শিক্ষক যখন শিক্ষার্থীদের বিরুদ্ধে

আজকে আমি এসেছি আপনাদের সকলের সাথে একটি জেনারেল রাইটিং পোস্ট শেয়ার করতে। আমার লেখার মাধ্যমে আমার চিন্তা ভাবনা গুলো আপনাদের কাছে পৌঁছানোর লক্ষ্যে এই লেখাগুলো শেয়ার করা।

IMG_0378.jpeg


আশা করছি যে আপনারা আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমেই আমার এই লেখাটি সৌন্দর্য বৃদ্ধি করবেন এবং আপনাদের মতামত ব্যক্ত করবেন। আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি। তাহলে অবশ্যই আমাকে শুধরে দিতে ভুলবেন না।

আজকে আপনাদের সাথে আমার রিয়েল লাইফের একটি ঘটনা শেয়ার করবো। সাধারণভাবেই আপনাদের সাথে প্রতিনিয়ত জীবনে ঘটে যাওয়া বিভিন্ন সমস্যা বিভিন্ন কথা মনের বিভিন্ন কথা এবং বিভিন্ন বিচার বিবেচনা শেয়ার করা হয়। তো সেই জায়গা থেকেই ভাবলাম যে আপনাদের সাথে আজকের এই বিষয়টিও একটু শেয়ার করা যাক।

আজকে আসলে আমাদের একটি শিক্ষকের সাথে খুব বাজে একটা ব্যাপার হয়েছে। তো ভাবলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করি। তবে প্রথমে বলে রাখি একজন শিক্ষার্থী হিসেবে সবসময় যে শিক্ষকদের দোষ ধরবো ব্যাপারটা এমন নয় কিন্তু কিছু কিছু ক্ষেত্রে সত্যিই কিছু কিছু শিক্ষক এমন কিছু আচরণ করে থাকেন। যেগুলোতে আসলে দোষ না ধরে কোনো উপায় থাকে না। যেমন আমি আজকের ঘটনাটি আপনাদেরকে একটু বিশ্লেষণ করলে আপনারা ভালোভাবে বুঝতে পারবেন।

গতকাল আসলে একজন শিক্ষক কে আমরা বারবার রিকোয়েস্ট করেছিলাম যেনো আমাদের একদিনের একটা ক্লাস অফ দেয়। কারণ এটা বলার একমাত্র কারণ হলো, আমাদের সামনে টানা এক্সাম ছিলো।তাই আমরা বারবার সেই ব্যাপারটি রিকোয়েস্ট করেছিলাম। কিন্তু তিনি মুখের উপর মানা করে দিলেন। অর্থাৎ এটা উনি করতেই পারেন। কিন্তু উনি মানা করার সাথে বেশ কিছু হাসির ইমোজি দিয়ে দিলেন। এটা সত্যি আমাদের কাছে অবাক লেগেছে। কারণ একজন শিক্ষকের আচরণ যদি এতোটা পৈশাচিক ঠিক হয়ে যায়। তাহলে সত্যিই আর কিছু বলার থাকে না।

শিক্ষক হলো আমাদের অনেক শ্রদ্ধার একটি জায়গা, সম্মানের একটি জায়গা। তাই একজন শিক্ষার্থী হিসেবে সব সময় তাদের চেষ্টা করা উচিত যেনো তারা শিক্ষকদের যথেষ্ট সম্মান করে। কিন্তু তার বিপরীতে কিছু কিছু শিক্ষক শিক্ষার্থীদের সাথে এতো অদ্ভুত আচরণ করে। যার কারণে আসলে শিক্ষার্থীরাও পরবর্তীতে ওই শিক্ষককে আর যথাযথ সম্মান দেয় না।

ABB.gif

Sort:  
 3 days ago 

শিক্ষক সবার শ্রদ্ধেয় গুরুজন।শিক্ষক বাবার পরেই বাবার প্রতি যেমন কোন অভিযোগ থাকে না তেমনি শিক্ষকের প্রতিও থাকা উচিত নয়।শিক্ষকেরও উচিত অন্যায় আবদার না মানা এবং যে আবদার মানা সম্ভব তা মানা।শিক্ষক আপনাদের সাথে অন্যায় করেছে ছুরি না দিলেও ঠাট্টা করা ঠিক হয়নি।ধন্যবাদ সুন্দর পোস্ট টি আমাদের সাথে ভাগ করে নিয়েছেন জন্য।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.24
JST 0.034
BTC 97673.06
ETH 2685.88
SBD 0.43