হতো ব্যাপারটা।
শুভেচ্ছান্তে, @winkles
250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
![Heroism_3rd.png](https://steemitimages.com/640x0/https://cdn.steemitimages.com/DQmRejDSNMUFmRz2tgu4LdFxkyoZYmsyGkCsepm3DPAocEx/Heroism_3rd.png)
![](https://steemitimages.com/0x0/https://cdn.discordapp.com/emojis/813259193313394728.gif)
![](https://steemitimages.com/0x0/https://cdn.discordapp.com/emojis/813259193313394728.gif)
![](https://steemitimages.com/0x0/https://cdn.discordapp.com/emojis/779167798706438164.gif)
Upvoted! Thank you for supporting witness @jswit.