ভাড়াটিয়ার মেয়ের মেহেদী সন্ধ্যা

in আমার বাংলা ব্লগlast year

আসসালামু আলাইকুম


আমার প্রিয় বাংলা ব্লগের বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন ?আশা করছি সবাই সুস্থ আছেন, ভালো আছেন।আমিও আল্লাহর রহমতে মোটামুটি ভাল আছি।



বন্ধুরা আজ আবারো আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম ভাড়াটিয়ার মেয়ের মেহেদী সন্ধ্যার অনুষ্ঠান নিয়ে।আসলে বেশ কিছুদিন পর বাড়িতে বিয়ের অনু্ঠান বেশ ভালোই লাগছিল।আসলে অনেক দিন পর এরকম বিয়ের অনুষ্ঠানে যোগ দিয়েছি।এরা আইবুড়ো ভাত খাওয়া থেকে শুরু করে মেহেদী সন্ধ্যা,ব্রাইডাল বাথ,হলুদ সন্ধ্যা বিভিন্ন অনু্ঠান করেছিল কয়েকদিন ব্যাপী।প্রায় এক সপ্তাহ ধরে অনুষ্ঠান চলছিল।ভালই এনজয় করেছি প্রতিটা অনুষ্ঠান।তাই আপনাদেরও দেখার সুযোগ করে দিলাম প্রতিটা মুহূর্ত।আশা করছি আপনাদেরও ভালো লাগবে।তাহলে আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মেহেদী সন্ধ্যা অনুষ্ঠানে।


ভাড়াটিয়ার মেয়ের মেহেদী সন্ধ্যা


IMG20231024204639~2.jpg

IMG20231024203703.jpg

আসলে দুপুরে ব্রাইডাল বাথ অনুষ্ঠান করার পর ওরা আমাকে বললো রাতে কিন্তু মেহেদী অনুষ্ঠান আছে সবাই সবুজ পড়ব।আপনিও সবুজ শাড়ী পড়ে চলে আসবেন।বিকেল থেকেই ছাদে সাজানো হলো মেহেদী সন্ধ্যার বসার স্থান।তারপর সন্ধ্যার একটু পরেই সবাই রেডি হয়ে ছাদে গেলাম।তারপর শুরু হয়ে গেল সবার মেহেদী নেওয়া,নাচ গান।বেশ ভালই লাগছিল।বেশ কিছু সময় আমরা সেখানে ছিলাম।আমি ও আমার মেয়ে সবুজ ড্রেস পরে গিয়েছিলাম ।যেহেতু সবাই সবুজ পড়েছে।


IMG20231024203645.jpg

IMG20231024204607.jpg

IMG20231024203717.jpg

ছাদে আগে থেকেই লাইটিং করা ছিল।শুধু বসার জায়গাটা সাজানো হয়েছিল।বেশ দারুন একটা পরিবেশ ছিল।শুধু মেয়েরাই ছিল মেহেদী অনুষ্ঠানে।


IMG20231024213631~2.jpg

প্রথমে মেয়ে কোন ডিজাইনের মেহেদী নিবে তাই বাছাই করছিল।তারপর ডিজাইন পছন্দ করে মেহেদী নিতে শুরু করলো।


IMG20231024214858~2.jpg

IMG20231024214903~2.jpg

একে একে সবাই এসে হাজির হলো।তারপর মেয়ের সঙ্গে সঙ্গে অন্যরাও মেহেদী নিতে বসলো।বাচ্চারাও মেহেদী নিতে বসে গেল।সবাই বেশ আনন্দ পাচ্ছিল।মেহেদির গানও বাজছিল।সত্যি বেশ আনন্দের সময় ছিল তখন।


IMG20231024214905~2.jpg

আমার মেয়েও মেহেদী নিতে বসে গেল।আমাকেও নিতে বলেছিল কিন্তু আমি নেই নি।মেহেদী নিলে হাত অনেকক্ষণ ধোয়া যায় না ,তাছাড়া আমার কিছু কাজ ছিল ।বিভিন্ন কারণে আমি আর নেইনি।তারপর বেশ কিছু সময় থেকে আমি চলে এলাম।বেশ ভালই মেহেদী সন্ধ্যার অনুষ্ঠান টি হয়েছিল।দারুন সময় কেটেছিল।আশা করছি আপনাদেরও ভালো লাগলো।


আজকের মতো এখানেই শেষ করছি ।আগামীতে আবার দেখা হবে নতুন কোন লেখা নিয়ে ।সে পর্যন্ত সবাই ভাল থাকুন, সুস্থ থাকুন ।আমার ব্লগ টি পড়ার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।

