তথ্যপ্রযুক্তির সাথে চলতেই হবে

আজকে আমি এসেছি আপনাদের সকলের সাথে একটি জেনারেল রাইটিং পোস্ট শেয়ার করতে। আমার লেখার মাধ্যমে আমার চিন্তা ভাবনা গুলো আপনাদের কাছে পৌঁছানোর লক্ষ্যে এই লেখাগুলো শেয়ার করা।

IMG_0378.jpeg

made by canva

আশা করছি যে আপনারা আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমেই আমার এই লেখাটি সৌন্দর্য বৃদ্ধি করবেন এবং আপনাদের মতামত ব্যক্ত করবেন। আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি। তাহলে অবশ্যই আমাকে শুধরে দিতে ভুলবেন না।

আমাদের যখন ছেলেবেলাকার সময় ছিলো। তখন আমাদের বাবা-মায়েরা তথ্যপ্রযুক্তির সাথে একেবারেই পরিচিত ছিলো না। আমার নিজের যদি ঘটনা বলি। তাহলে আমার এখনো মনে পরে যে, আম্মুর ছোট বাটন ফোনটাতে আমি ফেসবুক চালাতাম। অর্থাৎ ফ্রেন্ড এর মাধ্যমে ওপেন করা। তখনও কিন্তু সেটা আসলে লগ আউট করতে হতো না কারণ আমার মা কখনোই সেটা ঘেঁটে বের করতে পারবেনা এতুটুকু বিশ্বাস আমার ছিলো।

তবে ওই বাটন ফোনে শুধুমাত্র facebook চালাতাম, বান্ধবীদের সাথে আড্ডা দিতাম। ততোটুকুতে কিন্তু আমার গন্ডিটা সীমাবদ্ধ ছিলো। অর্থাৎ মা ধরতে পারবে না বলে যে, খারাপ কিছু করতে হবে। এমন কোনো ব্যাপার ছিলো না। কারণ তখন আসলে বাবা-মাকে আলাদা রকম ভাবেই ভয় পেতাম। কারণ তাদের একটা আলাদা রকমের শাসন ছিলো। তাদেরকে ভয় পাওয়া ছিলো, শ্রদ্ধা ছিলো। অর্থাৎ সবমিলিয়ে খারাপ কিছু করবো, সেটা সহজে মাথায় আসতো না। একেবারে যে ধোঁয়া তুলসি পালা ছিলেম,তা বলছিনে।

কিন্তু বর্তমানে মোটেও তেমনটা নয়। অর্থাৎ বর্তমান আসলে তথ্য প্রযুক্তির যুগ। তাই সব সময় নিত্যনতুন অনেক রকমের প্রযুক্তি আমাদের সামনে আসছে এবং ভবিষ্যতে আরো আসবে। কারণ বর্তমানে ব্যবস্থাটাই এমন। আমাদের জেনারেশনটা কিন্তু এখনকার নতুন জেনারেশনের মতো নয়। কারণ এখনকার নতুন জেনারেশন অনেক বেশি জানে।তাই বর্তমানে বাবা মায়েদের ও তথ্যপ্রযুক্তির সাথে চলতে হবে। এটাই আজকে আমি বুঝাতে চাইছি। কারণ তখনকার জেনারেশনের মধ্যে পিতা মাতার প্রতি যে ভয়টা ছিলো। বর্তমানে স্বাভাবিকভাবে সেটা এখন অনেকটা কম।

তাই তাদের সাথে সাথে নিজেদের কেও আপ টু ডেট রাখতে হবে। কারণ তারা হয়তো অনেক সময় ভুল করে বয়সের কারণে অনেক ভুল পথে চলে যেতে পারে। সেসব দিক থেকে ফিরিয়ে আনতে বাবা মায়েদের কেও সেই তথ্যপ্রযুক্তি সম্পর্কে যথেষ্ট জ্ঞান রাখতে হবে। এতে করে উনারা উনাদের ছেলেমেয়েদের প্রপার গাইট করতে পারবে এবং খুব ভালোভাবে খেয়াল রাখতে পারবে। আসলে আমাদের সকলেরই উচিত সবসময় নিজেদের আপ টু ডেট রাখা এবং সবকিছু সম্পর্কে জ্ঞান অর্জন করা যতটুকু সম্ভব।

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.16
JST 0.028
BTC 71174.86
ETH 2484.37
USDT 1.00
SBD 2.42