( MICRO POST )ডিয়ার বাংলাদেশ ! সাবধানে থাকো ( ৫০% +১০% বাংলাদেশের এবং লাজুক বাবুর জন্য বরাদ্দ )

in আমার বাংলা ব্লগ2 years ago (edited)

image.png

image source

হ্যালো বাংলাদেশ

কেমন আছে সিলেটের সুনামগঞ্জ ? খবরে বা অনলাইন মিডিয়াগুলোতে দেখলাম অত্যন্ত বাজে পরিস্থিতি। খুব বাজে রকমের পরিবেশ, জল অত্যন্ত বেশি উঠে গেছে। ব্যাঙ্ক এটিম ইত্যাদি সব কিছু কাজ করা বন্ধ করে দিয়েছে। সাথে আর্মি , ন্যাশেনাল ডিজাস্টার টিম নামানো হয়েছে পরিস্থিতির মোকাবিলা করার জন্য। আমাদের এই গ্রুপে যারা আছেন সিলেট বা সুনামগঞ্জ এলাকা থেকে তারা সাবধানে থাকবেন। এত দূর থেকে মৌখিক পাশে আছি টুকু বলা ছাড়া আর কিই বা করতে পারি আমরা ...

যায় হোক আমার একটা প্রস্তাব ছিল, এরকম ন্যারারাল ক্যালামিটি বা কারোর পারিবারিক সমস্যায় কি আমরা সবাই এগিয়ে আসতে পারি না ? মানে আমরা ভার্চুয়ালি যেভাবে অসুস্থ বাচ্চাদের , বা কোভিডে আক্রান্ত বৃদ্ধ বৃদ্ধাদের জন্য যেভাবে ফান্ড কালেক্ট করি সেভাবেই তো এখানেও আমরা আমাদের সিলেট থেকে আশা বন্ধুদের জন্যও হেল্প করতে পারি । একটা পোস্ট থেকে কালেক্টিভ সমস্ত অর্থই যার প্রয়োজন তাকে দেওয়া যেতে পারে ? অ্যাডমিন দের দৃষ্টি আকর্ষণ করছি এই ব্যাপারে।

এই পোস্টের প্রাপ্ত অর্থের ৬০% আমি লাজুক ভাইকে দিচ্ছি, যদি বাংলাদেশের যদি কারোর প্রয়োজন হয় ( সিলেট সুনামগঞ্জের বাসিন্দা ) সে অ্যাডমিনদের নক করে যেকোণ সময় নিতে পারেন ৫০%। ( ৫০% বাংলাদেশে যদি কারো প্রয়োজন হয় + ১০% লাজুক ভাই এর জন্য ) তবে দয়া করে তিনি বা তার সত্যিই প্রয়োজন সেটা গ্রুপ অ্যাডমিন দের জানাবেন। বা প্রমাণ দেবেন ওনাদের তবেই অনুরোধ করবেন। অযথা কেউ অযাচিত আর্থিক সাহায্য চাইবেন না প্লিজ। আর কেউ না নিতে চাইলে এটা লাজুক বাবুর জন্য থাকবে পুরোটা।

পুনশ্চ ঃ আমি অ্যাডমিন দের অনুমতি ছাড়াই এটা পোস্ট করেছি মানবিক ইস্যু হিসেবেই। যদি অ্যাডমিনদের মনে হয় এটা অনৈতিক তাহলে আমি এটাকে ডিলিট করে দেব বা তারাও যে কোণ মুহূর্তে পোস্টটি ব্ল্যাক লিস্টেড করতে পারেন, আমাকে জানানোর প্রয়োজনও নেই।

ট্যাগ করলাম আডমিনদের -

@rme @shuvo35 @hafizulla @rex-sumon @moh.arif @blacks @amarbanglablog @winkles @kingporos

Sort:  
 2 years ago 

মানবিকতার জয় হোক। আপনাকে ধন্যবাদ।

তবে এইভাবে অ্যামাউন্ট ডিস্ট্রিবিউট করা পসিবল নয়। খুব শীঘ্রই সিলেটের বন্যার্তদের জন্য ফান্ড রাইজিং শুরু হবে । আপনি চাইলে সেখানে অবদান রাখতে পারেন।

