মনের কষ্ট মনে রাখাই ভালো

আশাকরি " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ভালো আছেন। আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন। মহান সৃষ্টিকর্তা এবং আপনাদের আশীর্বাদে আমিও সুস্থ আছি। আজ আপনি আপনাদের সাথে মনের কষ্ট সম্পর্কে একটি জেনারেল রাইটিং পোস্ট করলাম।


girl-5454508_1280.jpg



লিংক

এই পৃথিবী হলো একটা স্বার্থপর জায়গা। যেখানে সবাই সবার নিজের স্বার্থ ছাড়া আর কোন কিছুই বুঝতে চেষ্টা করে না। আপনি যদি অন্যের স্বার্থে কোন ধরনের আঘাত দেন তাহলে আপনি তার আসল চেহারা সব সময় দেখতে পারবেন। আসলে ভালো-মন্দ নিয়ে আমাদের এই পৃথিবী। আর আমরা যদি আমাদের মনের কথা ভালো মানুষের সাথে শেয়ার করি তাহলে হয়তোবা তারা আমাদের মনের কষ্টটা একটু দূর করতে পারবে। কিন্তু যদি আমরা আমাদের মনের কথা কোন খারাপ ব্যক্তিদের সঙ্গে শেয়ার করি তাহলে আমাদের মনের কষ্ট কখনোই কমবে না বরং তারা আমাদের মনের কষ্টকে আরও বেশি বাড়িয়ে দেয়ার চেষ্টা করবে। আর এজন্য আমরা সবসময় চেষ্টা করব যে আমাদের মনের কথা মনে রাখাই ভালো। কেননা এতে করে কষ্ট না কমলেও কেউ কষ্ট বাড়াতে আসবেনা।


আসলে আমরা এই সমাজে সবসময় চেষ্টা করি যে বিভিন্ন ধরনের মানুষের সাথে ভালোবাসার সম্পর্কের আবদ্ধ হওয়ার এবং আমরা আমাদের মনের কথাগুলো তাদের সাথে শেয়ার করার। কেননা আমরা সারাদিন যতই পরিশ্রম করিস না কেন দিন শেষ যদি আমরা আমাদের মনের কথাগুলো একজন মানুষের সাথে শেয়ার করতে না পারি তাহলে আমাদের মনের কষ্টগুলো মনের ভিতর থেকে যায়। এছাড়াও আমরা আমাদের মনের কথা শেয়ার করার জন্য বন্ধুবান্ধবদের বেছে নিতে পারি। কিন্তু এই বন্ধু বান্ধব গুলো সব সময় আমাদের সাথে থাকলেও তাদের সাথে সব সময় সময় কাটানো হয় না। আসলে প্রিয় মানুষগুলোর কাছে আমরা সব সময় চেষ্টা করি আমাদের মনের সব দুঃখ গুলো শেয়ার করার এবং তারা আমাদের দুঃখগুলো শুনে সব সময় আমাদের আনন্দ দেওয়ার চেষ্টা করেন।


কিন্তু খারাপ মানুষ যদি আমাদের জীবনে একবার চলে আসে তাহলে তাদের কাছে যদি আমরা আমাদের মনের কথাগুলো শেয়ার করি তাহলে আমাদের মনের কষ্টগুলো কমার পরিবর্তে বরং দিন দিন বেড়েই চলবে। অর্থাৎ তারা আমাদের মনের কষ্টগুলো কখনো বুঝবেনা এবং তারা তাদের স্বার্থ নিয়ে সবসময় চলার চেষ্টা করবেন। আসলে এই বেইমান মানুষগুলো স্বার্থ ছাড়া আর কোন কিছু বোঝেনা এই পৃথিবীতে। যতক্ষণ আপনার কাছে স্বার্থ থাকবে ততক্ষণ তারা আপনার সাথে মেলামেশা করবে এবং একসময় যখন স্বার্থ শেষ হয়ে যাবে তখন আপনাকে আবর্জনার মত দূরে ফেলে দিয়ে তারা অন্য কারো জীবনে চলে যাবে। আর মনের কষ্টগুলো আমরা সবসময় চেষ্টা করি যে কোন একজন ভালো বন্ধু বান্ধবের সাথে শেয়ার করার জন্য।


