গণেশ ঠাকুরের ন্যায় ম্যান্ডেলা ডিজাইন ।। অরিজিনাল আর্টওয়ার্ক
হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি। |
---|
আজকে আপনাদের সাথে একটি আর্ট পোস্ট শেয়ার করে নেবো। এই আর্টটি করেছিলাম কিছুদিন আগে এবং এই আর্টটি একটি ম্যান্ডেলা আর্ট এর সমন্বয়ে সম্পন্ন করেছিলাম। এই ম্যান্ডেলা আর্টটি করেছিলাম গণেশ ঠাকুরের ন্যায়। ম্যান্ডেলা আর্ট অনেকদিন করা হয় না, তাই এই তারিখ ভেবে রেখেছিলাম একটি যেকোনো ম্যান্ডেলা আর্ট করবো, যে ভাবা সেইভাবে একটি ম্যান্ডেলা আর্ট করে ফেললাম। ম্যান্ডেলা আর্ট করতে গেলে আসলে অনেক সময়ের দরকার হয়। কারণ ডিজাইনগুলোতে যদি ম্যান্ডেলার ডিজাইনগুলো সঠিকভাবে না দেওয়া যায়, তাহলে দেখতে সুন্দর হয় না।
তাও আবার যদি সেটা শুধু সাদা-কালো ম্যান্ডেলা ডিজাইন হয়ে থাকে। ম্যান্ডেলা ডিজাইনগুলোতে মূলত কালার করতে পারলে তার সৌন্দর্যটা বেশি ফুটে থাকে। তবে হ্যা, সাদা-কালো ম্যান্ডেলা ডিজাইনের ক্ষেত্রে যদি ডিজাইনগুলো ডিপ ভাবে গাঢ় করে তোলা যায়, তাহলে সেটাও দেখতে আলাদা একটা সৌন্দর্যপূর্ণ লাগে। আমি এখানে মূলত ম্যান্ডেলা ডিজাইনটি সেইভাবেই সাদা-কালোর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করেছি। আশা করি এই ম্যান্ডেলা ডিজাইনটি আপনাদের কাছে ভালো লাগবে।
❁উপকরণ:❁
আর্ট পেপার |
---|
বোর্ড |
স্কেচ পেন্সিল |
মার্কার পেন |
রাবার |
✎এখন অঙ্কনের ধাপগুলো নিচের দিকে তুলে ধরা হলো---
➤প্রথম ধাপে, গণেশ ঠাকুরের মস্তক থেকে শুরু করে কান, শুঁড়, চোখ সবকিছুই অঙ্কন করে নিয়েছিলাম।
➤দ্বিতীয় ধাপে, দুটি হাত এবং বডি সহ পায়ের দিকে একটি গোলাকার অংশের ন্যায় তৈরি করে দিয়েছিলাম।
➤তৃতীয় ধাপে, কান এবং পায়ের দিকে ম্যান্ডেলা ডিজাইনগুলো সম্পন্ন এঁকে নিয়েছিলাম।
➤চতুর্থ ধাপে, চোখ সহ ম্যান্ডেলা ডিজাইনে মার্কার পেনের কালী দিয়ে হালকা গাঢ় করে দিয়েছিলাম।
➤পঞ্চম ধাপে, মার্কার পেনের কালী দিয়ে কানের পাতায় এবং সমস্ত ম্যান্ডেলা ডিজাইনে কালিটা আরো ডিপ করে ফুটিয়ে তুলেছিলাম। আর অঙ্কনটিকে এখানেই সমাপ্ত করেছিলাম।
আর্ট বাই, @winkles
শুভেচ্ছান্তে, @winkles
250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
আসলেই দাদা ম্যান্ডেলা আর্ট করতে প্রচুর সময় লাগে। তবে ম্যান্ডেলা আর্ট করার পর সত্যিই খুব ভালো লাগে। মনের মধ্যে ভিন্ন ধরনের অনুভূতির সৃষ্টি হয়। যাইহোক অসাধারণ একটি আর্ট শেয়ার করেছেন দাদা। সাদা-কালো ম্যান্ডেলা ডিজাইন যে এতটা সুন্দর হয়,সেটা আপনার আর্ট না দেখলে বুঝতে পারতাম না। এতো চমৎকার একটি আর্ট আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।
Upvoted! Thank you for supporting witness @jswit.
