মামার বাড়িতে ঘোরাঘুরি।
চলুন শুরু করা যাক আমার আজকের পোস্ট টি।
গত বছর দুর্গা পুজাতে আমরা স্বপরিবারে গিয়েছিলাম মামার বাড়িতে। পুজোর ছুটি এবার খুব কম ছিলো তাই বেশি দিন থাকা হয় নি। তাই পুজা চলাকালীন সময় তে আমি আর আমার ছোট মাসি হঠাৎ করে হাঠতে হাঠতে গেলাম মামার বাড়ির পাশের স্কুলে। এই স্কুলের নাম বাংলাদেশ রেলওয়ে নাজিম উদ্দিন স্কুল। এটি অনেক পুরাতন একটি স্কুল।
ছোট বেলায় এই স্কুল দেখলে অনেক ভয় পেতাম। কারন আমাদের এই দিকে স্কুল গুলো দেখতে অন্য রকম। আর মামা ও মাসীরা ও ভয় দেখাতো।আসলে রেলের স্থাপনা গুলো একটু ভিন্ন রকম হয়।
এই স্কুল এ আমার মা পড়েছে। তাই এটা আমার জন্য ও বিশেষ একটা স্কুল। স্কুল এর ছাদ থেকে আমার মামা বাড়ী দেখা যায় মানে এক গোলি পরি এই স্কুল। স্কুল এর বিশাল মাঠে ঘুরতে অনেক ভালো লাগে আমার।
দুপুর এর প্রখর রোদ ছিলো তাই বেশি ক্ষণ ঘুরতে পারি নি।
তারপর আরেকটি জায়গায় ঘুরতে গেছিলাম।
এভাবে বেশ ভালো সময় কাটলো আমার আর আমার মাসির।
আজ আর নয়। আশা করি আপনাদের ভালো লাগবে আমার আজকের পোস্ট টি। ভুল এুটি গুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সম্পুর্ন পোস্ট টি পড়ে আপনারা মতামত জানাবেন। সম্পুর্ন পোস্ট টি পড়ার জন্য ধন্যবাদ সবাইকে।
Upvoted! Thank you for supporting witness @jswit.