You are viewing a single comment's thread from:

RE: স্টিমিট-কে জনপ্রিয় করে তুলতে টুইটার, ইউটিউব, টেলিগ্রামএবং ফেসবুকের ব্যবহার

  • সর্ব প্রথম একটা android app প্রয়োজন।কারণ এভাবে ওয়েবসাইট খুলে সোশ্যাল মিডিয়া চালানোর যুগ অনেক আগে শেষ হয়ে গেছে।জনপ্রিয়তা পেতে হলে সব আগে একটা অ্যান্ড্রয়েড অ্যাপ চাই ই চাই।

  • এই একটা অ্যাপ এই ফটো ও ভিডিও শেয়ারিং অপশন থাকতে হবে।

  • চ্যাটিং অপশন থাকলে ভালো না থাকলেও খুব একটা অসুবিধা নেই।

  • টুইটারের মতো মাইক্রো ব্লগিং না থাকলেই ভালো।কারণ স্টিমিট এর নিজের একটা পরিচয় থাকা ভালো।টুইটারের মতন অনেক মাইক্রো ব্লগিং অ্যাপ রয়েছে,কিন্তু শুধু টুইটার টিই জনপ্রিয় বাকিগুলো না।

  • কুয়োরা এর অপশনটা ভালো।

  • বিভিন্ন গেমিং অ্যাপ স্টিমিট প্লাটফর্মে থাকলে ভালো না থাকলেও চলবে।

  • সর্বপরি একটা অ্যাপ,যেখানে ফটো ভিডিও শেয়ার এবং চ্যাটিং করা যায়।এই তিনটে জিনিষ থাকলে এটা আপনা আপনিই জনপ্রিয় হয়ে উঠবে।

Coin Marketplace

STEEM 0.25
TRX 0.20
JST 0.036
BTC 96147.07
ETH 3525.13
USDT 1.00
SBD 3.45