বাহ সাইকেলটা তো বেশ চমৎকার হয়েছে। ছেলে বাচ্চাদের এই এক সমস্যা একটু বড় হলেই সাইকেল কেনার বায়না ধরে। অবশ্য এখন মেয়েরাও কিনতে চায় তবে খুব সাবধানে চালাতে হবে ।যেহেতু এখনো শিখেনি সেহেতু শেখানোর ক্ষেত্রে বেশ সতর্কতা অবলম্বন করতে হবে ,নয়তো পড়ে গিয়ে ব্যথা পাবে।ধন্যবাদ
ঠিক বলেছেন আপু এখন মেয়ে বাচ্চারাও সাইকেল চালায়। দেখতে ভালোই লাগে। ধন্যবাদ মন্তব্যের জন্য।