বাইরে ঘোরাঘুরি ও খাওয়া দাওয়া
আসসালামু আলাইকুম
আমার প্রিয় বাংলা ব্লগের বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন ?আশা করছি সবাই সুস্থ আছেন, ভালো আছেন।আমিও আল্লাহর রহমতে মোটামুটি ভাল আছি।
বাইরে ঘোরাঘুরি ও খাওয়া দাওয়া
সেটি ছিল একেবারেই ছোট্ট একটি কাবাবের দোকান। রাস্তার সাইডে এই দোকানটি নতুন হয়েছে ।এর আগে যখন এখান দিয়ে গিয়েছি দোকানটি আমার চোখে পড়েনি ।এবারই প্রথম দেখলাম।হাসবেন্ড বলল এই দোকানে বেশ ভালো চিকেন চাপ পাওয়া যায়, ওখান থেকে খেয়ে আসি। তারপর আমরা সেখানে খেতে গেলাম ।সেদিন প্রচন্ড গরম ছিল , ভীষণ খারাপ লাগছিল ।যাই হোক তারপর আমরা অর্ডার করলাম চিকেন চাপ, মাটন চাপ ও লুচি। বেশ কিছু সময় অপেক্ষা করার পর তারা খাবার গুলো পরিবেশন করল। খাবার গুলো দেখে তখন আর গরমের কথা মনে থাকল না।
এমনিতেই গরম লুচি খেতে ভীষণ ভালো লাগে। আর সেই সঙ্গে যদি চিকেন চাপ, মাটন চাপ থাকে এবং কয়েক রকমের সস,সালাদ থাকে তাহলে তো কোন কথাই নেই ।খুবই মজা করে খাবারগুলো খাওয়া যায়। খাবার গুলো দেখতেও ভীষণ লোভনীয় ছিল ।দেখেই বোঝা যাচ্ছিল খেতে বেশ সুস্বাদু হবে।। আমি আমার জন্য নিয়েছিলাম মাটন চাপ। মেয়ে এবং মেয়ের বাবা নিয়েছিল চিকেন চাপ ।তবে খাবারগুলো যখন পরিবেশন করলো তখন চিকেন চাপটি আমার কাছে বেশি লোভনীয় লাগছিল।
আমি যখন আমার মাটন চাপ খেয়ে দেখলাম তখন খেতে আমার কাছে একদমই ভালো লাগলো না। কিন্তু এটা আমি নিজের থেকে অর্ডার করেছি তাই কিছু বলতেও পারছিলাম না। হাসবেন্ড যখন জিজ্ঞেস করছিল খেতে কেমন আমি বলেছিলাম মোটামুটি। তবে আমার কাছে খেতে একদমই খারাপ লাগছিল ।কেননা মাটন গুলো নরম বানিয়ে ফেলেছিল।সেখানে মাংসের কোন চিহ্ন নেই ,মনে হচ্ছে ভর্তা খাচ্ছি। অল্প একটু খেয়ে তারপর মেয়ের থেকে চিকেন চাপ খেয়ে দেখলাম ।সেটা খেতে খুবই সুস্বাদু ছিল ।তখন মনে মনে ভাবছিলাম আমি এতক্ষণ কি খাচ্ছিলাম।
তারপর আমিও চিকেন চাপ খেলাম ।মাটন চাপ অল্প একটু খেয়েছিলাম ।পরবর্তীতে সেটা আমার হাজবেন্ড কে দিয়ে দিলাম। সে চিকেন প্লাস মাটন খেলো। তার কাছেও খুব একটা ভালো লাগেনি সেটা। কেননা সেটা খেয়ে বোঝার উপায় ছিল না এটা মাংস নাকি অন্য কিছু। এতটা নরম করে ফেলেছিল তারা কোন আশ ছিল না। তবে চিকেন চাপটা কিন্তু খুবই সুস্বাদু ছিল ।আর বেশ কিছু আইটেমের সঙ্গে খেতে বেশ মজা লেগেছিল।
তারপর খাওয়া দাওয়া শেষ করে, ড্রিঙ্কস শেষ করে বিল মিটিয়ে হাসবেন্ড কাউন্টারে তাদের মাটনের সমস্যাটা জানালো। তখন তারা বলল ঠিক আছে আপনি জানিয়েছেন পরবর্তীতে আমরা এই ব্যাপারটা খেয়াল রাখব। তারপর আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিলাম।
