যুদ্ধ করতে হবে নিজের সাথে

boxing-6091981_1920.png

Source

কথায় আছে নিজে ঠিক থাকলে দুনিয়া ঠিক থাকবে এবং এই বিষয়টি আমিও মনেপ্রাণে বিশ্বাস করি। কিন্তু আমরা বর্তমানে এমন একটি সমাজে বসবাস করছি আপনি যদি নিজেও ঠিক থাকেন অপরেরা আপনাকে বাধ্য করে খারাপ কাজ করার জন্য। তবে আপনার নীতি নৈতিকতা ঠিক থাকলে সেই জায়গা থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন।

আমরা মানুষেরা সব সময় কমফোর্ট জোনে থাকতে পছন্দ করি অর্থাৎ সারাদিন শুয়ে বসে থাকা, খাওয়া-দাওয়া করা, ঘুরাঘুরি করা এসবের মধ্যেই আমাদের কমফোর্ট জোন থাকে। কিন্তু এর বাইরে যখন আপনি বের হয়ে জীবনের যুদ্ধে নামিয়ে পরবেন তখন কিন্তু আপনার অনেকেই আপনার নিজের সাথে যুদ্ধ করতে হয়। যেমনটা ধরুন আপনার হাতে বেশ কিছু কাজ রয়েছে এবং আপনার হাতেও বেশ কিছু সময় রয়েছে তখন আমরা চিন্তা করি কি আমার হাতে তো বেশ খানিকটা সময় আছে এই সময়টা কোথাও থেকে ঘুরে আসে কিংবা রেস্ট করি। পরবর্তীতে না হয় হাতের কাজগুলো শেষ করা যাবে। মূল সমস্যা আমাদের এই সমাজের মধ্যে আমাদের হাতে সময় থাকে তবে সেই সময়ের মধ্যে আমরা কিন্তু নিজেদের কাজগুলো শেষ করতে পারি না, তাইতো বিভিন্ন অফিসে গাদা গাদা ফাইল এখনো পরে আছে।

যদি আমরা এই বিষয় থেকে বেরিয়ে আসতে পারি তাহলে আমাদের সমাজ এবং সমাজ ব্যবস্থা দুটোই অনেক গতিশীল হয়ে যাবে বলে আমি মনে করি। নিজের কাজগুলো শেষ করে তারপরে আপনি রেস্ট করুন কিংবা ঘুরতে বের হন সে ক্ষেত্রে কোন সমস্যা নেই। তবে নিজের কাজগুলো পেন্ডিং রেখে একেবারে জমিয়ে রাখাটা এটা একদম বড় অন্যায় বলে আমি মনে করি। তবে এই অন্যায়টা আমি মনে করি না যে অন্য কারো সাথে করা হয়, এই অন্যায়টা নিজের সাথেই করা হয়। কারণ দিন শেষে আপনার রেপুটেশন নষ্ট হবে, আপনার কাজের কোয়ালিটি খারাপ হবে এবং মানুষেরও আপনাকে সেই নজরেই দেখবে। তাই নিজের সাথে যুদ্ধ করে জয়ী হতে হবে। তাহলেই আপনি সমাজেও জড়িয়ে ধরতে পারবেন। আজকের মত এখানেই শেষ করছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে।

ABB.gif

Sort:  
 19 days ago 

আপনার সুন্দর কথাগুলো আমার ভালো লাগে। নিজের কাজ নিজেকেই করতে হবে যত দ্রুত সম্ভব তত দ্রুতই ভালো হয়। আরেকটা বিষয় মাথায় থাকতে হবে সেটা হচ্ছে সময়ের কাজ সময়কে করাটাই উত্তম। সময়ের মধ্যে কাজ সম্পন্ন করে রেস্ট নেওয়া বা বাইরে পরিবেশে ঘুরতে যাওয়া এর মধ্যে অন্যরকম প্রশান্তি থাকে। আজ ফেলে রেখে বাইরে গেলে মাথায় টেনশন থাকবে। আর এতে নিজের পরিবর্তন আনা সম্ভব হবে না।

Coin Marketplace

STEEM 0.23
TRX 0.25
JST 0.039
BTC 104633.96
ETH 3338.98
SBD 4.22