দুর্গা পুজা (মহা সপ্তমী)

in আমার বাংলা ব্লগ4 days ago
সবাই কে আমার নমস্কার /আদাব। আশা করি আপনারা সবাই ভালো আছেন ও সুস্থ আছেন। আমি ও ভালো আছি ও সুস্থ আছি। আজ আপনাদের মাঝে আবার ও আসলাম নতুন একটি পোস্ট নিয়ে। আজ আপনাদের মাঝে শেয়ার করব দুর্গা কিছু সুন্দর আনন্দের মুহুর্ত।মোটামুটি সব পুজো শেষ আর আমি আজকে পোস্ট করছি। আসলে সব দোষ পরীক্ষার। পরীক্ষার জন্য ঠিকঠাক পোস্ট করতে পারি নি।গতকাল আবার বাসায় মিস্তিরি কাজ করল ওদের সাথে থাকতে থাকতে এত ক্লান্ত লাগলো আর পোস্ট করতে পারি নি। যাইহোক চলুন শুরু করা যাক আমার আজকের পোস্ট টি।

IMG_20241011_072004.jpg
গত ৯/১০/২০২৪ তারিখ এ মহাষষ্ঠীর মধ্য দিয়ে সনাতন ধর্মাবলম্বী দের দুর্গা পুজা শুরু হয়। প্রতিবারের মতো এবার ও মামার বাড়ি গিয়েছিলাম। ষষ্ঠীর দিনে মামার বাড়ি গিয়েছিলাম।
এবার ১০/১০/২০২৪ তারিখ ছিলো মহাসপ্তমী। এবার সব পুজার সময় ছিলো ভোরে। তাই উপোস রাখতে সমস্যা না হলেও তৈরি হতে গিয়ে অনেক সমস্যা হয়।
র্জানি করার করনে ঘুম ভালো না হওয়াতে সপ্তমীতে ভোরে উঠতে দেরি হয়ে গিয়েছিলো।তারপরেও দ্রুত আমি, বোন, আর মাসি মনি তৈরি হয়ে চলে গেলাম মন্দির এ।

IMG_20241128_203717.jpg
আমরা ও পৌঁছালাম অঞ্জলী শুরু হলো।তারাতারি করে অঞ্জলী দিয়ে একটু ঘুরে বাসায় এসে সকালের নাস্তা সারলাম। যদি ও সব নিরামিষ ছিলো তবে সব গুলো খাবার অনেক সুস্বাদু ছিলো।
এরপর আমি, বোন আর মাসি সন্ধ্যাতে একটু ঘুরতে বেরহলাম।

IMG_20241010_212523.jpg

IMG_20241010_210900.jpg
দু একটা মন্দির ঘুরাঘুরি করে গেলাম চা খেতে। কারন আমার মাসি ভিষণ চা পাগল।

IMG_20241010_212938.jpg
চা খেয়ে সবচেয়ে মজার বিষয় হলো বাসায় আসার সময় মাসি বললো যে বাজার করবো।আমি ভেবেছিলাম জামাকাপড় পরে দেখি কাঁচাবাজারে নিয়ে গেলো আর আলু ও পেঁপে কিনলো।কারণ মাসির মা মানে আমার দীদা কিনে নিয়ে যেতে বলেছে। কিন্তু মাসি ঐ বাজার এর ব্যাগ নিয়ে বাসায় আসবে না কারন মাসি অনেক সাজগোজ করে ছিলো। আমার হাতেপায়ে ধরে আমায় দিয়ে বাজার এর ব্যাগ বাড়ি পর্যন্ত নিয়ে গেছে।
এভাবে বেশ আনন্দে কাটলো আমার সপ্তমী।
আজ আর নয়। আশা করি আপনাদের ভালো লাগবে আমার আজকের পোস্ট টি। ভুল এুটি গুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সম্পুর্ন পোস্ট টি পড়ে আপনার মতামত জানাবেন। সম্পুর্ন পোস্ট টি পড়ার জন্য ধন্যবাদ সবাইকে।

Sort:  
 4 days ago 

Screenshot_2024-11-28-21-13-17-783_com.coinmarketcap.android.jpg

Screenshot_2024-11-28-21-12-57-614_com.android.chrome.jpg

 4 days ago 

আজকে আপনি আপনাদের ধর্মীয় অনুষ্ঠান নিয়ে সুন্দর পোস্ট শেয়ার করেছেন। আর এরই মধ্য দিয়ে বেশ অনেক কিছু দেখা ও জানার সুযোগ করে দিয়েছেন আমাদের। যাহোক মন্দির ঘুরাঘুরি শেষে একসাথে চা পান করেছেন দেখে ভালো লাগলো।

Coin Marketplace

STEEM 0.28
TRX 0.21
JST 0.039
BTC 96371.79
ETH 3682.82
SBD 3.84