বরাবরই আপনার আর্ট গুলো দারুন হয় দাদা।আজকের ম্যান্ডেলা আর্টটিও কিন্তু দারুন হয়েছে।যেকোনো আর্ট খুব সময় ও ধৈর্য ধরে করতে হয়।আপনি সময় নিয়ে চমৎকার এই আর্টটি আমাদের খুব সুন্দরভাবে উপস্থাপন করেছেন।এজন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি দাদা আপনাকে। ভালো থাকবেন সব সময় এই শুভকামনা রইলো আপনার জন্য।আরো নতুন নতুন আর্ট আমরা দেখবো আশাকরি।
বরাবরই আপনার এই ধরনের ম্যান্ডেলা আর্ট গুলো দেখতে খুব ভালো লাগে। গণেশ আমাদের কাছে সবদিক থেকেই খুব জনপ্রিয়। পুরান অনুযায়ী সে আমাদের সিদ্ধিদাতা আবার কোন এক কালে কোন এক যুগে এসে চিন্তা ভাবনাতেই হোক বা রূপকথাতে বিজ্ঞানের চরম উন্নয়নের প্রতীকও বটে। গণেশ কে নিয়ে আমাদের আহ্লাদের কোন শেষ নেই। তাই এমন সুন্দর এবং কিউট একটি গনেশের মধ্যে ম্যান্ডেলা আর্ট ভীষণ ভালো লাগছে দেখতে।
দাদা আপনি আজকে এত সুন্দর একটা ম্যান্ডেলা আর্ট অঙ্কন করেছেন। এটা দেখে আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। এই ধরনের আর্ট গুলো অনেক ধৈর্য ধরে এবং সময় নিয়ে অংকন করা লাগে। খুব চমৎকার লাগছে এই সুন্দর ম্যান্ডেলা আর্টটি। আপনাদের গণেশ ঠাকুরের ন্যায় ম্যান্ডেলা ডিজাইনটা এক কথায় দারুন ছিল। আপনি সব সময় খুব সুন্দর সুন্দর ম্যান্ডেলা আর্ট করেন। অনেক ধন্যবাদ দাদা এত সুন্দর একটা ম্যান্ডেলা আর্ট করে আমাদের সবার মাঝে ভাগ করে নেওয়ার জন্য।
আপনার এরকম অদ্ভুত সুন্দর ম্যান্ডেলা আর্ট দেখতে আমার সব সময় ভালো লাগে।আজকের টা একদকম ইউনিক লেগেছে আমার কাছে। গণেশ ঠাকুরের যে এভাবে ম্যান্ডেলা আর্ট করা যাবে সেটা সত্যি প্রশংসার যোগ্য। ধন্যবাদ দাদা এরকম ইউনিক আর্ট আমাদের সাথে ভাগ করে নেওয়ার জন্য।
গণেশ ঠাকুরের ন্যায় ম্যান্ডেলা ডিজাইন করেছেন দেখে বেশ ভালো লাগছে। দাদা আপনার ডিজাইন এর প্রশংসা না করে থাকতে পারলাম না। আপনি অনেক সুন্দর করে সময় দিয়ে ধৈর্য ধরে ডিজাইন টি করেছেন তা আপনার পোস্ট দেখেই বোঝা যাচ্ছে। ধন্যবাদ দাদা এতো সুন্দর একটি আর্ট আমাদের মাঝে উপহার দেওয়ার জন্য।
দাদা আমার কাছে আপনার করা ম্যান্ডেলা আর্ট গুলো দেখতে সবসময় খুব ভালো লাগে। আপনি সবসময় নিজের দক্ষতাকে কাজে লাগিয়ে অনেক সুন্দর সুন্দর ম্যান্ডেলা আর্ট করে থাকেন। আপনার এই আর্ট গুলো দেখলে সত্যি চোখ ফেরানো যায় না। প্রতিটা আর্ট আপনি অনেক দারুন ভাবে করে থাকেন। আজকের এই ম্যান্ডেলা আর্ট দেখে সত্যি খুব ভালো লেগেছে আমার কাছে। ধন্যবাদ দাদা এত সুন্দর একটা আর্ট করে আমাদের সবার মাঝে ভাগ করে নেওয়ার জন্য।
গণেশ ঠাকুরের ন্যায় ম্যান্ডেলা ডিজাইন অসাধারণ হয়েছে দেখে মুগ্ধ হলাম। এতো সুন্দর চিত্র অংকন করে শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ।
অনেকদিন পরে আপনার তৈরি করা খুব সুন্দর একটি ম্যান্ডেলা আর্ট দেখতে পেয়েছি। এমন সুন্দর সাদা কালো আর্ট দেখে ভীষণ ভালো লেগেছে। আপনি গণেশ ঠাকুরের আর্ট টি সুন্দরভাবে ধাপে ধাপে তৈরি করতে পেরেছেন। দাদা আপনি ঠিকই বলেছেন রঙিন ম্যান্ডেলা আর্ট দেখতে খুবই চমৎকার হয়। আর সাদা কালো মেন্ডেলা আর্ট গুলো যদি গাঢ় তৈরি করা হয় তা আরো অনেক বেশি সুন্দর দেখায়।