You are viewing a single comment's thread from:
RE: কিছু স্মৃতি কথা আর একটুখানি পাগলামো
ভাইয়া আপনার লেখাটা পড়ে সত্যিই ভীষণ ভালো লাগলো । দেখে দেখে তবলা বাজানো শিখে গিয়েছেন সত্যি অবাক কান্ড । আসলে যার ভেতর যে গুনটা থাকে সেটা আপনা আপনি প্রকাশ পেয়ে যায়, সেটা তাকে শেখানো লাগে না। খুব চমৎকার হারমোনিয়াম টা বাজিয়েছেন ।আপনি সম্ভবত যে দুটি গান বাজিয়েছেন তার প্রথমটা - তুঝে দেখা তুহে জানা সানাম ।
আর দ্বিতীয়টি - ও টুনির মা তোমার টুনি কথা শোনে না । ভুল হলে দুঃখিত ।
আপু আমারও তাই মনে হয়েছে গান এই দুইটি হবে। খুব সুন্দর বাজিয়েছে। একদম বোঝা যাচ্ছে গান দুটি। খুব ভাল লাগলো।
হ্যাঁ আপু একদম ঠিক বলেছেন। ঐ দুটি গানই বাজানোর চেষ্টা করেছি 😊। অনেক দিন পর সেদিন হারমোনি টা নিয়ে একটু পাগলমো করতে বসেছিলাম। খুব ভালো লাগলো সত্যি আপনার কাছে থেকে এত সুন্দর একটা মন্তব্য পেয়ে। অনেক ধন্যবাদ আপু। ভালো থাকবেন।