হোয়াইটওয়াশ হওয়ার হাত থেকে রক্ষা!

in আমার বাংলা ব্লগ15 days ago
হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি।

DALL·E 2024-11-19 03.44.17 - An intense and vibrant scene from the T20 cricket series between England and West Indies, showing players in action with England in blue and West Indi.webp

Image Created by OpenAI

আজকে আপনাদের সাথে খেলাধুলা বিষয়ক একটি পোস্ট শেয়ার করে নেবো। ইংল্যান্ড এবং ওয়েস্ট ইন্ডিজ এর মধ্যে ধামাকাদার টি২০ সিরিজ খেলা চলছে বর্তমানে। মোটামুটি ওয়েস্ট ইন্ডিজ এর সাথে যেসব টি২০ সিরিজ খেলা হয়ে থাকে, সেগুলো কমপক্ষে ৫ দিনের হয়ে থাকে। এই সিরিজটিও ৫ দিনের হচ্ছে। কিন্তু এই সিরিজে রান বেশ ভালো হলেও ওয়েস্ট ইন্ডিজ কেনো জানি শেষ পর্যন্ত আর পেরে উঠছে না অর্থাৎ কোথাও যেনো একটা শেষের দিকে গোলমাল পাকিয়ে যাচ্ছে। এর আগে ৩ টা ম্যাচে হেরেছে এবং সিরিজটাও হারিয়েছে। বিগত সময়ে দেখা গিয়েছিলো যে ওয়েস্ট ইন্ডিজ এর উপরে কোনো টিম নেই, বিশেষ করে টি২০ খেলায়। টি২০ তে এক সময়ে কোনও টিম তাদের হারাতে পারতো না, কিন্তু ইদানিং তাদের ফরম্যাট অনেক খারাপ হয়ে গিয়েছে যা দেখলাম।

তবে ইংল্যান্ড যে দুর্বল টি২০ তে, তেমন কিছু না। তবুও ওভার ২০০ রান করলেও ওয়েস্ট ইন্ডিজ সেটা চেজ করার ক্ষমতা রাখতো। প্রতিটা ম্যাচে, বলতে গেলে বিগত ২ টি বিশ্বকাপে এর থেকে এই পর্যন্ত অনেক ম্যাচ জিতেছে, অন্যান্য ম্যাচে তাদের হারাতে পারলেও তাদের এই একটা ফরম্যাটে হারাতে পারতো না। গত যে তিনটা টি২০ সিরিজ খেলা হয়েছে ইংল্যান্ড এর সাথে, তার প্রত্যেকটিতে হেরেছে। তবুও এই ম্যাচগুলোতে হারলেও লাস্ট যে চতুর্থ টি২০ সিরিজটা হলো এইটা চমৎকার ছিল বলতে গেলে। ইংল্যান্ড যদিও এই সিরিজে অনেক রান করে ফেলে। খেলাটা পুরো দেখে যেনো একটা রোমাঞ্চকর মুহুর্ত চোখের সামনে ভেসে বেড়াচ্ছিলো। পুরো ম্যাচটাই একজন আরেকজনকে টেক্কা দিয়ে গিয়েছে।

যেমন এখানে ইংল্যান্ড ব্যাটসম্যান ওয়েস্ট ইন্ডিজ এর বোলারদের নিয়ে এক প্রকার ছেলে খেলা করার মতো মেতে উঠেছে, তেমন আবার বিপক্ষ টিমের দিক থেকেও পাল্টা জবাব দিয়ে খেলেছে। এখানে ইংল্যান্ড এর ক্ষেত্রে দুইজন অসাধারণ স্ট্রাইক রেট নিয়ে খেলে গিয়েছে। ওপেনে শুরুটা আসলে যেমন করার দরকার ছিল, ঠিক এরাও তেমনটা করেছে। পুরো টানা ৫-৬ ওভারে একটা দুর্দান্ত ইনিংস খেলে তারা। সল্ট কিন্তু বরাবরই ওপেনে দারুণ মেজাজ নিয়ে খেলে যায়। সেটা কিন্তু আমরা লাস্ট আইপিএল এর ক্ষেত্রে দেখেছি। আইপিএল এর খেলাতেও একাই দাপিয়ে রাখতো । এই ম্যাচে সেও শুরুটা সেইভাবে করেছে। তবে তার সাথে বেথেল কিন্তু দারুণ ইনিংস উপহার দিয়ে গিয়েছিলো। স্ট্রাইক রেটও অনেক পাওয়ার ফুল ছিলো। ফলে রানটাও অনেক ভালো তুলেছিল। ২১৮ রান মানে অনেক অনেক রান।

১২০ বল ফেস করে এতো রান তোলা মুখের কথা না আসলে। তবে ওয়েস্ট ইন্ডিজ এই রান চেজ করতে এসে যেনো পুরোনো ফরম্যাটে ফিরে এসেছিল। ওপেনিং জুটিতে যেনো একটা ভয়ানক রূপ নিয়েছিলো। রান যা করার সব ওপেনে করে দিয়েছিলো। ওপেনার যে দুইজন ছিল, এরা আসলে প্রথম থেকেই অনেক শক্তিশালী ব্যাটসম্যান, একবার দাঁড়িয়ে গেলে আর উপায় নেই কোনো দিক থেকে। তবে এই ম্যাচটা শেষ পর্যন্ত জেতানোর পিছনে শারফেন এর ভূমিকা কম ছিল না। শেষ মুহূর্তে ৬ এর ঘাপানে ১ ওভার বাকি থাকতে সিরিজ জয় করে ফেলে। যদিও লাস্ট আরেকটা সিরিজ খেলা হচ্ছে এবং এটাও জিতলে অন্তত হোয়াটওয়াশ করার হাত থেকে বাঁচালো তাদের। তবে শেষ অব্দি বৃষ্টির কারণে এই পঞ্চম সিরিজের কোনো রেজাল্ট নেই। যাইহোক, চতুর্থ টি২০ সিরিজটি চমৎকার ছিল।


শুভেচ্ছান্তে, @winkles


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png



Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 14 days ago 

ওয়েস্ট ইন্ডিজ দল টি-টোয়েন্টি তে এতো ভালো হওয়ার পরেও, এই সিরিজে ইংল্যান্ডের সাথে টানা তিনটি ম্যাচ হেরেছে, এটা দেখে বেশ খারাপ লেগেছিল। কারণ ওয়েস্ট ইন্ডিজ দলের টি-টোয়েন্টি ম্যাচ গুলো দেখতে আমার খুব ভালো লাগে। চতুর্থ ম্যাচটি জিতেছে বলে,মান সম্মান কিছুটা রক্ষা পেয়েছে। যাইহোক পোস্টটি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ দাদা।

Coin Marketplace

STEEM 0.27
TRX 0.27
JST 0.044
BTC 95220.24
ETH 3555.38
SBD 3.58