একদিন ফুসকা খেতে যাওয়া

in আমার বাংলা ব্লগ2 months ago

আসসালামু আলাইকুম


আমার প্রিয় বাংলা ব্লগের বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন ?আশা করছি সবাই সুস্থ আছেন, ভালো আছেন।আমিও আল্লাহর রহমতে মোটামুটি ভাল আছি।




বন্ধুরা আজ আবারো আপনাদের মাঝে হাজির হয়েছি নতুন একটি পোস্ট নিয়ে। আজ আমি মূলত একদিন ফুচকা খেতে যাওয়ার অনুভূতি নিয়ে হাজির হয়েছি ।মূলত বেশ কিছুদিন ধরে মেয়ে তার বাবার কাছে বায়না ধরেছিল ফুচকা খেতে যাবে ।তাই একদিন হঠাৎ করেই সিদ্ধান্ত হলো তারা ফুচকা খেতে যাবে ।কিন্তু মেয়ে আমাকে ছাড়া কিছুতেই ফুচকা খেতে যাবে না। কেননা সে যেখানে খেতে যায় বা ঘুরতে যায় তার সঙ্গে আমাকে যেতেই হবে ।আমাকে ছাড়া সে যেতে চায় না ।কিন্তু বাসায় গেস্ট থাকার কারণে মেয়ের বাবা আমাকে নিতে চাইছিল না ।তারপরেও মেয়ের জোড়াজুড়িতে আমাকে নিয়ে যেতে বাধ্য হয়েছিল।সেই ফুচকা খেতে যাওয়ার অনুভূতিই আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ।আশা করছি আপনাদের ভালো লাগবে।

একদিন ফুসকা খেতে যাওয়া


IMG20240823194141.jpg

IMG20240823200743.jpg

বাসা থেকে একটু দূরে ছিল ফুচকার দোকানটি ।যেখানে সব সময় লোকজনে ভরপুর থাকে ।সিট পাওয়া বেশ মুশকিল। আর এখানে কয়েক রকমের ফুসকা পাওয়া যায়। যার জন্য শহরের বিভিন্ন জায়গা থেকে লোকজন এখানে খেতে আসে। এখানকার ফুসকা খুবই টেস্টি যার কারণে এটি সবাই পছন্দ করে। আর মেয়েও এখান থেকে ফুচকা খেতে খুব বেশি পছন্দ করে ।যার কারণে মাঝে মাঝে এখানে আসার জন্য বায়না ধরে ।আমরা যাওয়ার সময় ভাবছিলাম সিট পাবো কিনা । তারপর যাওয়ার পর দেখলাম দোকানটিতে মোটামুটি বেশ ভালোই ভিড় ছিল। একটু ওয়েট করার পরে একটি সিট খালি হলো, তারপর আমরা বসে পড়লাম।


IMG20240823194138.jpg

IMG20240823194134.jpg

IMG20240823193925.jpg

তারপর মেয়ের বাবা যেয়ে আমাদের জন্য ফুচকা অর্ডার করলো এবং বিল পরিশোধ করে আসলো । এখানের সিস্টেম আবার আগে থেকেই বিল পরিশোধ করতে হয় ।তারপর আমরা বেশ কিছুক্ষন ওয়েট করছিলাম যেহেতু দোকানে অনেক ভিড় ছিল ।আমাদের ফুসকা পরিবেশন করতে বেশ সময় নিচ্ছিল। এভাবে বসে থাকতে বেশ বিরক্তিকর লাগছিল ।যাই হোক কিছু করার নেই অপেক্ষা তো করতেই হবে। আমরা নিজেদের মধ্যে গল্প করে সময় কাটাচ্ছিলাম।


IMG20240823194902.jpg

IMG20240823194910.jpg

মেয়ে মূলত আগে থেকেই বলে রেখেছিল সে এখান থেকে ভাঙচুর খাবে। মূলত এটিও একটি ফুচকার আইটেম ।এটি খেতে আমার কাছেও ভীষণ ভালো লাগে। টক মিষ্টি ঝাল স্বাদের দারুন একটি খাবার ।নামটাও বেশ সুন্দর ভাঙচুর ।যাইহোক আমরাও আমাদের জন্য একই খাবার অর্ডার করেছিলাম। আমি টই টুম্বুর নামে আরও একটি ফুচকা ছিল সেটিও অর্ডার দিতে বলেছিলাম। এছাড়াও এখানে আরও বিভিন্ন রকমের ফুচকা পাওয়া যায় ।দই ফুচকা, নরমাল ফুচকা আরো অন্যান্য ফুচকা। ভাঙচুর আমরা সবাই মিলে বেশ মজা করে খেলাম ।তারপর খাওয়া শেষ হলে একটু সময় পরে টই টুম্বুর পরিবেশন করলো।


