চিকেন নাগেটস রেসিপি

in আমার বাংলা ব্লগ4 days ago

আসসালামু আলাইকুম


আমার প্রিয় বাংলা ব্লগের বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন ?আশা করছি সবাই সুস্থ আছেন, ভালো আছেন।আমিও আল্লাহর রহমতে মোটামুটি ভাল আছি।




বন্ধুরা আজ আবারও আপনাদের মাঝে হাজির হয়েছি নতুন একটি পোস্ট নিয়ে ।আজ আমি মূলত একটি রেসিপি পোস্ট নিয়ে হাজির হয়েছি ।আমার আজকের রেসিপিটা হচ্ছে চিকেন নাগেটস রেসিপি। রেসিপিটি বিকেলের নাস্তায় খেতে খুবই চমৎকার লাগে। বিকেলের রাস্তায় ভাজা পোড়া জাতীয় খাবার খেতে বেশ ভালো লাগে ।আর এখন শীতের মৌসুম ।এই মৌসুমে তো আরো অনেক বেশি ভালো লাগে। তাই বাড়িতে তৈরি এ ধরনের খাবার হলে একদিকে যেমন স্বাস্থ্যসম্মত হয়, তেমনি অন্য দিকে খেতেও বেশ ভালো লাগে ।চিকেন দিয়ে তৈরি যে কোন খাবারই খেতে ভীষণ মজার হয়ে থাকে। আর চিকেন নাগেটস তো সবারই পছন্দের খাবার ।তাহলে আর কথা না বাড়িয়ে চলুন চলে যাই মূল রেসিপিতে।

চিকেন নাগেটস রেসিপি


ei_1732113578245-removebg-preview.png



উপকরণপরিমাণ
মুরগির বুকের মাংস২৫০ গ্রাম
পাউরুটিপাঁচ পিছ
আদা বাটাএক চা চামচ
রসুন বাটাএক চা চামচ
গোল মরিচ গুঁড়াহাফ চা চামচ
লিকুইড দুধদুই চা চামচ
সয়া সসএক চা চামচ
লবণস্বাদমতো
তেলপরিমাণ মতো
ডিমএকটি
ব্রেড ক্রাম্বপরিমাণমত


প্রুস্তুতপ্রণালী


IMG20241116185917.jpgIMG20241116185852.jpg

প্রথমে পাউরুটি গুলোকে একটির উপর আরেকটি রেখে চারপাশের অংশ কেটে নেই।


IMG20241116190209.jpgIMG20241116190342.jpg

তারপর পাউরুটি গুলোকে পিছ পিছ করে কেটে ব্লেন্ডারে দিয়ে দেই।


IMG20241116190424.jpgIMG20241116190642.jpg

তারপর পাউরুটি গুলোকে হালকা ব্লেন্ড করে নিয়ে আরো একটি পাত্রে চিকেন নিয়ে নেই।


IMG20241116190730.jpgIMG20241116190744.jpg
IMG20241116190800.jpgIMG20241116190825.jpg

তারপর আদা রসুন বাটা , লবণ, গোলমরিচ গুঁড়া দিয়ে ভালো করে মাখিয়ে নেই।


IMG20241116190857.jpgIMG20241116190928.jpg
IMG20241116191019.jpgIMG20241116191250.jpg

তারপর আগে থেকে ব্লেন্ড করে রাখা পাউরুটির মধ্যে মাংসগুলো দিয়ে আবারও ব্লেন্ড করি। একদম মিহি হওয়া পর্যন্ত ।


IMG20241116191428.jpgIMG20241116191522.jpg
IMG20241116191625.jpgIMG20241116191830.jpg

তারপর একটি প্লেটে নিয়ে তেল দিয়ে ভাল করে মাখিয়ে নেই। তারপর কেটে নেই।


IMG20241116192745.jpgIMG20241116193148.jpg
IMG20241116193218.jpgIMG20241116193436.jpg

এখন একটি ডিম ফেটে নেই। তার মধ্যে লবনও গোলমরিচ গুড়া ও দুধ দিয়ে ভালো করে মিশিয়ে নেই ।তারপর নাগেটস গুলো দিয়ে দেই।


IMG20241116193446.jpgIMG20241116193630.jpg
IMG20241116193922.jpgIMG20241116194145.jpg

তারপর ডিমের মধ্যে ভালো করে এপাশ ওপাশ উল্টিয়ে ব্রেড ক্রাম্বে গড়িয়ে নেই।


IMG20241116210631.jpgIMG20241116210824.jpg

IMG20241116211031.jpg

তারপর একটি পাত্রে তেল দিয়ে দেই। তেল গরম হলে নাগেটস গুলো দিয়ে ভালো করে ভেজে নেই ।তারপর একটি পাত্রে উঠিয়ে সসের সঙ্গে গরম গরম পরিবেশন করি। খেতে কিন্তু খুবই চমৎকার হয়েছিল ।আশা করছি আপনাদের কাছেও ভালো লেগেছে।



