মাঝেমধ্যে নিজেকেও ট্রিট দিন
আজকে আমি এসেছি আপনাদের সকলের সাথে একটি জেনারেল রাইটিং পোস্ট শেয়ার করতে। আমার লেখার মাধ্যমে আমার চিন্তা ভাবনা গুলো আপনাদের কাছে পৌঁছানোর লক্ষ্যে এই লেখাগুলো শেয়ার করা।
আশা করছি যে আপনারা আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমেই আমার এই লেখাটি সৌন্দর্য বৃদ্ধি করবেন এবং আপনাদের মতামত ব্যক্ত করবেন। আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি। তাহলে অবশ্যই আমাকে শুধরে দিতে ভুলবেন না।
আমরা সব সময় অন্যের ভালো কাজকে অনেক বেশি অ্যাপ্রিশিয়েট করার চেষ্টা করে এবং করিও। অর্থাৎ ধরুন আপনার কোনো ফ্রেন্ড কিংবা আপনার কোনো কলিগ কোনো ভালো কোনো কিছু এচিভ করলো। কিংবা ধরুন আপনার কোনো আত্মীয় স্বজন খুব ভালো কোনো একটা অবস্থান পেলো কিংবা খুব ভালো কোনো কিছু করলো। তখনই কিন্তু আপনারা তাকে কোনো না কোনো গিফট দেন বা ট্রিট তাকে খুশি করার জন্য এবং সে যে কতোটা ভালো কাজ করেছে, সেটা ফিল করানোর জন্য।
কিন্তু মনে করে দেখুন তো, শেষ কবে আপনি নিজেকে নিজে উপহার দিয়েছেন? আপনার নিজের ভালো কাজের জন্য।যদি আমি ভুল না বলি তাহলে আপনি নিজেকে নিজের ভালো কাজের জন্য কোনো উপহার ই দেন নি। তবে কি আপনি কোনো ভালো কাজ করেননি? অবশ্যই করেছেন। কিন্তু নিজেকে একটু ট্রিট দেওয়ার চিন্তা কখনোই মাথায় আসেনি।
আমরা এটাই কিন্তু সবচেয়ে বড় ভুলটা করি। আমরা অন্যের জন্য বাঁচি সেটা যেমন ঠিক আছে। ঠিক তেমনটাই আমরা কিন্তু নিজের জন্যও বাঁচি। তাই যখন নিজে কোনো ভালো কাজ করবেন। তখন অবশ্যই নিজেকে কিছু না কিছু ট্রিট দিবেন। সেটা খুব ছোট হোক কিংবা বড়। নিজেকে সবসময় স্পেশাল ফিল করানোটা আমাদের কাজের অনেক পজিটিভ একটি ব্যাপার।
কারণ যখন আপনি সবসময় এভাবেই নিজেকে খুশি রাখবেন। তখন দেখবেন যে আপনার মধ্যে পজিটিভ ভাইভ টা অনেক বেশি কাজ করছে। এতে করে আপনি আরো বেশি কিছু অ্যাচিভ করতে পারবেন। তাই মাঝেমধ্যে নিজেকেও খুশি রাখবেন, নিজের ভালো কাজের জন্য। আর নিজেকে খুশি রাখার সবচেয়ে বড় একটি কারণ হলো, আমরা যতক্ষণ খুশি থাকবো। ততক্ষণ আমাদের মনের পজিটিভ দিকটা আরো বেশি কাজ করবে এবং আমাদের মাইন্ডের পজিটিভ সাইট যতক্ষণ বেশি কাজ করবে, ততক্ষণ আমাদের প্রোডাক্টিভিটি এবং আমাদের কাজের প্রতি ইচ্ছা, আগ্রহ সবকিছুই বৃদ্ধি পাবে। এতে করে আমাদের আরও বেশি উন্নতি হবে। তাই প্রতিটা কাজের ক্ষেত্রেই সবসময় নিজেকে খুশি রাখা, নিজেকে স্পেশাল ফিল করানো অনেক বেশি গুরুত্বপূর্ণ।
আসলে এভাবে তো কখনো ভেবে দেখিনি। নিজেকে নিজে ট্রিট দেওয়ার আইডিয়াটা কিন্তু দারুণ। এতে করে নিজের মনটা আনন্দে ভরে উঠবে। এর ফলে নতুন কোনো কাজ করতে আগ্রহ আরও বাড়বে। তাছাড়া কনফিডেন্স লেভেলও আরো বাড়বে। যাইহোক এতো সুন্দর একটি টপিক নিয়ে পোস্ট শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।