খুব শীঘ্রই পোস্টের মাধ্যমে জানিয়ে দেয়া হবে বিস্তারিত।

 2 years ago 

হুম দাদা। সিলেট এর অবস্থা খুবই খারাপ। সবাই প্রার্থনা করবেন সিলেট এর সবার জন্য।

 2 years ago 

জি দাদা আপনি ঠিকই বলেছেন মানবিক দিক দিয়ে বলতে গেলে সিলেটবাসীর পাশে আমাদের সকলেরই দাঁড়ানো উচিত যদিও আমরা বাংলাদেশ থেকে যে যেভাবে পারছি যতটুকু পারছি চেষ্টা করছি সহযোগিতা করা। তবে আপনি ঠিকই বলেছেন আমাদের গ্রুপে আমার বাংলা ব্লগে যদি সিলেটের কেউ থেকে থাকে আমাদের তাদের সহযোগিতা করা উচিত আমিও এ ব্যাপারে এডমিনদের সহযোগিতা কামনা করছি।

 2 years ago 

আমি আমাদের ভার্সিটির ক্লাব থেকে এই প্রস্তাব নিয়ে কথা বলেছি, আমরা আমাদের ক্লাব থেকে সিলেটের অসহায় মানুষদের জন্য কিছু করার পরিকল্পনা করছি, যদি আমাদের সামর্থ্য হয় এবং সৃষ্টিকর্তা আমাদের সহায়ক হয় তাহলে হয়ত আমরা সিলেটবাসী জন্য ছোট্ট হলেও কিছু একটা করার পরিকল্পনা বাস্তবায়ন করতে পারব।

অনেক সুন্দর একটি উদ্যোগ নিয়েছেন ভাই।সিলেট এবং সুনামগঞ্জের জন্য যে আপনি এই পোস্টটি একদম আমাদেরকে উৎসর্গ করে তাদেরকে সাহায্য করতে চাচ্ছেন এই বিষয়টা অনেক সুন্দর এবং সুচিন্তিত ।এ বিষয় আপনাকে অনেক ধন্যবাদ এত গভীরভাবে আমাদেরকে নিয়ে চিন্তা করার জন্য ।

 2 years ago 

সিলেটের বাসিন্দারা অনেক কষ্ট ভোগ করছেন। তাদের পাশে দাড়াতে পারলে আমারো অনেক ভালো লাগতো। আপনার সহানুভূতি দেখে আপনার প্রতি শ্রদ্ধা বেড়ে গেলো ভাইয়া। অ্যাডমিন ও মডারেটদের নির্দেশ অনুযায়ী কাজ করবো। শুভকামনা রইল আপনার জন্য।

 2 years ago 

আপনি খুব ভালো একটি উদ্যোগ নিয়েছেন ভাই। আসলেই সিলেট সুনামগঞ্জ এর অবস্থা খুবই খারাপ। এদের জন্য কিছু করতে পারলে সৃষ্টিকর্তাও অনেক খুশি হবে। আপনার এই উদ্যোগ দেখে আমার কাছে খুবই ভালো লেগেছে।

 2 years ago 

সিলেটবাসীর জন্য সবাই দোয়া করবেন। আপনার মহানুভবতা দেখে ভাল লাগল ভাই। সিলেটের পরিস্থিতি আসলেই অনেক খারাপ। দোয়া করেন যাতে সিলেটবাসী যেন এই বিপদ থেকে উদ্ধার হতে পারে।

 2 years ago 

আসলেই সিলেটের অবস্থা গুলো দেখলে আর সহ্য করা যায় না। মানুষের এতদিনের সাজানো গোছানো সংসার নিমিষেই পানির তোড়ে ভেসে যাচ্ছে । এগুলো কি সহ্য করা যায়? আপনার উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসার দাবিদার। আমাদের সকলের উচিত কোন না কোন ভাবেই অসহায় লোকদের পাশে দাঁড়ানো। আপনি এত দূরে থেকেও এই লোকগুলোর কথা ভাবছেন দেখে খুবই ভালো লাগলো ভাইয়া।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.13
JST 0.030
BTC 56577.01
ETH 2981.05
USDT 1.00
SBD 2.14