ঘোরাঘুরি :রেললাইন
চালুন শুরু করা যাক আমার আজকের পোষ্টটি।
গতবছর দুর্গা পুজায় মামার বাড়ি গিয়ে সেখান কার পুরনো স্কুল দেখতে যাওয়ার পাশাপাশি গিয়েছিলাম রেলস্টেশন দেখতে।ঈশ্বরদী রেল জংশন এখানেই আমার মামার বাড়ী।
মাসির সাথে স্কুল ঘুরে চলে গেলাম রেললাইন দেখতে।এই রেললাইন আমি অনেক বার দেখেছি তবু ও বার বার যেতে ইচ্ছে করে।
আমার মামা বাড়ী থেকে মাত্র দু মিনিট দুরে এই রেললাইন। এর বেশ কয়েকটা প্লাটফর্ম আছে।আমার কাজ হলো এই প্লাটফর্ম থেকে আরকে প্লাটফর্ম চারপাশে ঘুরে বেরানো।
রেললাইন টি দেখত বেশ সুন্দর। অনেক পুরাতন নতুন ভবন মিলিয়ে বেশ মনোরম একটা স্থান। সবচেয়ে বেশি ভালো লাগে ওভার ব্রিজ এর উপর দিয়ে আকাশ আর চারপাশে দেখা। আমি সেখান কার সৌন্দর্য বেশ ভালো উপভোগ করেছি। তবে একটু বিরক্ত ও হয়েছিলাম কারন আমার মাসি রোদের মধ্যে আমাকে দাঁড়িয়ে রেখে অনেক গুলে ছবি তুলিয়ে নিয়েছিলো।
এভাবে বেশ কাটলো আমার রেল ঘোরাঘুরি।
আজ আর নয়। আশা করি আপনাদের ভালো লাগবে।আমার আজকের পোস্ট টি। ভুল ত্রুটি গুলো ক্ষমা দৃষ্টিতে দেখবেন। সম্পুর্ন পোস্ট টি পড়ে আপনার মতামত জানাবেন।সম্পুর্ন পোস্ট টি পড়ার জন্য ধন্যবাদ সবাইকে।
Upvoted! Thank you for supporting witness @jswit.
রেল লাইনে ঘোরাঘুরির মুহূর্ত আপনি অনেক সুন্দর করে আমাদের মাঝে উপস্থাপন করেছেন। বেশ ভালো লাগলো সুন্দর এই পোস্টটা দেখে। অনেকদিন পর চমৎকার রেল লাইনের দৃশ্য দেখে মনে পড়ল চুয়াডাঙ্গা ও যশোর রেলস্টেশনের কথা।
ধন্যবাদ ভাই আপনাকে এত সুন্দর মন্তব্য করার জন্য।