শীত এর পোশাক কেনাকাটা।

in আমার বাংলা ব্লগ3 months ago
সবাই কে আমার নমস্কার /আদাব। আশা করি আপনারা সবাই ভালো আছেন ও সুস্থ আছেন। আমি ও ভালো আছি ও সুস্থ আছি। আজ আপনাদের মাঝে আবার ও আসলাম নতুন একটি পোস্ট নিয়ে। আজ পোস্ট করব শীতের পোশাক কেনাকাটা নিয়ে। দেখতে দেখতে শীত বেশ জাকিয়ে বসছে।যদি ও দুপুর এ বেশ ভালো রোদ উঠে তবু ও ঠান্ডা একটা বাতাস থাকে।

IMG_20241124_144447.jpg

আজকে মুলুত আমার বোনের জন্য কেনাকাটা করতে গিয়েছিলাম। গত দুই বছর এর বেশি বোনকে কোন শীতের জামা কাপড় কিনে দেওয়া হয় না। বেশির ভাগ গুলোই আমার ছোট বেলায় কেনা সেগুলো ও বাসায় পড়ে।
তাই এবার জেদ নতুন সয়েটার কিনে দিতে হবে।কারন ভোর ছয়টার সময় ও টিউশন যায়।
তাই গেলাম আজ মার্কেট এ। সেখানে অনেক সয়েটার দেখলাম, কিন্তু তেমন কিছু পছন্দ না হওয়াতে নরমাল একটা আটশ টাকা দিয়ে সয়েটার কিনলাম।

IMG_20241124_150542.jpg
এরপর গেলাম সু কিনতে।বোনের জুতা কেনা খুব বিপদ, কারন দুই দিন পর বলবে যে ঐ জুতা পড়ে ওর পা ছিলে যায় নতুন জুতা লাগবে। অবশেষে এই জুতা আর মোজা কিনলাম।

IMG_20241124_150605.jpg

IMG_20241124_145316.jpg

এবার বাসায় এসে পুরাতন সয়েটার গুলো বের করে দেখলাম যে সেগুলো ইঁদুর কেটেছে।কারন বাসা পালটানোর সময় এগুলো বস্তা করে রাখা হয়েছিলো।

IMG_20241124_152337.jpg

IMG_20241124_152319.jpg
পরে আরকি বোন অর্ডার দিলো যে এগুলো এমব্রডারি করে এনে দিতে।আমি ও গেলাম টেলর এর কাছে সে অনেক সুন্দর করে ডিজাইন করে দিল। সেখানে যে কাঁটা ছিলো আর বোঝা যাচ্ছে না। দুটো ফুল তুলত ৭৫ টাকা নিয়েছিলো।আসলে টাকা একটু বেশি মনে হলেও কাজ টা অনেক বেশি সুন্দর হয়েছিল।

IMG_20241124_155706.jpg
এরপর বোন সেগুলো ধোঁয়ার জন্য নিয়ে গেলো।
আজ আর নয়। আশা করি আপনাদের ভালো লাগবে আমার আজকের পোস্ট টি। ভুল এুটি গুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সম্পুর্ন পোস্ট টি পড়ে আপনার মতামত জানাবেন। সম্পুর্ন পোস্ট টি পড়ার জন্য ধন্যবাদ সবাইকে।

Sort:  
 3 months ago 

Screenshot_2024-11-24-21-45-57-803_com.android.chrome.jpg

Upvoted! Thank you for supporting witness @jswit.

 3 months ago 

আপনি তো দেখছি ভাইয়া শীতকাল না আসতে শীতকালীন পোশাক কিনে ফেলেছেন। বেশ ভালো লাগলো শীতকালীন গরম পোশাক কিন্তু দেখে। আমাদের এদিকে গ্রামে বেশ ঠান্ডা চলে এসেছে ‌। তাই এই মুহূর্তে আমরা যতটা ভালো পোশাক পরিধান করব তখন নিজেদের জন্যই ভালো।

 3 months ago 

দুই বছরের মধ্যে বোনের কোন কিছু কিনে দেওয়া হয়নি। শীত আশার পূর্বে কেনাকাটা করেছেন। বেশ ভালো লাগলো এ সমস্ত পোশাক কেনাকাটা করার মুহূর্তের বিষয়গুলো আমাদের মাঝে উপস্থাপন করেছেন দেখে। নিশ্চয়ই আপনার বোন অনেক অনেক খুশি হয়েছে।

 3 months ago 

আমিও কদিন খুব কেনা কাটা করলাম। এইবার শীতের কেনাকাটা শুরু করব 😅

 3 months ago 

ভাইয়া শীত আসলে এমনিতে কেনাকাটা বেড়ে যায়। দেখতেছি বোনের জন্য কেনাকাটা করেছেন। তবে এরকম আমাদেরও মাঝেমধ্যে হয়। কাপড়গুলো যদি ঠিকমতো যত্ন না নিলে ইঁদুরে কেটে ফেলে। যাইহোক খুব সুন্দর করে কিনা কাটা করেছেন। এবং সুন্দর করে পোস্ট আমাদের মাঝে শেয়ার করেছেন।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.24
JST 0.034
BTC 95228.65
ETH 2662.90
SBD 0.43