পরিবারে এমন একজন থাকবেই।ভাবছেন কেমন?

আজকে আমি এসেছি আপনাদের সকলের সাথে একটি জেনারেল রাইটিং পোস্ট শেয়ার করতে। আমার লেখার মাধ্যমে আমার চিন্তা ভাবনা গুলো আপনাদের কাছে পৌঁছানোর লক্ষ্যে এই লেখাগুলো শেয়ার করা।

IMG_0378.jpeg

made by canva

আশা করছি যে আপনারা আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমেই আমার এই লেখাটি সৌন্দর্য বৃদ্ধি করবেন এবং আপনাদের মতামত ব্যক্ত করবেন। আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি। তাহলে অবশ্যই আমাকে শুধরে দিতে ভুলবেন না।

আজকের টাইটেলটা একটু অসম্পূর্ণ ই রেখেছি। যাতে কেউ টাইটেল দেখেই পোস্টে কমেন্ট করতে না পারে। হা হা, ভালো করেছি না? বলুন তো। যাইহোক একটু মজা করলাম। তাহলে চলুন আজকে কি বিষয়ে আপনাদের সাথে লেখা শেয়ার করতে এসেছি,সেটা বলি।

আমরা যারা বাঙালি রয়েছি। আমরা আজকের ব্যাপারটার সাথে নিজেদের ব্যাপারগুলোকে খুব ভালো রকম ভাবেই রিলেট করতে পারবো। অর্থাৎ আমি আজকে যে ব্যাপারটি নিয়ে আলোচনা করতে এসেছি। এটা কম বেশি আমাদের সকলের পরিবারেই ঘটে থাকে। এবং সেটা হলো, আমাদের প্রতিটি পরিবার এই ভালো খারাপ মিলিয়ে রয়েছে। অর্থাৎ হয়তো কেউ ভালো কিংবা হয়তো কেউ খারাপ। অর্থাৎ ভালো খারাপ মিলিয়ে পরিবারের মানুষ বলা চলে।

ভালো আর খারাপ এই দুই ধরনের মধ্যে এক প্রকার জঘন্য প্রকারের মানুষ রয়েছে। আর সেটা হলো, এমন কিছু মানুষ পরিবারে দেখবেন অর্থাৎ আমাদের পরিবারের সদস্য। যারা কোনো ভাল কাজ করতে দেখলে শুরু থেকেই খুব চুপ করে থাকবে। কিন্তু যখন ই ঐ কাজটা প্রায় একেবারে শেষ প্রান্তে এসে পৌঁছাবে। ঠিক তখনই এমন ভাবে বিগড়ে দিবে। যাতে পুরো কাজটাই একেবারে নষ্ট হয়ে যায়।

অথবা আমি যদি একটু উদাহরণ দিয়ে বলি। ধরুন, আপনারা সবাই মিলে কোথাও ঘুরতে যাওয়ার প্ল্যান করলেন কিংবা কোনো দাওয়াতে। তখন পর্যন্ত কিন্তু সে একেবারে চুপ করে থাকবে। কিন্তু একেবারে শেষ সময়ে এসে দেখবেন সে, এমন একটা পরিস্থিতি সৃষ্টি করবে। যাতে আপনারা কেউ ই আর না যেতে পারেন। কিংবা এমন একটা পরিস্থিতি সৃষ্টি করবে। যাতে আপনাদের আর ঘুরতে যাওয়ার কিংবা দাওয়াতে যাওয়ার কোনো মন মানসিকতাই আর না থাকে।

এই ধরনের মানুষকে আমি অনেক বেশি অপছন্দ করি। কারণ ঠিক এই ধরনের মানুষগুলোর জন্যই সব সময় প্রতিটি পরিবারে কোনো না কোনো অশান্তি লেগেই থাকে।
Sort:  
 4 days ago 

টাইটেল দেখে যারা কমেন্ট করবে,তারা এমনিতেও পোস্টটা পুরো না পড়েই কমেন্ট করে যাবে,হাহাহা।যাইহোক আপনি একদম ঠিক কথা বলেছেন। শুরুতে থাকবে ভেজা বিড়ালের মত,কিছু জানে না কিছু বুঝে না।কিন্তু পরে আসল রূপ দেখায়। এরকম অনেক মানুষ আছে,মূলত এদেরকে তাদের যোগ্যতা থেকে উঁচু জায়গায় সম্মান দেয়ার কারণেই এমনটা করে।

 4 days ago 

যারা টাইটেল দেখে পোস্টে কমেন্ট করে,তারা হয়তো এই পোস্টটি না পড়ে এড়িয়ে যেতে পারে😂। যাইহোক একেবারে যথার্থ বলেছেন, এমন মানুষ কিন্তু প্রতিটি পরিবারে রয়েছে। তাদের জন্য পরিবারের অনেক আনন্দ নষ্ট হয়ে যায়। কিন্তু সেসব মানুষ কেনো এমনটা করে, সেটা আমার বোধগম্য নয়। মোটকথা এসব মানুষদেরকে মন থেকে কেউ পছন্দ করে না। এরা আসলে পরিবারের মধ্যে এক ধরনের ভাইরাস। যাইহোক পোস্টটি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 3 days ago 

বাঙালির কিছু বদ স্বভাব রয়েছে। তারা বিভিন্ন অনুষ্ঠান আসলেই সমস্যা সৃষ্টি করতে পছন্দ করে। কোন কিছুতে সমস্যা খুঁজে না পেলেও একটা সমস্যা তৈরি করবে। বিভিন্ন স্পটে ঘুরতে যাওয়া কিংবা অনুষ্ঠান এলে এদের মাথা ভূত চাপে। তখন শেষ পর্যায়ে এমন পরিস্থিতি দাঁড়ায় আর কোথাও যাওয়া হয় না। বাস্তবতাকে সামনে রেখে সুন্দর একটি পোস্ট শেয়ার করেছেন যার কারণে আপনাকে অসংখ্য ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.13
JST 0.029
BTC 60972.21
ETH 3388.11
USDT 1.00
SBD 2.55