আপনার ম্যাম আপনাকে ফুচকার ব্যবসা করতে বলেছেন বিষয়টি আমার কাছে বেশ মজা লেগেছে। আবার ম্যাম নিজেই ইনভেস্ট করবেন সত্যি দারুন ছিল। দুই বন্ধু মিলে যেভাবে ফুচকা খাওয়া শুরু করেছেন তাতে তো ব্যবসা লাটে উঠবে ।আর আপনি ঠিকই বলেছেন ফুচকার টকটাই আমার কাছে বেশি গুরুত্বপূর্ণ মনে হয়। টক ভালো তো সাত খুন মাফ। দারুন ছিল , ধন্যবাদ।
ম্যম আসলে আমাদের একটু বেশি ভালবাসেন তো তাই বকাবকি টা আমাদেরই বেশি করেন।ধন্যবাদ আপু সুন্দর মন্তব্য করার জন্য।