মৎস্য শিকারীদের জীবন

আশাকরি " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ভালো আছেন। আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন। মহান সৃষ্টিকর্তা এবং আপনাদের আশীর্বাদে আমিও সুস্থ আছি। আজ আপনি আপনাদের সাথে মৎস্য শিকারীদের জীবন সম্পর্কে একটি জেনারেল রাইটিং পোস্ট করলাম।


image.png



লিংক


আসলে আমাদের পৃথিবীতে বিভিন্ন মানুষ বিভিন্ন পেশায় সব সময় নিয়োজিত থাকে। আর পেশার দিক থেকে বিচার করলে আমাদের সমাজে বিভিন্ন ধরনের পেশা রয়েছে। কোন কোন পেশায় মানুষ অনেক আরামে অর্থ উপার্জন করতে পারে। আবার কোন কোন পেশায় মানুষ সামান্য অর্থ উপার্জন করতে অনেক বেশি কষ্টের প্রয়োজন হয়। আসলে মানুষ তার বাঁচার জন্য বিভিন্ন ধরনের পেশাকে সব সময় বেছে নেয়। আর অন্যান্য সকল পেশার মধ্যে আরেকটি পেশা হলো মাছ শিকার করা। অর্থাৎ যাদেরকে আমরা সমাজের জেলে বলে জানি। আসলে এই মৎস শিকারীদের জীবন যে কতটা বেশি কঠিন তা একমাত্র মৎস্য শিকারিরা জানতে পারে।



আমরা প্রতিনিয়ত আমাদের খাবারের তালিকায় মাছ না হলে চলে না। তাইতো আমাদের সকলে মাছের ভাতে বাঙালি বলে। আসলে বাঙ্গালীদের জীবনে দৈনন্দিন মাছের প্রয়োজন হয়। আর এই মাছ আমরা বাজার থেকে প্রতিনিয়ত কিনে আনি। আর যারা বাজারে মাছের ব্যবসা করে তারা কিন্তু মৎস্য শিকারী নয়। অর্থাৎ এসব মৎস্য শিকারীদের জীবনের খোঁজ খবর নিতে হলে আমাদেরকে সেই বড় বড় নদী এবং সমুদ্রের পাড়ে চলে যেতে হবে। আসলে মানুষের জীবনের কোন মূল্যই নেই। কারণ কিছু কিছু মানুষ এমন সব পেশা বেছে নেয় যেসব পেশায় তাদের যে কোন মুহূর্তে জীবন চলে যেতে পারে।


আর এই সব পেশাগুলো মানুষ সেই দীর্ঘকাল ধরে কাজ করে আসছে। আসলে মৎস্য শিকারীদের যে কত কষ্ট করে জীবনের তা তারা ছাড়া আর কেউ বুঝতে পারে না। এসব মৎস্য শিকারীরা নিজেদের পরিবার-পরিজনকে ফেলে রেখে সেই সকাল ভোরে নদীতে গিয়ে মাছ শিকার করে। আবার কোন কোন মৎস্য শিকারি রয়েছে যারা এসব সমুদ্রে মাসের পর মাস কাটিয়ে দেয় মৎস্য শিকারের জন্য। আসলে সমুদ্রের মাঝের পরিবেশটা একমাত্র এইসব মৎস্য শিকারীরাই বুঝতে পারে। আসলে তারা ছাড়া কেহই বুঝতে পারে না তাদের জীবন যে কতটা কঠিন এবং কতটা রিস্ক।

আসলে তাদের জীবন যে কোন মুহূর্তে যেকোনো সময় চলে যেতে পারে। কারণ সমুদ্রের উত্তাল ঢেউ আমরা টিভিতে অথবা সমুদ্রের কিনারায় বসে কিছুটা বুঝতে পারলেও সমুদ্রের মাঝে যে ঢেউ এবং সমুদ্রের গর্জন তা একমাত্র এসব সাহসী মৎস্য শিকারীরাই বুঝে থাকে। আসলে অনেক মৎস্য শিকারি রয়েছে যারা তাদের জীবন দিয়েছে এইসব মাছ শিকার করতে গিয়ে। আমরা তো প্রতিবছর খবর এবং টিভির সংবাদপত্রে দেখতে পাই যে বিভিন্ন ঝড়ের কবলে পড়ে কত মৎস্য শিকারী প্রতিবছর তাদের এই প্রাণ হারায়। আসলে তাদের পুরো পরিবারটা তাদের উপর সম্পূর্ণ নির্ভরশীল।

আসলে তাদের পরিবারের যদি সেই ইনকাম করার প্রধান মানুষটাই মারা যায় তাহলে তাদের কতটা কষ্টের দিন যাপন করতে হয় তারাই একমাত্র জানে। এছাড়াও তারা সমাজ থেকে তেমন কোনো বেশি সুযোগ-সুবিধা কখনোই পায় না। আর সরকারি সুবিধা তো দূরের কথা। আসলে এইসব মানুষদের জীবনের যেমন কোন মূল্য নেই তেমনি তারা সমাজে এত পরিশ্রম করে তার জন্য তারা কোন মূল্য পায়না সমাজ থেকে। আর এজন্য এসব মানুষরা যাতে সরকারি বিভিন্ন সাহায্য পায় এবং সবার সাহায্যের আওতায় আসতে পারে এজন্য আমাদেরকে সচেতন হতে হবে।



আশাকরি আপনাদের সবার খুব ভালো লেগেছে আজকের পোস্টটি । ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।


আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী পোস্টে।

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.13
JST 0.030
BTC 59589.10
ETH 3257.79
USDT 1.00
SBD 2.40