আজকের মতো এখানেই শেষ করছি ।আগামীতে আবার দেখা হবে নতুন কোন লেখা নিয়ে ।সে পর্যন্ত সবাই ভাল থাকুন, সুস্থ থাকুন ।আমার ব্লগ টি পড়ার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।

ফটোগ্রাফার:@wahidasuma
ডিভাইস:OPPO Reno8 T

🔚ধন্যবাদ🔚

@wahidasuma

আমি ওয়াহিদা আফরোজ সুমা।আমি একজন হাউজ ওয়াইফ। সমাজবিজ্ঞানে অনার্স মাস্টার্স করেছি।ঘুরে বেড়াতে , ঘুমাতে এবং গান শুনতে আমি ভীষন পছন্দ করি।বাগান করা আমার শখ।এছাড়াও আর্ট , বিভিন্ন রেসিপি ট্রাই করতেও ভালো লাগে। আমি 🇧🇩বাংলাদেশি🇧🇩।বাংলা আমার মাতৃভাষা।আমি বাংলায় কথা বলতে ও লিখতে ভালোবাসি।ধন্যবাদ আমার বাংলা ব্লগকে এই সুযোগটি করে দেওয়ার জন্য।

VOTE@bangla.witness as witness witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy

witness_vote.png

logo.gif

Sort:  
 4 days ago 

Polish_20241120_203708346.jpg

Upvoted! Thank you for supporting witness @jswit.

This post has been upvoted by @italygame witness curation trail


If you like our work and want to support us, please consider to approve our witness




CLICK HERE 👇

Come and visit Italy Community



Hi @wahidasuma,
my name is @ilnegro and I voted your post using steem-fanbase.com.

Come and visit Italy Community

 3 days ago 

আপনার তৈরি করা চিকেন নাগেটস রেসিপি দেখেই তো আমার লোভ লেগে গিয়েছে। এটা দেখতে অনেক লোভনীয় লাগছে। চিকেন দিয়ে কোনো কিছু তৈরি করলে খেতে এমনিতেই দারুন লাগে। দেখে তো মনে হচ্ছে এটা সস দিয়ে খেতে অনেক ভালো লেগেছিল। আপনার উপস্থাপনা দেখলে এটা যে কেউ খুব সহজে তৈরি করতে পারবে।

 3 days ago 

বিকেলের নাস্তায় ভাজা পোড়া আর একটু ঝাল জাতীয় খাবার গুলো অনেক ভালো লাগে খেতে। আপনি খুব মজার একটা নাস্তার রেসিপি শেয়ার করলেন আপু। চিকেন নাগেটস আমি কখনো ট্রাই করে দেখিনি। একদিন রেসিপি টা ট্রাই করে দেখব। মজার রেসিপি শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ আপু।

 3 days ago 

এত লোভনীয় রেসিপি শেয়ার করেছেন দেখে অসম্ভব ভালো লাগলো। আপনার আজকের রেসিপিটা আমার তো দারুন পছন্দ হয়েছে। মজার মজার রেসিপি গুলো তৈরি করে মাঝেমধ্যে আমাদেরকেও কিন্তু দাওয়াত দিতে পারেন। তাহলে মজার মজার খাবারগুলো আমরাও খেতে পারতাম। এই রেসিপিটা দেখে অনেক সুস্বাদু বলে মনে হচ্ছে। সবাই মনে হয় মজা করে খেয়েছেন।

 3 days ago 

চিকেন নাগেটস বাচ্চাদের খুব পছন্দ। আপনি খুব সুন্দর ভাবে চিকেন নাগেটসের রেসিপি শেয়ার করেছেন আপু।দেখে ভীষণ ভালো লাগলো। আমিও কয়েকবার এই রেসিপিটি করেছিলাম ছেলের জন্য। আজ আপনার মাধ্যমে রেসিপিটি দেখে আরো বেশী ভালো লাগলো।

 2 days ago 

এই চিকেন নাগেটস আমি যেহেতু বাজার থেকে রেডিমেট কিনে এনে বাড়িতে খেয়েছি। কিন্তু আজ আপনার পোষ্টের মাধ্যমে এই চিকেন নাগেটস তৈরির পদ্ধতি দেখতে পেলাম। আপনি খুব সুন্দরভাবে এই চিকেন নাগেটস তৈরির প্রত্যেকটি ধাপ আমাদের মাঝে উল্লেখ করেছেন। এত সুন্দর একটা পোস্ট করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.24
TRX 0.22
JST 0.037
BTC 98245.75
ETH 3430.51
USDT 1.00
SBD 3.35