ভারতের মহান ব্যক্তি-রতন টাটার চিত্রাঙ্কন ।। অরিজিনাল আর্টওয়ার্ক

in আমার বাংলা ব্লগ3 days ago
হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি।

আজকে আপনাদের সাথে একটি আর্ট পোস্ট শেয়ার করে নেবো। আজকে একটা বিশিষ্ট ব্যক্তির চিত্র অঙ্কন করার চেষ্টা করেছি, যিনি আজকে আমাদের মাঝে নেই, এই পৃথিবীর বুক থেকে চিরতরে চলে গিয়েছেন। তিনি হলেন "রতন টাটা"। এনার মতো ব্যক্তিত্ব সম্পন্ন মানুষের সংখ্যা খুবই বিরল। রতন টাটা যে শুধু তার সততা আর নেতৃত্বের জোরে ব্যবসায় সফলতা পেয়েছে তা নয়, তিনি একাধারে সমাজের বিভিন্ন সেবামূলক কাজে নিজেকে নিয়োজিত করেছেন। দেশের জন্য আজ পর্যন্ত তিনি যা করে গিয়েছেন, সেটা আর কেউ করতে পারেনি। প্রতি ক্ষেত্রে শুধু দুই হাত ভরে দেশের সেবা করে গিয়েছেন। তিনি এতো বড়ো টাটা কোম্পানির কর্ণধার হওয়া সত্বেও সারাজীবন একজন সাধারণ সাদা-মাটা মানুষের মতো জীবনযাপন করেছেন।

তার নিজের আয়ের বেশিরভাগ সমাজ উন্নয়নমূলক কাজে দিয়েছেন, যেটা আসলে বর্তমান সময়ে এতো কেউ করে না, খুবই কম সংখ্যক মানুষের মধ্যে এই মানবতা দেখা যায় যে, নিজের আয়ের বলতে গেলে সবটুকু দিয়ে দিতে প্রস্তুত থাকে। আসলে তিনি কিন্তু একটা বিষয় সবার মাঝে বুঝিয়ে দিয়েছেন যে, শুধু অর্থ সবকিছুই না, একটা মানুষের মধ্যে মানবিক মূল্যবোধ থাকাটা অনেক গুরুত্বপূর্ণ। এই মহান ব্যক্তিকে আমরা আর দেখতে পাবো না ঠিকই, কিন্তু মানুষের মনে সারাজীবন স্মৃতি হয়ে থেকে যাবে চিরকাল। যাইহোক, এই মহান মানুষটির ছবি আমি চিত্রাঙ্কন করার চেষ্টা করেছি, তার মুখের শেপটা পুরোপুরি ১০০% হয়নি ঠিকই, তবে বেশীরভাগটা দেওয়ার চেষ্টা করেছি বয়েসের ছাপ অনুসারে। আশা করি অঙ্কনটি আপনাদের কাছে ভালো লাগবে।


❂উপকরণ:❂

আর্ট পেপার
বোর্ড
স্কেচ পেন্সিল
মার্কার পেন
মোম রং
রাবার

❦এখন অঙ্কনের ধাপগুলো নিচের দিকে তুলে ধরবো---

➤প্রথম ধাপে, রতন টাটার মুখমন্ডলের কিছু অংশ এঁকে নিয়েছিলাম।

➤দ্বিতীয় ধাপে, মুখমন্ডলের দিকে বাকি থাকা অংশকে পুরোপুরি এঁকে সম্পন্ন করেছিলাম। এরপর কান, গলা, এইসব এঁকে বডিতে পোশাকের শেপ এঁকে নিয়েছিলাম।

➤তৃতীয় ধাপে, অঙ্কনের পরে মোম রং দিয়ে মুখমন্ডলের দিকটা সম্পূর্ণভাবে কালার দিয়ে ফুটিয়ে তুলেছিলাম।

➤চতুর্থ ধাপে, মাথার চুলের দিকে সাদা-কালো কালারের কম্বিনেশনে কালো এবং পাকা চুলের বিষয়টা ফুটিয়ে তুলেছিলাম।

➤পঞ্চম ধাপে, পোশাকের দিকে শ্যুট এবং টাই-তে কালার দিয়ে ফুটিয়ে তুলেছিলাম বিষয়টা। এরপর অঙ্কনটিকে এখানেই সম্পন্ন করেছিলাম।


আর্ট বাই, @winkles

শুভেচ্ছান্তে, @winkles


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png



Sort:  
 2 days ago 

রতন টাটা স্যার আসলেই শুধু সফল ব্যবসায়ী ছিলেন না,তিনি অত্যন্ত দয়ালু একজন মানুষ ছিলেন। উনার অবদানের কথা ভারতীয়রা কখনোই ভুলতে পারবে না। উনি আজীবন সবার মাঝে বেঁচে থাকবেন। যাইহোক রতন টাটা স্যারের চিত্রাঙ্কন খুবই নিখুঁতভাবে করেছেন দাদা। বেশ ভালো লাগলো আর্টটি দেখে। বরাবরের মতো আজকেও এতো চমৎকার একটি আর্ট আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 days ago 

