ঝড়ের দৃশ্যের চিত্রাঙ্কন ।। অরিজিনাল আর্টওয়ার্ক
হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি। |
---|
আজকে আপনাদের সাথে একটি আর্ট পোস্ট শেয়ার করে নেবো। আজকের এই আর্ট পোস্টটি একটি প্রকৃতিকে কেন্দ্র করে তৈরি করা। তবে এই দৃশ্যটা প্রকৃতির একটি ভয়াবহ রূপের অর্থাৎ প্রাকৃতিক দুর্যোগকে কেন্দ্র করে তৈরি করা হয়েছে। এই দৃশ্যের মধ্যে মূলত আমি ঝড়ের ভয়াবহতা ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। ঝড়ের ভয়াবহতা দেখানোর চেষ্টা করলেও সেভাবে অতটা ক্ষয়ক্ষতি এর মতো এমন দৃশ্য দেখায়নি, তবে এখানে প্রচন্ড বেগে ঝড় বয়ে চলেছে এবং হওয়ার গতিবেগ প্রচন্ড, এমন একটা দৃশ্য দেখানোর চেষ্টা করেছি।
আর এই দৃশ্যটা একটা গ্রামীণ চিত্রের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করেছি। আসলে ঝড়ের ভয়াবহতা যে কতটা ভয়ঙ্কর হতে পারে, সেটা আমরা সবাই জানি। বিশেষ করে পাহাড়ি অঞ্চল বা গ্রামের দিকে ক্ষয়ক্ষতিটা বেশি দেখা যায়। আগে যখন গ্রামের দিকে দেখতাম বড়ো বড়ো ঝড় হলে, কত বড়ো বড়ো গাছ ভেঙে পড়ে আছে, তারপর কতকিছু উড়িয়ে নিয়ে গিয়েছে। যাইহোক, এখানে ছোট একটা চিত্রের মাধ্যমে বিষয়টা ফুটিয়ে তোলার চেষ্টা করেছি শুধুমাত্র। আশা করি আপনাদের কাছে আজকের অঙ্কনটি ভালো লাগবে।
![]() |
---|
☀উপকরণ:☀
আর্ট পেপার |
---|
বোর্ড |
স্কেচ পেন্সিল |
মার্কার পেন |
মোম রং |
হোয়াইটনার |
রাবার |
✔এখন অঙ্কনের ধাপগুলো নিচের দিকে দেখানো হলো---
![]() |
---|
❖প্রথম ধাপে, মোটামুটি একবারে অঙ্কনের সমস্ত বিষয়গুলো এঁকে নিয়েছিলাম। এখানে ঘরবাড়ি, নদী, গাছগাছালি, মেঘ এর দৃশ্য এঁকে দিয়েছিলাম। এখানে গাছের পাতাগুলোর দৃশ্য এমন ভাবে এঁকে দিয়েছিলাম, যেটা হাওয়ার প্রচন্ড বেগে উল্টো দিকে ধাবিত করছে।
![]() |
---|
❖দ্বিতীয় ধাপে, সমস্ত অঙ্কনের বিষয়গুলোকে মার্কার পেনের কালী দিয়ে গাঢ় করে দিয়েছিলাম।
![]() |
---|
❖তৃতীয় ধাপে, মোম রং এর মাধ্যমে ঘন কালো মেঘের দৃশ্য তুলে ধরেছিলাম এবং পরে গাছের পাতাগুলোতে কালার করে দিয়েছিলাম। এরপর হোয়াইটনার এর মাধ্যমে বৃষ্টির জলের দৃশ্যটা এমনভাবে তুলে ধরেছিলাম, যেটা হাওয়ার সাথে সাথে উড়ে পড়ছে, এমন একটা দৃশ্যের পটভূমি এঁকেছিলাম।
![]() |
---|
❖চতুর্থ ধাপে, গাছগাছালির বডি শেপে এবং ঘরবাড়িতে কালার করে দিয়েছিলাম।
![]() |
---|
❖পঞ্চম ধাপে, ভূমির অংশে কালার করে দিয়েছিলাম।
![]() |
---|
❖ষষ্ঠ ধাপে, নদীতে জল-এর দৃশ্য এঁকে দিয়েছিলাম। এরপর অংকনটিকে এখানেই সমাপ্ত করেছিলাম।
আর্ট বাই, @winkles
শুভেচ্ছান্তে, @winkles
250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
![Heroism_3rd.png](https://steemitimages.com/640x0/https://cdn.steemitimages.com/DQmRejDSNMUFmRz2tgu4LdFxkyoZYmsyGkCsepm3DPAocEx/Heroism_3rd.png)
![](https://steemitimages.com/0x0/https://cdn.discordapp.com/emojis/813259193313394728.gif)
![](https://steemitimages.com/0x0/https://cdn.discordapp.com/emojis/813259193313394728.gif)
![](https://steemitimages.com/0x0/https://cdn.discordapp.com/emojis/779167798706438164.gif)
ঝড়ের সময়ে প্রকৃতি যে ভয়াবহ রুপ ধারণ করে তা আপনার আর্ট এর মাধ্যমে খুব সুন্দর ভাবে ফুটিয়ে তুলেছেন। ঝড়ের সময়ে বাতাসের বেগের কারণে অনেক গাছপালা ভেঙ্গে পড়ে এবং কিছু কিছু বাড়ির চাল উড়ে যায়। আমি ঝড়ের দিনে খুব ভয় পাই। যাই হোক দাদা আপনার আর্টের মধ্যে সবসময় ভিন্নতা খুঁজে পাওয়া যায়। আজকের এই আর্ট খুব সুন্দর হয়েছে। ধন্যবাদ দাদা এত সুন্দর আর্ট আমাদের সাথে শেয়ার করার জন্য।
Upvoted! Thank you for supporting witness @jswit.