ফটোগ্রাফার:@wahidasuma
ডিভাইস:OPPO Reno8 T

🔚ধন্যবাদ🔚

@wahidasuma

আমি ওয়াহিদা সুমা।আমি একজন হাউজ ওয়াইফ। সমাজবিজ্ঞানে অনার্স মাস্টার্স করেছি।ঘুরে বেড়াতে , ঘুমাতে এবং গান শুনতে আমি ভীষন পছন্দ করি।বাগান করা আমার শখ।এছাড়াও আর্ট , বিভিন্ন রেসিপি ট্রাই করতেও ভালো লাগে। আমি 🇧🇩বাংলাদেশি🇧🇩।বাংলা আমার মাতৃভাষা।আমি বাংলায় কথা বলতে ও লিখতে ভালোবাসি।ধন্যবাদ আমার বাংলা ব্লগকে এই সুযোগটি করে দেওয়ার জন্য।

VOTE@bangla.witness as witness witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy

witness_vote.png

logo.gif

Sort:  
 last year 

বাহ্ প্রতিবেশীর ভালোই তো বিয়ের আয়োজন খেলেন। দেখে তো আমারও খেতে মন চাইছে। আর এরা তো দেখছি কোন ভাত ই আর বাকি রাখেনি। আই বুড়ো থেকে শুরু করে সব রকমের ভাতই এরা খেয়েছে। তবে অনুষ্ঠানের ফটোগ্রাফি দেখেই বুঝা যাচ্ছে যে বেশ দারুন ছিল অনুষ্ঠান টি।

 last year 

হ্যাঁ আপু আপনি ঠিকই বলেছেন এরা কোন ভাতই বাদ দেয়নি ।সব ভাতই খেয়েছে। ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য ।ভালো থাকবেন।

 last year 

দারুন একটা সময় কাটালেন মেহেদী সন্ধ্যায়। এর আগের পর্ব পড়েছিলাম অনুষ্ঠানটি অনেক সুন্দর করে করেছেন ছাদের উপরে ব্রাইডাল বাথ অনুষ্ঠান। এখন মেহেদী পর্ব শেয়ার করলেন। সবাই যেহেতু সবুজ শাড়ি পড়েছেন অনেক বেশি ভালো লাগলো সবাইকে দেখতে। তাছাড়া অনেক আনন্দ করেছেন আপনারা সবাই মিলে। বাড়ির সাজসজ্জা খুবই সুন্দর ছিল আপু। মুহূর্তটি আমাদের সাথে শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ।

 last year 

হ্যাঁ আপু বেশ ভালো সময় উপভোগ করেছিলাম। পরবর্তী পর্বগুলো দেখাবো নিশ্চয়ই পাশে থাকবেন ।ধন্যবাদ আপনাকে।

 last year 

ছোট বেলায় পরিচিতি করোর বিয়ের অনুষ্ঠান থাকলে আমি হাতে মেহেদী লাগিয়ে ঘুরে বেড়াতাম। তখন বেশ মজা লাগতো। এটা ঠিক বলেছেন আপু হাতে মেহেদী নিলে হাত অনেকক্ষণ ধোয়া যায় না। মেহেদী দেওয়া হাত সামলে নিয়ে চলতে হয়। ভাড়াটিয়ার মেয়ের মেহেদী সন্ধ্যায় আপনি দারুন সময় কাটিয়েছেন জেনে ভালো লাগলো আপু। সবুজ ড্রেসে সবাইকে বেশ ভালো লাগছে।

 last year 

বাহ আপনি মেহেদি হাতে নিয়ে ঘুরে বেড়াতেন জেনে বেশ ভালো লাগলো। এখনো কি নেয়া হয়?

 last year 

এখনো কি নেয়া হয়?

না আপু, এখন আর হাতে মেহেদি পরি না। ছোট বেলায় শখ করে পরতাম আর কি!🤭

 last year 

ভাড়াটিয়ার মেয়ের মেহেদী সন্ধ্যায় খুব ভালো সময় পার করেছেন আপু। এ ধরনের অনুষ্টানে সবাই এক রকমের বা এক রঙের ড্রেস পড়লে বেশি সুন্দর দেখায়। সবাই বেশ আনন্দ সহকারে মেহেদি পরছে আর আপনার মেয়ে ও মেহেদী পরেছে কিন্তু আপনি কাজের জন্য পরতে পারেন নাই।আপনাদের আনন্দের মুহূর্তটি আমাদের সাথে শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ আপু।

 last year 

হ্যাঁ আপু আপনি ঠিকই বলেছেন এ ধরনের অনুষ্ঠানে সবাই একই রকমের ড্রেস পড়লে দেখতে অনেক বেশি ভালো লাগে ।ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।

 last year 

ভাড়াটিয়ার মেয়ের বিয়ে উপলক্ষে বেশ ইনজয় করছেন তাহলে যেহেতু এক সপ্তাহ ধরে অনুষ্ঠান কম বেশি চলছে তাই সময়টা বেশ ভালোই পার করছেন। তাছাড়া রাতের বেলায় ছাদের উপরে লাইটিং করে মেহেদী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল যদিও আপনার মেয়েও এই মেহেদী অনুষ্ঠানে যোগ দিয়ে হাতে মেহেদি পড়েছে তবে ব্যস্ততার কারণে আপনি নিজের হাতে পড়তে পারেননি। যাই হোক আপনার সুন্দর মুহূর্ত গুলো আমাদের সাথে ভাগাভাগি করে নেওয়ার জন্য ধন্যবাদ আপু।

