পরীক্ষা শেষ এ একটু ঘোরাঘুরি।

in আমার বাংলা ব্লগ4 days ago
সবাই কে আমার নমস্কার /আদাব। আশা করি আপনারা সবাই ভালো আছেন ও সুস্থ আছেন। আমি ও ভালো আছি ও সুস্থ আছি। আজ আপনাদের মাঝে আবার ও আসলাম নতুন একটি পোস্ট নিয়ে। আজ আপনাদের মাঝে শেয়ার করব পরীক্ষা শেষ এ একটু ঘোরাঘুরি করার মুহুর্ত।

IMG_20241106_174338.jpg
গত ২৬/১০/২০২৪ তারিখ আমার পরীক্ষা ছিলো,তাও অনেক কঠিন বিষয় এর পরীক্ষা ব্যাস্টিক অর্থনীতি। তাই আগের দিন খুব করে পড়ালেখা করছিলাম।
তখন ঠিক ফোন আসল আমার বান্ধবী সাফিকার। আসলে আমরা একসাথে কলেজে ভর্তি হলে ও বান্ধবী পরে নার্সিং এ ভর্তি হয়, আর সেখানে পড়ে।তাই বান্ধবীর সাথে আমার কিংবা অন্য কারো খুব একটা দেখা হয় না। বান্ধবী বলল কাল পরীক্ষার পর আমরা যেনো ওর সাথে দেখা করি।
যদি ও সেদিন পরীক্ষা দেবার পর আমার আর কারো সাথে দেখা করার ইচ্ছা ছিলো না, কারন পরীক্ষা টা অনেক খারাপ হয়েছিল। কিন্তু বান্ধবী অনেক জোর করল তাই মন খারাপ নিয়েই দেখা করলাম।

IMG_20241106_180933.jpg

বান্ধবী যেহেতু নার্স তাই একটা ফ্রী হেলথ্ চেকআপ করেই নিলাম আমরা সবাই।

IMG_20241106_174746.jpg
এবার কলেজ ক্যাম্পাস এর দোকান থেকে কিছু পিঠা আর রং চা কিনে সবাই মিলে বেশ সুন্দর একটা নাস্তা করলাম।
আর আরেক বন্ধু আমার শুধু ফোনে কথা বলে কার সাথে বলে তা আর বলে না।

IMG_20241106_175834.jpg

IMG_20241106_174500.jpg

IMG_20241106_174306.jpg
খাওয়া দাওয়া শেষ করে আবার সবাই মিলে হাটা শুরু করলাম অন্ধকার রেল লাইন এর উপর। আর সেই সাথে বেসুরো কত গুলো গান আর অনেক দিন এর জমানো আবেগ, অনুভূতি, ভালোলাগা খারাপ লাগা গল্প। সবাই সবার সুখ দুঃখ শেয়ার করলাম।

IMG_20241106_183214.jpg
এরপর দেখি রাত আটটা বেজে গেছে,মা ও অনেক বার ফোন দিয়েছে। তাই আর দেরি না করা সবার কাছ থেকে বিদায় নিয়ে নিলাম। বাসায় আস্তে আস্তে ৯:৩০ মতো বেজে গিয়েছিলো।
তবে বন্ধু দের সাথে অনেক দিন পর এভাবে আড্ডা ঘোরাঘুরি করার পর মন টা একটু ভালো লাগছিলো।এক নিমিষেই পরীক্ষা খারাপ হওয়ার ব্যাপার টি ভুলে গিয়েছিলাম।
যাইহোক আজ আর নয়। আবার আসব নতুন কোন পোস্ট নিয়ে। ভুল এুটি গুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সম্পুর্ন পোস্ট টি পড়ে আপনার মতামত জানাবেন। সম্পুর্ন পোস্ট টি পড়ার জন্য ধন্যবাদ সবাইকে।

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 4 days ago 

আমাদের যখন সেমিস্টারের পরীক্ষা গুলো শেষ হতো তখন খুব ভালো লাগতো এবং বান্ধবীদের সাথে ঘোরাঘুরি করতাম কুষ্টিয়া শহরে। ঠিক সেই সুন্দর দিনগুলোর অনুভূতি যেন ফিরে পেলাম আপনার এই পোষ্টের মধ্য দিয়ে। পরীক্ষা শেষ তাই আনন্দের সাথে বন্ধুদের নিয়ে ঘুরাঘুরি করছেন। খুবই ভালো লাগলো আপনার এই ভালোলাগার অনুভূতি পড়ে।

 yesterday (edited)

ব্যাস্টিক অর্থনীতি, এটা কোন বিষয় ভাই?

অপ্রয়োজনীয় ট্যাগ ব্যাবহার করবে না। এটা তো কোরিয়ান কমিউনিটি নয়।

Coin Marketplace

STEEM 0.26
TRX 0.20
JST 0.037
BTC 94588.50
ETH 3439.35
USDT 1.00
SBD 3.95