আপনি খুব ভালো আর্ট করেন এটা আমরা সকলেই জানি। আপনি যাই আঁকান না কেন আপনার কালার কম্বিনেশন গুলো জাস্ট দুর্দান্ত হয়। আজকেও তার ব্যতিক্রম নয়। প্রাকৃতিক দুর্যোগের দৃশ্য খুবই পরিষ্কার ভাবে বোঝা যাচ্ছে আপনার দৃশ্যের মাধ্যমে। আমার কাছে গ্রামের ঘর গুলো বেশি সুন্দর লেগেছে দাদা।
আমি বেশ খেয়াল করে দেখি আপনি মাঝে মধ্যে সুন্দর সুন্দর চিত্র অঙ্কন করে থাকেন। আপনার চিত্র অংকন গুলো বেশি প্রাণবন্ত আর পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে থাকে। আজকের এই চিত্রটা অসাধারণ। একদম ঝড়ের মুহূর্ত দারুণভাবে প্রতিফলিত হয়েছে এই চিত্রের মাঝে। অনেক সুন্দর ছবি এঁকেছেন।
বাহ্,দারুন চমৎকার একটি গ্রামীণ দৃশ্য এর উপর ঝড়ের প্রকোপ বুঝাতে দৃশ্যটি অংকন করে দেখিয়েছেন দাদা।আপনি বরাবর দারুন আর্ট করেন।শুধু আর্টই নয় যেকোনো দৃশ্য খুব সুন্দর ভাবে ফুটিয়ে তুলতে পারেন। এ ধরনের দৃশ্য গুলো ফুটিয়ে তুলতে আপনি ভীষণ দক্ষ।চমৎকার এই আর্টটি শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ আপনাকে।
ঝড়ের দৃশ্যের চিত্রাঙ্কন দেখে তো কালবৈশাখী ঝড়ের কথা মনে পড়ে গেলো দাদা। একেবারে নিখুঁতভাবে সম্পূর্ণ আর্টটি করেছেন। আপনি আসলেই খুব ভালো আর্ট করেন। যাইহোক সবসময় এতো সুন্দর সুন্দর আর্ট আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।
প্রিয় দাদা নিঃসন্দেহে অনেক সুন্দর একটি দৃশ্যের চিত্র অঙ্কন করেছেন আপনি। গ্রামীন পরিবেশে ঝড়ের চিত্র অংকন টি দেখতে অনেক বেশি সুন্দর লাগছে। বিশেষ করে গ্রামীণ পরিবেশের ঘরবাড়ি এবং গাছপালার চিত্র অঙ্কন করে সেটা চমৎকারভাবে রং করে দেওয়াটা কাছে সব থেকে বেশি ভালো লেগেছে।
মোম রং এর সাহায্যে একা আপনার প্রতিটা সিনারি খুব ভালো লাগে দেখতে। এত সুন্দর করে শেডিং করেন। মাঝেমধ্যে আমি আমার মেয়ে কেউ দেখাই আপনার আঁকাগুলো কারণ সেও এরকম ধরনের সিনারি আঁকতে পছন্দ করে। এই সিনারি টাও খুব ভালো লাগলো দেখতে বিশেষ করে হোয়াইটনার ব্যবহার করে যে বিদ্যুতের এফেক্টটা দিয়েছেন সেটা খুবই ভালো লাগলো।
ঝড়ের দৃশ্যের চিত্রাঙ্কন অসাধারণ হয়েছে। দেখতে মুগ্ধ করলাম খুবই সুন্দরভাবে হুবহু এই দৃশ্য আপনি ফুটিয়ে তুলেছেন। দেখতে পেয়ে ভালো লাগলো দাদা।
আমি ছোট থেকে গ্রামে বড় হয়েছি। ঝড়ের সময় এইরকম রুপ বেশ অনেক দেখেছি। দারুণ লাগল দেখে দাদা। সত্যি চমৎকার করেছেন দৃশ্যটার আর্ট। খুবই সুন্দর লাগছে। ধন্যবাদ আমাদের সাথে শেয়ার করে নেওয়ার জন্য।। আপনি বেশ ভালো আর্ট করেন। সবমিলিয়ে অসাধারণ ছিল।।