কোন কাজেই ছোট নয়

man-5557864_1920.jpg

Source

আমি এমন অনেক মানুষ দেখেছি, এরা মানুষ অন্য মানুষের পেশা নিয়ে হাসি তামাশা করে। যে বিষয়গুলো আসলে আমার ব্যক্তিগত কাছেই অনেক বেশি খারাপ লাগে। এই তো কয়েকদিন আগেই একটি ভিডিও অনেক ভাইরাল হয়েছিল। ভিডিওতে দেখা যাচ্ছিল একটি ছেলে একটু ছেঁড়া প্যান্ট পড়ে রিক্সা চালিয়ে যাচ্ছিল। কিন্তু অপর প্রান্তে সেই রিকশায় ওঠা দুইটা মেয়ে সেই বিষয়গুলো দেখে প্রচন্ড রকমের হাসি তামাশা করছিল এবং একটি ভিডিও তারা তৈরি করেছিল। এই বিষয়গুলো আসলে আমি কোনোভাবেই মেনে নিতে পারি না।

পৃথিবীতে প্রত্যেকটি পেশার মানুষ এই গুরুত্বপূর্ণ তা নাহলে হয়তো এই পৃথিবী এত চমৎকারভাবে চলত না। মনে করুন আপনি একজন ভালো পদের কর্মচারী এবং আপনার যাতায়াতের জন্য ড্রাইভার দরকার যদি ড্রাইভার না থাকতো তাহলে সেই গাড়ি আপনাকেই চালাতে হতো। সৃষ্টিকর্তা এই পৃথিবীর কে এমন ভাবে তৈরি করেছে। যার দরুন প্রত্যেকটি কাজের এই সমান গুরুত্ব এবং ভূমিকা রয়েছে। হয়তো আমাদের চোখে কোন কাজ ছোট কিংবা বড় কিন্তু সৃষ্টিকর্তার কাছে সব কাজেই সমান এবং গুরুত্বপূর্ণ।

আপনার আমার কাছে হতে পারে কোন কাজ বগ কিংবা কোন কাজ ছোট কিংবা কোন কাজ বেশি গুরুত্বপূর্ণ কিংবা কোন কাজ কম গুরুত্বপূর্ণ। কিন্তু বিশ্বাস করেন যে মানুষগুলো সেসব কাজগুলো করে তাদের জন্য সেই কাজটাই পৃথিবীর সবথেকে গুরুত্বপূর্ণ কাজ এবং সেই কাজের মাধ্যমে তার জীবিকা নির্বাহ হয়। এই বিষয়গুলো একটু অনুধাবন করার মত যদি এসব বিষয়ে আমরা অনুধাবন করতে না পারি তাহলে আমরা কেমন মানুষ! কেমন মনুষত্ব রয়েছে আমাদের ভিতর!

পৃথিবীর সব কাজে গুরুত্বপূর্ণ এবং সম্মানের। এই বিষয়গুলো ভেবেই আমাদের দৈনন্দিন জীবনে চলাফেরা করা উচিত। আজকের মত এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে।

ABB.gif

Coin Marketplace

STEEM 0.24
TRX 0.26
JST 0.040
BTC 96605.56
ETH 3461.33
SBD 1.57