আজকে দেখছি আপনি ভারতের একজন জনপ্রিয় মানুষের চিত্র আর্ট করেছেন। আসলে, আমি বেশ কিছুদিন ধরে রতন টাটা সম্পর্কে পড়ছিলাম, পড়ে বুঝতে পারলাম মানুষ টি অনেক ভালো ছিল। আপনার হাতে রতন টাটার চিত্রাঙ্কন টি দেখে বেশ ভালো লাগলো। আপনি খুবই সুন্দর করে চিত্রাঙ্কন টি সম্পন্ন করেছেন।

 2 days ago 

দাদা আপনি আজকে অনেক সুন্দর একটা আর্ট করেছেন। আমার কাছে আপনার অংকন করা এই আর্ট দেখতে অনেক ভালো লেগেছে। রতন টাটা আসলেই একজন মহান ব্যক্তি। উনার কথা অনেক বেশি শুনেছি। তিনি আসলেই অনেক ভালো একজন মানুষ ছিলেন। এরকম মনের মানুষগুলো খুব কম পাওয়া যায়। আপনার এই আর্ট দেখে একেবারে মুগ্ধ হলাম। কারণ পুরোটা অনেক নিখুঁতভাবে এবং দক্ষতার সাথে অঙ্কন করেছেন আপনি। এত সুন্দর একটা আর্ট করে সবার মাঝে শেয়ার করেছেন, এটা দেখলে সবার কাছে ভালো লাগবে।

 2 days ago 

রতন টাটার মতো একজন মহৎ মানুষকে হারিয়ে সত্যিই অনেক খারাপ লেগেছে। এরকম মানুষ এই পৃথিবীতে খুবই কম আছে। দাদা আপনার আর্ট দেখে সত্যিই অবাক হয়ে গিয়েছি। এর আগেও আপনার বিভিন্ন রকমের আর্ট দেখেছি। তবে এই ধরনের আর্ট আজকে প্রথম দেখলাম। এক কথায় অসাধারণ হয়েছে দাদা। খুবই নিখুঁতভাবে আর্ট করেছেন আপনি।

 2 days ago 

রতন টাটার চিরতরে চলে যাওয়ার খবরটা শুনে সত্যিই খুব খারাপ লেগেছে। এরকম একজন মানুষ পৃথিবী থেকে চলে যাওয়াটা সত্যিই কষ্টের। যাইহোক খুব চমৎকার একটা আর্টওয়ার্ক করেছেন আপনি। দেখে মনে হচ্ছে ছবি। একদম পারফেক্টলি আর্ট করেছেন আপনি। এত চমৎকার একটি আর্টওয়ার্ক আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ দাদা।

 2 days ago 

আপনার এত সুন্দর দক্ষতা দেখে আমি মুগ্ধ হয়েছি দাদা। আমি প্রায় মাঝেমধ্যে খেয়াল করে থাকি আপনি সুন্দর সুন্দর আর্ট নিয়ে আমাদের মাঝে উপস্থিত হয়ে থাকেন। আজকে মানুষের এত সুন্দর আর্ট করে দেখিয়েছেন একদম হুবহু মানুষের চিত্র ফুটে উঠেছে। আসলে এমন দক্ষতা থাকা একান্ত প্রয়োজন রয়েছে। কারণ এই সমস্ত দক্ষতাগুলো অনেক কাজে আসে। বেশ ভালো লাগলো আপনার সুন্দর এই আর্ট করতে দেখে।

 2 days ago 

ওয়াও দাদা জাস্ট অসাধারণ আপনার হাতের আর্ট ।মনে হচ্ছেনা কোনো আর্ট দেখছি জীবন্ত একটি ফটো অ্যালবাম এর ছবির মত লাগছে।কিংবদন্তির আর্ট পেন্সিল,রঙের মাঝে দারুন ভাবে ফুটিয়ে তুলেছেন আপনি,ধন্যবাদ।

 2 days ago 

আপনি খুবই সুন্দর ভাবে রতন টাটার চিত্রটি অংকন করেছেন। একদম হুবহু অংকন করেছেন। আসলে দাদা আপনার চিত্রকন দক্ষতা যত দেখি ততই যেন ভালো লাগে। এত সুন্দর ভাবে আপনি ফুটিয়ে তুলেছেন দেখে ভালো লাগলো।

 2 days ago 

দাদা আপনার আর্ট যতই দেখি আমি মুগ্ধ হয়ে তাকিয়ে থাকি।কিভাবে এতো সুন্দর আর্ট করেন?? অসাধারণ হয়েছে।যদিও ভারতের মহান ব্যক্তি-রতন টাটাকে আমি দেখিনি।তবে একজন মানুষ কে এতো সুন্দর ভাবে এঁকে ফুটিয়ে তোলা খুব সহজ কাজ নয়।আপনি তো প্রফেশনাল চিত্র শিল্পী মনে হচ্ছে দাদা।অনেক ভালো লাগলো আর্টটি দেখে।অনুপ্রেরণা হয়ে থাকুন সব সময়।ধন্যবাদ জানাচ্ছি অসংখ্য।

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.16
JST 0.030
BTC 67838.57
ETH 2628.40
USDT 1.00
SBD 2.72