হারিয়ে গেলো কি?

আজকে আমি এসেছি আপনাদের সকলের সাথে একটি জেনারেল রাইটিং পোস্ট শেয়ার করতে। আমার লেখার মাধ্যমে আমার চিন্তা ভাবনা গুলো আপনাদের কাছে পৌঁছানোর লক্ষ্যে এই লেখাগুলো শেয়ার করা।

IMG_0378.jpeg

made by canva

আশা করছি যে আপনারা আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমেই আমার এই লেখাটি সৌন্দর্য বৃদ্ধি করবেন এবং আপনাদের মতামত ব্যক্ত করবেন। আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি। তাহলে অবশ্যই আমাকে শুধরে দিতে ভুলবেন না।

আজকে একটা ব্যাপার হঠাৎ করে মনে পরছে। তাই ভাবলাম যে একটু লেখালেখি করা যাক। কারণ মাঝেমধ্যে স্মৃতিচারণ করতে বরাবর আমার ভালো লাগে। কারণ স্মৃতিচারণের মধ্যে এক রকমের লুকানো আনন্দ রয়েছে। আনন্দটা হয়তো খুব বেশি কিছু নয়। কিংবা আনন্দটা উৎফুল্ল হওয়ার মতোন ও নয়। কিন্তু এই আনন্দটা জীবনে যেনো একটা সুখের ছোঁয়া বয়ে আনে।

যখন স্কুলের জন্য খুব ভোরবেলা উঠতাম। তখন আসলে পাখির ডাক খুব বেশি শোনা যেতো চারপাশে। আমি জানিনা কেনো যেনো এখন সকালবেলা ঘুম থেকে উঠলে কখনোই আমি খুব একটা পাখির ডাক শুনি না। হয়তো প্রকৃতির খুব কাছে থাকি না বলেই হয়তো শুনি না। কিন্তু আগে যেখানে থাকতাম এখন ও আমি সেখানেই থাকি।কিন্তু তাও প্রকৃতির ওই মিষ্টি সুর অর্থাৎ পাখির ওই মধুর ডাক এখন আর শোনা যায় না। তাই মাঝেমধ্যে মনে হয় যে, চারপাশ থেকে শ্রুতিমধুর ডাকগুলো বুঝি হারিয়েই গিয়েছে।

এটার জন্য আমরা একেবারে সম্পূর্ণভাবে দায়ী। কারণ আমরা প্রতিনিয়ত যেভাবে গাছ কাটছি। সেখানে আসলে পাখির বাসা না থাকাই স্বাভাবিক। কারণ পাখিরা মূলত বাসা করেই বিভিন্ন কোনায়। অর্থাৎ বিভিন্ন ঘরের বিল্ডিংয়ের কোনায় কিংবা গাছের উপরে। কিন্তু আমরা সে সব জায়গায় তাদের বসবাসের অযোগ্য করে তুলছি এবং সে কারণেই অচিরেই হারিয়ে যাচ্ছে আমাদের চারপাশের মিষ্টি সুরের পাখিগুলো। সে সাথে পাখি নিধন ও পাখি ধরা তো রয়েছেই। তাই আজকাল মনে হয় যে চারপাশে থেকে যেনো পাখি হারিয়ে গিয়েছে।

আরেকটি ব্যাপার খেয়াল করেছেন কিনা জানিনা। আগে কিন্তু চারপাশে অনেক বেশি কাক দেখা যেতো। এখন কিন্তু সেটাও দেখা যায় না। কাকের প্রয়োজনীয়তা আমরা আসলে কখনোই বুঝতে পারেনি। কারণ আমাদের কাছে সুন্দর না সেটাই সবচেয়ে বড় কথা। কাক দেখতে কুৎসিত তাই আমরা তাকে চাই না। কিন্তু সে যে আমাদের এই পরিবেশের জন্য কতোটা গুরুত্বপূর্ণ, এটা আমরা কখনো ভেবেও দেখি না। আর এভাবে করে করেই হারিয়ে যাচ্ছে আমাদের চারপাশের খুব সুন্দর সুন্দর পরিবেশ, খুব সুন্দর সুন্দর মধুর ডাক, আমাদের প্রিয় পাখিগুলো ও।

ABB.gif

Sort:  
 16 days ago 

গুরুত্বপূর্ণ একটি বিষয়ে আলাপ তুলেছেন আপনি। আমাদের প্রাণ-প্রকৃতি-পরিবেশ ধবংস করছি, আমারা মানুষরাই প্রতিদিন-প্রতিনিয়ত। পশুপাখির নিরাপদ বাসস্থান কমে আসছে দিন দিন। প্রাণ-প্রকৃতি-পরিবেশ রক্ষায় এখনেই কার্যকর পদক্ষেপ নিতে না পারলে এখন যে দু-চারটি পাখির ডাক শুনতে পাওয়া যায় ভবিষ্যতে সেটাও শুনতে পাবনা আমরা। আমাদের ছোটবেলায় দেখা অনেক পশু-পাখি হারিয়ে গেছে! এখন আর দেখা যায় না। আপনার নষ্টালজিক ও সচেতনতামূলক পোস্টটি আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

আমাকে ভোট দেয়।

Coin Marketplace

STEEM 0.23
TRX 0.24
JST 0.038
BTC 106962.01
ETH 3346.27
SBD 4.41