রেসিপি : মামীর আবদারে রান্না।

in আমার বাংলা ব্লগ12 days ago
সবাই কে আমার নমস্কার /আদাব। আশা করি আপনার সবাই ভালো আছেন ও সুস্থ আছেন। আমি ও ভালো আছি ও সুস্থ আছি। আজ আপনাদের মাঝে আবার ও আসলাম নতুন একটি পোস্ট নিয়ে। আমি বর্তমান ঢাকায় মামার বাসায় আছি। আর আমি যে বাসায় টুকটাক রান্না করি এটা আমার মামী জানে।তাই আজকে সন্ধ্যার নাস্তার দ্বায়িত্ব আমায় দিলো। তাই আমি আজ বানিয়েছিলাম নুডলস আর পাস্তা মিশিয়ে নুডলস পাস্তা।

IMG_20241218_184649.jpg

চলুন শুরু করা যাক আমার আজকের রেসিপি টি।

প্রয়োজনীয় উপকরণপরিমাণ
নুডলস৪ পিস
পাস্তাহাফ প্যাকেট
ডিম৩ টি
তেল,লবন, ম্যাজিক মসলা ও নুডলস মসলাস্বাদমতো
পেঁয়াজ৫-৬ টি
আদা ও রসুন কুচি১ চামচ`
কাঁচা মরিচ১০-১৫ টি
টমেটো সসস্বাদমতো

IMG_20241218_182433.jpg

রন্ধন পদ্ধতি।

১: শুরুতে কড়াই পানি গরম করে একটু তেল দিয়ে নুডলস আর পাস্তা গুলো ভালো করে সিদ্ধ করতে হবে এবং ছেঁকে নিয়ে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিতে হবে।

IMG_20241218_182722.jpg

IMG_20241218_181125.jpg

২: এবার কড়াইয়ে তেল গরম করে আদা ও রসুন কুচি দিতে হবে।

IMG_20241218_182633.jpg

৩: এখন পেঁয়াজ কুচি ও কাঁচা মরিচ দিতে হবে সাথে স্বাদমতো লবন দিতে হবে ও ভাজতে হবে।

IMG_20241218_182742.jpg

৪: এবারে টমেটো সস ও ম্যাজিক মসলা দিতে হবে ও ভালো করে ভাজতে হবে। এবং তারপর তিনটে ডিম দিতে হবে।

IMG_20241218_183333.jpg

IMG_20241218_183251.jpg

৫: এখন ডিম গুলো ভেজে আরও একটু টমেটো সস ও পাস্তা মসলা দিব এবং ভালো করে কষিয়ে নিব।

IMG_20241218_183449.jpg

৬:এবার সিদ্ধ করে রাখা নুডলস আর পাস্তা গুলো দিয়ে দিতে হবে ও ভালো করে মিশিয়ে নিতে হবে।

IMG_20241218_183615.jpg

৭: শেষে একটু টমেটো সস ও ম্যাজিক মসলা দিয়ে মিশিয়ে দু এক মিনিট পর নামিয়ে নিতে হবে।

IMG_20241218_184100.jpg

এভাবে আমি আজকে তৈরি করলাম আমাদের সন্ধ্যার নাস্তা।

IMG_20241218_185403.jpg

IMG_20241218_184657.jpg

IMG_20241218_184629.jpg

IMG_20241218_184624.jpg
আজ আর নয়। আশা করি আপনাদের ভালো লাগবে আজকের আমার রেসিপি টি। ভুল এুটি গুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সম্পুর্ন পোস্ট টি পড়ে আপনার মতামত জানাবেন। সম্পুর্ন পোষ্টটি পড়ার জন্য ধন্যবাদ সবাইকে।

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 12 days ago 

Screenshot_2024-12-18-21-22-55-270_com.android.chrome.jpg

Screenshot_2024-12-18-21-20-17-204_com.android.chrome.jpg

Screenshot_2024-12-18-21-17-24-071_com.coinmarketcap.android.jpg

 12 days ago 

অনেক সুন্দর রেসিপি তৈরি করেছেন দাদা। আমার কাছে বেশি লোভনীয় মনে হল আপনার তৈরি করা এই রেসিপি। এক কথায় অসাধারণ হয়েছে রান্না করা।

 12 days ago 

ধন্যবাদ আপু আপনাকে এত সুন্দর মন্তব্য ও উৎসাহিত করার জন্য।

 11 days ago 

ভাইয়া আপনি তো দেখছি বেশ ভালো রান্না করেন। নুডলস এবং পাস্তা একসাথে কখনো খাওয়া হয়নি। আর আপনি দারুন ভাবে সবার জন্যই রান্না করেছেন। আপনার মামী আপনাকে দায়িত্ব দিয়ে ভালোই করেছে ভাইয়া। খুবই লোভনীয় হয়েছে আপনার এই রেসিপি।

 11 days ago 

ধন্যবাদ আপু আপনাকে এত সুন্দর মন্তব্য করার জন্য।

 11 days ago 

মামির আবদারে চমৎকার সুন্দর করে নুডুলস্ ও পাস্তা রান্না করেছেন। অসাধারণ সুন্দর হয়েছে আপনার নুডুলস্ ও পাস্তা রেসিপিটি। নিশ্চয়ই মামিও অনেক পছন্দ করেছিলো।ধাপে ধাপে চমৎকার সুন্দর করে রন্ধন প্রনালী আমাদের সাথে ভাগ করে নিয়েছেন। ধন্যবাদ আপনাকে লভনীয় রেসিপি টি আমাদের সাথে ভাগ করে নিয়েছেন জন্য।

 11 days ago 

ধন্যবাদ দিদি আপনাকে এত সুন্দর মন্তব্য করার জন্য। আর মামী অনেক সুস্বাদু বলেছিলো।

Coin Marketplace

STEEM 0.28
TRX 0.26
JST 0.038
BTC 93527.20
ETH 3349.59
USDT 1.00
SBD 3.21