চাঁদের ন্যায় কলঙ্কময়!

আজকে আমি এসেছি আপনাদের সকলের সাথে একটি জেনারেল রাইটিং পোস্ট শেয়ার করতে। আমার লেখার মাধ্যমে আমার চিন্তা ভাবনা গুলো আপনাদের কাছে পৌঁছানোর লক্ষ্যে এই লেখাগুলো শেয়ার করা।

IMG_0378.jpeg

made by canva

আশা করছি যে আপনারা আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমেই আমার এই লেখাটি সৌন্দর্য বৃদ্ধি করবেন এবং আপনাদের মতামত ব্যক্ত করবেন। আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি। তাহলে অবশ্যই আমাকে শুধরে দিতে ভুলবেন না।

এইযে এই ছোট এক জীবনে মানুষের কতো অভিযোগ, কতো বাহানা, কতো কিছু। তাদের সবার কাছে গেলে একটা কথা শুনতে হয় যে, এত এত দোষ এত এত ভুল, এত দোষারোপ অর্থাৎ। এত দোষের ভারে যেনো মাঝেমধ্যে মনে হয় নিজের কাঁধ দুটি খুব নুঁইয়ে গেলো।কারণ তাদের কাছে গিয়ে বসলে আপনি আপনার একটা দোষের খাতা খুঁজে পাবেন। অনেকটা যেভাবে আমাদের দুই কাঁধের ফেরেস্তা আমাদের ভালো মন্দ কাজের হিসাব-নিকাশ রাখছেন। ঠিক তারাও আবার একটা আলাদা খাতা নিজেরা তৈরি করেন। আর সেই খাতাটাতে থাকে আমাদের দোষের বাহার।

তারা আসলে নিজেরা অনেক বেশি কালো হৃদয়ের হয়েও, কলঙ্কময় হৃদয়ের হয়েও। অন্য কাউকে বলে যে তার অনেক কলঙ্ক, তার অনেক সমস্যা, তার অনেক ভুল, তার অনেক দোষ। অর্থা আমাদেরকে তারা চাঁদের মতো ই ভাবে। কারণ আমাদেরকে দিয়েই তারা সব কাজ করাবে। আবার আমাদের যতো দোষ তারা বের করবে। কিন্তু সবাই এমন হয় না। কারণ চাঁদকে সবাই কলঙ্কময় ভাবেনা।অনেকে চাঁদকে নিজের জীবনের সবচেয়ে মূল্যবান প্রেয়সীর সাথে তুলনা করে ।ঠিক এই জায়গাটাতেই আমার কথা। অর্থাৎ হই না আমি চাঁদের ন্যায় কলঙ্কময়! আপনার তো তাতে কিছু আসে যায় না, তাই না?

আমি চাঁদের ন্যায় কলঙ্কময় হলে, চাঁদকে যারা ভালোবাসে আমাকেও তারা ভালবাসে এখন যারা চাঁদ কে ভালবাসে না, যারা তাদের সৌন্দর্য তে মুগ্ধ হতে পারে না। যারা চাঁদের প্রয়োজনীয়তার বুঝতে পারে না। তাদের কাছে তো কলঙ্কময় মনে হবে। তাতে চাঁদের কিন্তু কখনো কিছু এসে যায় না। ঠিক তেমনভাবেই আমাদেরকে আসলে যারা ওই কলঙ্কময় বলে আখ্যায়িত করে। কিংবা চাঁদের দাগগুলোর সাথে তুলনা করে, তাদেরকে তুলনা করতে দিন। কারণ তাদের আসলে কোনো কাজ নেই। তাদের একমাত্র কাজ হলো- অন্যকে নিয়ে উপহাস করা, অন্যের দোষ ত্রুটি খুঁজে বের করা এবং তাদেরকে সেই দোষ ত্রুটি দিয়ে বিচার করা।

এখন হয়তো বলবেন যে, তাহলে কি আমরা মানুষ ছাড়া বাঁচতে পারবো? না কখনোই না। একটু খেয়াল করলেই দেখবেন যে, আপনার দোষ ধরার জন্য, আপনাকে ওই কলঙ্কময় বলার মতো যতো মানুষ রয়েছে। তাদের ভীড়ে এমন ও অনেক মানুষ রয়েছে। যারা সত্যিকার অর্থে আমাদের ভালোবাসার মানুষ। আমাদেরকে সত্যিকার অর্থে যারা শ্রদ্ধা করে। আপনি আমি তাদের জন্য কাজ করবো, তাদের অনুপ্রেরণায় কাজ করবো। কারণ দিনশেষে তারাই আমাদের আপনজন। তারাই আমাদের ভালো চায়। তাই যারা আমাদের ভালো চায়। তাদের ভালো চাওয়ার জন্য হলেও আমাদের ভালো কাজ করে যাওয়া উচিত। কারণ মন্দ লোকের মন্দ কথা তো হবেই!

ABB.gif

Coin Marketplace

STEEM 0.21
TRX 0.25
JST 0.038
BTC 102386.55
ETH 3212.42
SBD 5.23