পোস্ট :ফটোগ্রাফি।।
চলুন শুরু করা যাক আমার আজকের ফটোগ্রাফি পোস্ট টি।
১ নং ছবি।
উপরের ছবি তে দেখতে পাচ্ছেন কত গুলো ফুল এর পাপড়ি আর বেলপাতা। প্রতি বছর স্বরসতী পুজার পর মা স্বরসতী পায়ের ফুল গুলো আমরা সকল ছাত্র-ছাত্রী রা বই এর ভিতর রাখি। আমাদের বিশ্বাস যে এর ফলে মা স্বরসতী আমাদের কৃপা করে থাকেন।
২ নং ছবি।
এটি তো আপনারা দেখতেই পাচ্ছেন পায়েস তবে সচারাচর পায়েস এর চেয়ে আলাদা কারন এটি খেজুর এর গুড়ের পায়েস। চিনির পায়েস এর থেকে খেজুর এর গুড়ের পায়েস খেতে আমার অনেক বেশি ভালো লাগে।
৩ নং ছবি।
এ ছবিতে দেখতে পাচ্ছেন লুচি আর পায়েস। এটা ভোগের লুচি আর পায়েস। স্বরসতী পুজার ভোগ এ এটি দেওয়া হয়েছিলো। প্রাক্তন ছাত্র হওয়ার কারনে ম্যাডম বেশ আদর করে এটি আমাকে খেতে দিয়েছিলো।
৪ নং ছবি।
এই ছবি টি তে দেখতে পাচ্ছেন চারকোণা একটি জায়গায় কিছু কাঠে আগুন জ্বলছে। এখানে শাল কাঠ অন্য কিছু কাঠ ঘি ছিলো।এটি মুলুত যোগ্য করা। এটি একটি শাস্ত্রী ও কাজ।
৫ নং ছবি।
এটি হচ্ছে চালুন, যার উপর কিছু প্রদীপ আছে।এটি কে চালুন বাতি বলে।এটি দিয়ে যে কোন শুভ কাজ ও দেব দেবী কে বরন করা যায়। এটি অনেক।সুন্দর লাগে যখন প্রদীপ গুলো এক সাথে জ্বলে।
Upvoted! Thank you for supporting witness @jswit.
আপনার প্রতিটি ফটোগ্ৰাফি চোখ জুড়ানোর মতো ছিল। আপনি ফুল এবং বেলের পাতা, আগুন এবং পায়েসের দারুন ফটোগ্ৰাফি শেয়ার করেছেন। আপনার ফটোগ্রাফি গুলো দেখে মনে হচ্ছে আপনি প্রফেশনাল ফটোগ্রাফার। আপনি ফটোগ্রাফির পাশাপাশি দারুন বর্ণনাও দিয়েছেন সব মিলিয়ে দারুন হয়েছে ভাই।
ধন্যবাদ ভাই আপনাকে এত সুন্দর মন্তব্য ও উৎসাহিত করার জন্য।
খেজুর গুড়ের পায়েস শেষ কবে খাওয়া হয়েছে মনে নেই। এটা খেতে অনেক সুস্বাদু হয় তবে অনেকদিন হলো খাওয়া হয়না। আপনার ফটোগ্রাফিতে দেখে বেশ লোভনীয় লাগছে। প্রদীপের ফটোগ্রাফি গুলো খুব সুন্দর ছিল। বেশ দক্ষতার সাথে ফটোগ্রাফার গুলো ক্যাপচার করেছেন। ধন্যবাদ আপনাকে সুন্দর ফটোগ্রাফি শেয়ার করার জন্য।