মামার বাড়িতে ঘোরাঘুরি।

in আমার বাংলা ব্লগ4 days ago
সবাই কে আমার নমস্কার /আদাব। আশা করি আপনারা সবাই ভালো আছেন ও সুস্থ আছেন। আমি ও ভালো আছি ও সুস্থ আছি। আজ আপনাদের মাঝে আবার ও আসলাম নতুন একটি পোস্ট নিয়ে। আজ আপনাদের মাঝে শেয়ার করব আমার মামার বাড়ীতে ঘোরাঘুরির কিছু আনন্দদায়ক মুহুর্ত। মামার বাড়ি মানেই আমার জন্য এক আকাশ পরিমাণ আনন্দ আর মজা।

IMG_20241012_145733.jpg

চলুন শুরু করা যাক আমার আজকের পোস্ট টি।

গত বছর দুর্গা পুজাতে আমরা স্বপরিবারে গিয়েছিলাম মামার বাড়িতে। পুজোর ছুটি এবার খুব কম ছিলো তাই বেশি দিন থাকা হয় নি। তাই পুজা চলাকালীন সময় তে আমি আর আমার ছোট মাসি হঠাৎ করে হাঠতে হাঠতে গেলাম মামার বাড়ির পাশের স্কুলে। এই স্কুলের নাম বাংলাদেশ রেলওয়ে নাজিম উদ্দিন স্কুল। এটি অনেক পুরাতন একটি স্কুল।

IMG_20241012_150017.jpg

IMG_20241012_145715.jpg

IMG_20250118_195640.jpg

ছোট বেলায় এই স্কুল দেখলে অনেক ভয় পেতাম। কারন আমাদের এই দিকে স্কুল গুলো দেখতে অন্য রকম। আর মামা ও মাসীরা ও ভয় দেখাতো।আসলে রেলের স্থাপনা গুলো একটু ভিন্ন রকম হয়।
এই স্কুল এ আমার মা পড়েছে। তাই এটা আমার জন্য ও বিশেষ একটা স্কুল। স্কুল এর ছাদ থেকে আমার মামা বাড়ী দেখা যায় মানে এক গোলি পরি এই স্কুল। স্কুল এর বিশাল মাঠে ঘুরতে অনেক ভালো লাগে আমার।
দুপুর এর প্রখর রোদ ছিলো তাই বেশি ক্ষণ ঘুরতে পারি নি।
তারপর আরেকটি জায়গায় ঘুরতে গেছিলাম।
এভাবে বেশ ভালো সময় কাটলো আমার আর আমার মাসির।
আজ আর নয়। আশা করি আপনাদের ভালো লাগবে আমার আজকের পোস্ট টি। ভুল এুটি গুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সম্পুর্ন পোস্ট টি পড়ে আপনারা মতামত জানাবেন। সম্পুর্ন পোস্ট টি পড়ার জন্য ধন্যবাদ সবাইকে।

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 4 days ago 

Screenshot_2025-01-18-20-14-55-257_com.android.chrome.jpg

Screenshot_2025-01-18-20-09-10-202_com.android.chrome.jpg

Screenshot_2025-01-18-20-08-19-504_com.coinmarketcap.android.jpg

Coin Marketplace

STEEM 0.22
TRX 0.25
JST 0.039
BTC 105647.40
ETH 3331.47
SBD 4.08