ব্রাহ্মী শাক সম্পূর্ণ নতুন একটি শাক আমার কাছে।এর নাম আমি কখনো শুনিনি ।আপনার পোস্ট থেকে আজই জানতে পারলাম।শাকটির কথা ।এই শাকের যে অনেক উপকারিতা রয়েছে সেটিও জানতে পারলাম । আর আপনি দারুণভাবে রান্নাটি করেছেন ।চিংড়ি আর আলু দিয়ে চমৎকার রান্না করেছেন। চিংড়ি দিয়ে যে কোন শাক রান্না করলে সেটি আমার কাছে খুবই সুস্বাদু লাগে ।আর আপনার রান্না তো বরাবরই বেশ চমৎকার হয়ে থাকে। ধন্যবাদ আপনাকে।
আপনাদের ওখানে তাহলে অন্য নামে জানে, কারণ এই শাকের নাম আরো আছে সেগুলোর মধ্যে হবে হয়তো। এক এক জায়গায় এক এক নামে পরিচিত, তবে বাংলাদেশেও অনেক জায়গায় ব্রাহ্মী শাক বলেও পরিচিত আছে।