অবশেষে ঢাকা আসলাম।

in আমার বাংলা ব্লগ5 days ago
সবাই কে আমার নমস্কার /আদাব। আশা করি আপনারা সবাই ভালো আছেন ও সুস্থ আছেন। আমি ও ভালো আছি ও সুস্থ আছি। আজ আপনাদের মাঝে আবার ও আসলাম নতুন একটি পোস্ট নিয়ে। আজ আপনাদের মাঝে শেয়ার করব ঢাকায় মামার বাসা তে আসা। আমারও পরীক্ষা শেষ বোনেরো পরীক্ষা শেষ। এখন একটা লম্বা ছুটি যাচ্ছে। আগে তো ছুটি পড়লে মামার বাড়ী ঈশ্বরদীতে যেতাম, কিন্তু এখন দীদা দাদু ও মামা মামীর সাথে ঢাকায় থাকে। তাই আমাদেরকে ও ঢাকায় আসতে হলো।

IMG_20241213_104354.jpg
তাই গতকাল ১৩/১২/২০২৪ তারিখ সকাল ১০:৩০ বেরিয়ে পড়লাম ঢাকার উদ্দেশ্যতে।আমি, মা, আর বোন মিলে আসলাম। তাই আগের রাতে সব সুন্দর করে গোজগাছ করলাম। মামীর জন্য গরুর দুধ, চিংড়ি মাছ আর ছাতু নিয়েছিলাম। ১০:৫০ এ বাস ছিলো, বোন টাঙ্গাইল অব্দী এসে বমি করা শুরু করল। তারপর চারটার দিকে বাস থেকে নামলাম। নেমে আরেক বিপদ। এয়ারপোর্টের এখানে বাস থেকে নামলাম। দক্ষিণখান যাব কিন্তু রাস্তার কাজের জন্য রিকশা যায় না। দুইটা ভারি ব্যাগ নিয়ে অনেক রাস্তা হাঁটার পর দেখি সামনে মামা এগিয়ে আসছে। তারপর দুজন মিলে ব্যাগ নিয়ে রিকসা অব্দি গেলাম।
IMG_20241213_123400.jpg

তারপর আরকি বাসায় এসে খাওয়া দাওয়া করলাম। অনেক দিন পর সবার সাথে দেখা তাই কথা যেনো শেষ হয় না। তারপর শুরু হলো লুডু খেলা।

IMG-20241214-WA0001.jpg

তারপর আজকে ও সারাদিন বেশ ভালো কাটালাম। দাদু ঢাকায় আসলে আর হাঁটতে পারে না কারন লিফট দিয়ে একা নামতে ভয় পায়। আর মামা মামী অফিস থাকে। তাই আমি আসাতে বললো নিচে নামবো, তাই দাদুকে নিয়ে আশপাশের এলাকা একটু ঘুরে দেখলাম। দাদু অনেক আস্তে হাঁটে পাঁচ মিনিট এ রাস্তা ১৫ মিনিট লাগায়। যাই হোক তারপর সিঙ্গারা নিয়ে বাসায় আসলাম।

IMG_20241214_123501.jpg
এভাবে বেশ সুন্দর আনন্দে দিন কাটলো।বেশ কয়দিন এখন এভাবে কাটবে।
আজ আর নয়। আশা করি আপনাদের ভালো লাগবে আমার আজকের পোস্ট টি। ভুল এুটি গুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সম্পুর্ন পোস্ট টি পড়ে আপনার মতামত জানাবেন। সম্পুর্ন পোস্ট টি পড়ার জন্য ধন্যবাদ সবাইকে।

Sort:  
 5 days ago 

Screenshot_2024-12-14-22-49-23-020_com.android.chrome.jpg

Screenshot_2024-12-14-22-48-13-993_com.coinmarketcap.android.jpg

Upvoted! Thank you for supporting witness @jswit.

 5 days ago 

আপনার ঢাকায় আসার অনুভূতিটা বেশ সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে উপস্থাপন করেছেন। ব্লগটি পড়ার মধ্য দিয়ে যেন অনেক কিছু জানার সুযোগ হলো।

 5 days ago 

অনেক অনেক ভালো লাগলো আপনার ঢাকা ভ্রমন সম্পর্কে জানতে পেরে। খুব সুন্দর ভাবে আপনি ঢাকা ভ্রমণ আমাদের মাঝে শেয়ার করেছেন। আশা করব আরো অনেক কিছু আমাদের মাঝে তুলে ধরবেন।

 13 hours ago 

ধন্যবাদ ভাইয়া আপনাকে এত সুন্দর মন্তব্য করার জন্য।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.26
JST 0.039
BTC 100331.97
ETH 3646.26
USDT 1.00
SBD 3.05