আসলে ভালো ব্যক্তির কাছে যদি আমরা আমাদের মনের কথাগুলো শেয়ার করতে পারি তাহলে তারা আমাদের সব সময় মনোবল যোগাবে এবং জীবনে উন্নতি করার জন্য সব সময় প্রেরণা যোগাবে। কিন্তু খারাপ মানুষের কাছে যদি আমরা আমাদের মনের কষ্টগুলো একবার বলে ফেলি তাহলে তারা আমাদেরকে দুর্বল বলে মনে করবে। আর তারা সবসময় চেষ্টা করবে যে কি করে আমাদের ক্ষতি করা যায়। তাইতো এই ভালো মন্দের পার্থক্য বের না করে যদি আমরা আমাদের মনের কথাগুলো মনের ভিতরে চেপে রাখার চেষ্টা করি হয়তোবা এতে করে আমাদের কষ্ট কমবে না কিন্তু একটা চিন্তা থাকবে যে কেউ আমাদের এই কষ্টকে আর বাড়াতে আসবেনা। আসলে এভাবেই আমরা আমাদের মনের কষ্টগুলো মনে রাখার চেষ্টা করব এবং নিজেদের দুঃখ কষ্টকে দূর করে আবার জীবনের সংগ্রাম করার জন্য চেষ্টা করব।



আশাকরি আপনাদের সবার খুব ভালো লেগেছে আজকের পোস্টটি । ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।


আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী পোস্টে।

Sort:  
 last month 

হ্যাঁ এই বিষয়ে আমি আপনার সাথে একমত আপনি যদি ভালো মানুষের সাথে আপনার মনের কিছু কথা শেয়ার করেন তাহলে সেই কাজে সফলতার ক্ষেত্রে তারা আপনার মনোবল বৃদ্ধি করবে যেটা আপনার সফলতার এক অংশ হিসেবে কাজ করবে। যে কোন কাজের ক্ষেত্রেই নিজের মনোবল তৈরি করা সর্বপ্রথম ধাপ।

কথাটা সত্য যে মনের কথা মনে রাখাই ভালো। কারণ কারো সাথে দুঃখ প্রকাশ করলে তার স্বার্থে কোন রকম যদি আঘাত দেন তাহলে আপনি তার আসল চেহারা দেখতে পারবেন। এজন্য মনের কথা ও মনের কষ্ট কাউরে সাথে শেয়ার না করাটাই ভালো।

 last month 

আপনার লেখা বাস্তব জীবনের অভিজ্ঞতার সুন্দর প্রতিফলন। সত্যিই, সব মানুষকে বিশ্বাস করা যায় না, কারণ অনেকেই স্বার্থের জন্য কাছে আসে এবং সময়ের সাথে দূরে সরে যায়। তবে মনের কষ্ট একেবারে চেপে রাখাও সবসময় সমাধান নয়। সঠিক মানুষকে খুঁজে নিয়ে মনের কথা ভাগ করে নেওয়া শান্তি দিতে পারে। জীবন সংগ্রামের পথ কঠিন হলেও, সতর্ক থাকা, নিজের শক্তি খুঁজে নেওয়া, এবং ভালো মানুষদের পাশে রাখা আমাদের মানসিক শান্তি বজায় রাখতে সাহায্য করে।

 last month 

এটা চরম বাস্তবতা এবং আমরা হাড়ে হাড়ে টের পাই। পৃথিবীতে অনেক স্বার্থপর মানুষ আছে, যারা শুধু নিজের লাভের কথা ভাবে। আসলে মনের কথা ভালো মানুষের সঙ্গে শেয়ার করলে সান্ত্বনা মিললেও, খারাপ মানুষের সঙ্গে শেয়ার করলে কষ্ট আরও বাড়ে। স্বার্থপর লোকেরা প্রয়োজন ফুরোলেই দূরে সরে যায়, তাই সবাইকে বিশ্বাস করা ঠিক নয়। সত্যিকারের ভালো বন্ধুদের চিনে তাদের সঙ্গেই মনের কথা বলা উচিত। ধন্যবাদ বাস্তবিক প্রেক্ষাপট পোষ্টের মাধ্যমে তুলে ধরার জন্য।

 last month 

বর্তমান যুগে প্রকৃত মানুষ খুঁজে পাওয়াটা মুশকিল। কারণ আমাদের চারপাশে স্বার্থপর মানুষের ছড়াছড়ি। তাই মনের কষ্ট মনে রাখাই ভালো। কারণ স্বার্থপর এবং বেঈমান মানুষদের কাছে মনের কষ্ট শেয়ার করলে,পরবর্তীতে নিজেকে আরও বেশি কষ্ট পেতে হয়। যাইহোক পোস্টটি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.13
TRX 0.24
JST 0.030
BTC 79664.31
ETH 1524.96
USDT 1.00
SBD 0.82