IMG20240823200309.jpg

IMG20240823200307.jpg

প্রথমে আমি ভেবেছিলাম এটি খেতে খুব একটা সুস্বাদু হবে না ।কেননা ফুচকা গুলো পানিতে ডুবানো ছিল ।পরে যখন মুখে দিলাম তখন দেখলাম অন্যরকম একটা স্বাদের এটি। বেশ ভালো লাগলো খেতে। যেমন ধারণা করেছিলাম সেরকম ছিল না। মেয়ের বাবাও একটু খেয়ে দেখল তার কাছেও বেশ ভালোই লেগেছিল ।যাই হোক সেদিনের খাওয়া-দাওয়া টা বেশ ভালো ছিল। তারপর বাসায় মেহমানদের জন্য আমরা এই ফুচকা গুলো নিয়ে গিয়েছিলাম।



আজকের মতো এখানেই শেষ করছি ।আগামীতে আবার দেখা হবে নতুন কোন লেখা নিয়ে ।সে পর্যন্ত সবাই ভাল থাকুন, সুস্থ থাকুন ।আমার ব্লগ টি পড়ার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।

ফটোগ্রাফার:@wahidasuma
ডিভাইস:OPPO Reno8 T

🔚ধন্যবাদ🔚

@wahidasuma

আমি ওয়াহিদা আফরোজ সুমা।আমি একজন হাউজ ওয়াইফ। সমাজবিজ্ঞানে অনার্স মাস্টার্স করেছি।ঘুরে বেড়াতে , ঘুমাতে এবং গান শুনতে আমি ভীষন পছন্দ করি।বাগান করা আমার শখ।এছাড়াও আর্ট , বিভিন্ন রেসিপি ট্রাই করতেও ভালো লাগে। আমি 🇧🇩বাংলাদেশি🇧🇩।বাংলা আমার মাতৃভাষা।আমি বাংলায় কথা বলতে ও লিখতে ভালোবাসি।ধন্যবাদ আমার বাংলা ব্লগকে এই সুযোগটি করে দেওয়ার জন্য।

VOTE@bangla.witness as witness witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy

witness_vote.png

logo.gif

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 months ago 

ফুচকা গুলো দেখে বুঝতে পারছি খেতে খুবই সুস্বাদু হবে। যেহেতু এত সুন্দর ডেকোরেশন আর কালার গুলো বেশ ভালোই লাগছে ফুচকার। অনেক সুন্দর একটি মুহূর্ত কাটালেন মেয়ের সাথে ফুচকা খেতে গিয়ে।

 2 months ago 

হ্যাঁ আপু ফুচকা গুলো খেতে আসলেই অনেক মজার ।ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য।

 2 months ago 

এখানকার ফুচকার বিভিন্ন আইটেমের নাম গুলো তো বেশ সুন্দর। টই টুম্বুর, ভাঙচুর বেশ মজার নাম। খেতেও নিশ্চয়ই অনেক সুস্বাদু। ফটোগ্রাফি গুলো দেখে তো লোভনীয় লাগছে। দারুন কিছু মুহূর্ত কাটিয়েছেন আপনারা সেখানে। মুহূর্তগুলো আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ।

 2 months ago 

হ্যাঁ আপু নামগুলো যেমন সুন্দর খেতেও তেমনি মজার।অনেক ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য।

 2 months ago 

অনেকদিন হয়েছে ফুচকা খাওয়া হয়না। আপনাদের ফুচকা খাওয়ার মুহূর্তটা দেখে আমার তো জিভে জল চলে আসলো। ইচ্ছে করছে প্লেটটা নিয়ে আমি নিজে ফুচকা গুলো খেয়ে ফেলি। ফুচকা গুলো টকের মধ্যে দেখছি ডুবানো ছিল, যা দেখে আরো বেশি লোভ লাগছে। ভাঙচুর দেখেও কিন্তু অনেক খেতে ইচ্ছে করছে। এত সুন্দর করে খাওয়া-দাওয়ার মুহূর্তটা শেয়ার করেছেন এজন্য অনেক ধন্যবাদ।

 2 months ago 

হ্যাঁ আপু ফুসকা গুলো খেতে খুবই মজার ছিল।ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য।

Coin Marketplace

STEEM 0.21
TRX 0.20
JST 0.034
BTC 90827.60
ETH 3116.50
USDT 1.00
SBD 2.97