Posted using SteemPro Mobile

 last year 

হ্যাঁ ভাইয়া এক সপ্তাহ বেশ ভালোই আয়োজন ছিল। ভালই কাটিয়েছি সময়টা।ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।

 last year 

ভাড়াটিয়ার মেয়ের মেহেদী সন্ধ্যাটা দেখছি বেশ ভালোই করা হয়েছিল। আর আপনারা সবাই দেখছি খুব সুন্দর এবং ভালো সময় অতিবাহিত করেছিলেন। সবাই একই কালারের শাড়ি এবং ড্রেস পড়েছিল, এটা দেখে একটু বেশি ভালো লেগেছে আমার কাছে। অনেক বেশি ভালো লাগছে সবাইকে কিন্তু। এরকম ভাবে অনুষ্ঠানগুলো করলে সবাই একসাথে খুব ভালো সময় কাটানো যায়। নিশ্চয়ই পরবর্তী অনুষ্ঠানেও খুব ভালো সময় কাটিয়েছিলেন।

 last year 

হ্যাঁ আপু ঠিকই বলেছেন এরকম ভাবে অনুষ্ঠানগুলো করলে সত্যি ভীষণ আনন্দ করা যায় ।ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।

 last year 

বিয়ের অনুষ্ঠান ভালোভাবেই উপভোগ করেছেন তাহলে। তারা তো সব কিছুই সেলিব্রেট করেছে। ডেকোরেশন টা ভালো লেগেছে আমার কাছে। মেহেদী সন্ধাতে সবুজ কালার টাই পড়া হয়। কম্বিনেশন টা বেশ ভালো লাগে দেখতে। সুন্দর মুহূর্ত গুলো আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ আপু।

 last year 

আপু ডেকোরেশন টা বেশ ভালই ছিল। পছন্দ করার মতোই। আপনার কাছে ভালো লেগেছে জেনে ভালো লাগলো ।ধন্যবাদ আপনাকে।

 last year 

এখনকার বিয়েগুলোতে অনেক ধরনের অনুষ্ঠান হয় যা আগেকার দিনে দেখা যেত না। আগেকার দিনে তো শুধু হলুদ বৌভাত বিয়ের দিনই হতো। এখন প্রায় এক সপ্তাহ ধরে বিয়ের অনুষ্ঠান চলে। আপনারাও বেশ ইনজয় করেছেন এই অনুষ্ঠানে দেখে বোঝা যাচ্ছে। মেহেদী সন্ধ্যার আয়োজন খুব সুন্দর হয়েছিল। আপনার মেয়ে তো মনে হয় অনেক বেশি ইনজয় করেছে এই অনুষ্ঠানে। ভালো লাগলো দেখে।

 last year 

হ্যাঁ আপু বিয়েতে বেশ ভালই ইনজয় করেছিলাম। অনেকদিন পর এ কারণে আরও অনেক বেশি। ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।

 last year 

ভাড়াটিয়ার মেয়ের মেহেদী সন্ধ্যা অনুষ্ঠানে নিশ্চয় অনেক ভালো সময় কাটিয়েছেন। আসলে হলুদ সন্ধ্যা অনুষ্ঠান এমনিতে বেশ ভালো লাগে। আপনি এবং আপনার মেয়ে সবুজ কালারের কাপড় পড়ে গেলেন। তবে এরকম অনুষ্ঠানে গেলে বিভিন্ন ধরনের গান বাজনা সত্যি অনেক ভালো লাগে। হয়তোবা আপনার হাতের কাজ থাকার কারণে হাতে মেহেদি লাগার নাই। আসলে মেহেদি লাগালে কিছুক্ষণ হাত গুলো বাঁধা থাকে এরকম লাগে। যাই হোক সুন্দর করে পোস্টটি শেয়ার করার জন্য ধন্যবাদ আপনাকে।

 last year 

হ্যাঁ আপু মেহেদী সন্ধ্যা অনুষ্ঠান বেশ ভালোভাবেই কাটিয়েছি। তারপরে হলুদ সন্ধ্যায়ও বেশ মজা হয়েছিল। ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.24
JST 0.034
BTC 95924.26
ETH 2810.51
SBD 0.67