আজকের মতো এখানেই শেষ করছি ।আগামীতে আবার দেখা হবে নতুন কোন লেখা নিয়ে ।সে পর্যন্ত সবাই ভাল থাকুন, সুস্থ থাকুন ।আমার ব্লগ টি পড়ার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।
ফটোগ্রাফার: | @wahidasuma |
---|---|
ডিভাইস: | OPPO Reno8 T |
🔚ধন্যবাদ🔚
@wahidasuma
আমি ওয়াহিদা আফরোজ সুমা।আমি একজন হাউজ ওয়াইফ। সমাজবিজ্ঞানে অনার্স মাস্টার্স করেছি।ঘুরে বেড়াতে , ঘুমাতে এবং গান শুনতে আমি ভীষন পছন্দ করি।বাগান করা আমার শখ।এছাড়াও আর্ট , বিভিন্ন রেসিপি ট্রাই করতেও ভালো লাগে। আমি 🇧🇩বাংলাদেশি🇧🇩।বাংলা আমার মাতৃভাষা।আমি বাংলায় কথা বলতে ও লিখতে ভালোবাসি।ধন্যবাদ আমার বাংলা ব্লগকে এই সুযোগটি করে দেওয়ার জন্য।
Upvoted! Thank you for supporting witness @jswit.
🌟 ধন্যবাদ সবাইকে 🙏
আমি ওয়াহিদা আফরোজ সুমা। আমি একজন হাউজ ওয়াইফ। সমাজবিজ্ঞানে অনার্স মাস্টার্স করেছি। ঘুরে বেড়াতে, ঘুমাতে এবং গান শুনতে আমি ভীষন পছন্দ করি। বাগান করা আমার শখ। এছাড়াও আর্ট, বিভিন্ন রেসিপি ট্রাই করতেও ভালো লাগে। আমি 🇧🇩বাংলাদেশি🇧🇩। বাংলা আমার মাতৃভাষা। আমি বাংলায় কথা বলতে ও লিখতে ভালোবাসি।
👏 ধন্যবাদ আমার বাংলা ব্লগকে 🙏
SET @xpilar.witness as your witness, or proxy vote for them. We appreciate your support in growing the Steem community.
বাইরে ঘোরাঘুরি করতে খাওয়া-দাওয়া করতে আমারও অনেক পছন্দ । ভালোই করেছেন তিনজনে মিলে বাইরে গিয়ে চিকেন চাপ লুচি খেয়ে নিয়েছেন । আমারতো দেখেই খেতে ইচ্ছা করছে । লুচি গুলো কত সুন্দর ফুলেছে আর এইসব খাবার দেখলেই কিন্তু খেতে ইচ্ছা করে ।
হ্যাঁ আপু খাবার গুলো বেশ ভালই ছিল। বেশ মজা করে খেয়েছি। অনেক ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য।
লুচির সাথে চিকেন চাপ কিংবা মটন চাপ যেটাই হোক না কেন, দুটোই আমার কাছে অনেক ভালো লাগে আপু। তবে মটনের ক্ষেত্রে যদি বেশি সেদ্ধ হয়ে যায় কিংবা গলে যায় তাহলে কিন্তু খেতে ভালো লাগে না। আপনার ক্ষেত্রেও যেহেতু একই ব্যাপার হয়েছে, সেক্ষেত্রে ভালো না লাগাটাই স্বাভাবিক। যদিও দেখে মনে হচ্ছে খুবই সুন্দর। যাইহোক, পরিবারের সাথে মাঝেমধ্যে বাইরে খাওয়াটা উচিত, এতে করে মন মানসিকতা ভালো থাকে।
হ্যাঁ ভাইয়া মাটন টা বেশি সিদ্ধ হয়ে একদম গলে গিয়েছিল যা খেতে একদমই ভালো লাগেনি ।অনেক ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য।