মিসান্ডারস্ট্যান্ডিং একটি দেওয়াল
আজকে আমি এসেছি আপনাদের সকলের সাথে একটি জেনারেল রাইটিং পোস্ট শেয়ার করতে। আমার লেখার মাধ্যমে আমার চিন্তা ভাবনা গুলো আপনাদের কাছে পৌঁছানোর লক্ষ্যে এই লেখাগুলো শেয়ার করা।
আশা করছি যে আপনারা আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমেই আমার এই লেখাটি সৌন্দর্য বৃদ্ধি করবেন এবং আপনাদের মতামত ব্যক্ত করবেন। আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি। তাহলে অবশ্যই আমাকে শুধরে দিতে ভুলবেন না।
সব সময় কিছু না কিছু নিয়ে লেখালেখি করতে আমার বরাবরই ভালো লাগে। সে কারণেই হঠাৎ করেই কোনো বিষয় মাথায় চলে আসে এবং সেই বিষয়গুলো আমি আসলে সব সময় চেষ্টা করি, কোথাও একটু ছোট করে নোট করে রাখার জন্য। কারণ পরবর্তীতে যখন সেই বিষয়গুলো নিয়ে লেখালেখি করতে ইচ্ছে করে। তখন আসলে ওই বিষয়গুলো মাথা থেকে বেরিয়ে যায়। তাই না ভুলে যাওয়ার জন্যই আসলে আমার এই ব্যবস্থা। আর আজকে লেখালেখি করতে বসার সময় হঠাৎ করেই এই একটা নোট আমার চোখে পরেছে অর্থাৎ মিস আন্ডারস্ট্যান্ডিং।
তো ভাবলাম যে তা নিয়েই একটি লেখা লেখা যাক। আসলে এই ব্যাপারটি আমার মাথায় আসার একটি কারণ হলো। আমার খুব প্রিয় একটি বান্ধবী সাথে আমার অনেক বছর কথা হয়না এবং কথা না হওয়ার মূল কারণ হলো আমার আসলে ওই বান্ধবীর সাথে মাঝে খুব ভালো রকমের একটা ঝামেলা হয়েছিলো বলা চলে। কিন্তু সবচেয়ে করুণ এবং দুঃখের ব্যাপার হলো। ওই ঝামেলার জন্য আমি অথবা আমার বান্ধবী কেউই দায়ী ছিলাম না। দায়ী ছিলো শুধুমাত্র মিস আন্ডারস্ট্যান্ডিং। অর্থাৎ সেটা তখন মাথায় ঢোকেনি। কিন্তু এখন মাথায় ঢুকেছে। কিন্তু আসলে দূরত্বটা এতো বেশি বেড়ে গিয়েছে, যেটা কমানোর চেষ্টা করিনি।
তাই আমার কাছে মনে হয় miss understanding হলো একটা দেওয়াল একটা দেওয়াল যেমন গড়ে ওঠার পরে সেটা ভাঙ্গা অনেকটা কঠিন হয়ে পরে এবং একটা বিষয় খেয়াল করে দেখবেন যে, আপনার ঘরে কোনো একটা দেওয়াল তুলে ফেলার পরে আপনি যদি বুঝেনও যে এই দেওয়ালটা ভুল জায়গায় তুলে ফেলা হয়েছে। তাও আপনি সেটা ভেঙ্গে ফেলেন না। কারণ সেটা অনেকটা সময় সাপেক্ষ বা একটা ঝামেলার ব্যাপার। মিস আন্ডারস্ট্যান্ডিং ব্যাপারটাও ঠিক তাই। হঠাৎ আমরা যদি গড়ে ফেলি। তাহলে এটা অনেক বেশি মজবুত হয়ে যায় এবং এটা ভাঙ্গা অসম্ভব হয়ে যায়। তাই আমাদের জীবনে এই জিনিসটিকে আমরা যতো বেশি কম জায়গা দেবো। ততোই আমাদের জন্য মঙ্গল।
কারণ এই miss understanding আমাদের জীবনকে একেবারে একাকিত্বে ভরিয়ে তুলতে পারে। কারণ মানুষে মানুষে দ্বন্দ্ব, মানুষে মানুষে ভুল বোঝাবুঝি, মানুষে মানুষে সম্পর্ককে একেবারে ভঙ্গুর করে দেয়।