দেশ বদলাতে হলে আগে নিজেকে বদলাতে হবে (প্রথম পর্ব)

কেমন আছেন আমার বাংলা ব্লগের বন্ধুরা? আমি ভালো আছি। আশাকরি আপনারা ও ভালো আছেন।


আমরা সব সময় সমালোচনা করতে ভালোবাসি। তবে সেই সমালোচনা সব সময়ই হয় অন্যের জন্য। আমরা সব সময় আশা করি আমাদের আশেপাশে থাকা সকলেই ভালো কাজ করবে। সকলে যার যার দায়িত্ব পালন করবে। কিন্তু যখন নিজের দায়িত্ব পালন করার সময় আসে। তখন আমরা নানা রকম অজুহাত খুঁজি। আমাদের দেশে এখন নানা রকম সমস্যা চলছে। কারন দেশে একটা বড় পরিবর্তন এসেছে। তবে এই পরিবর্তনের ভেতরেও একদল লোক নিজেদের স্বার্থ উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছে।

1000001869.png

তাদের কাছে দেশ অথবা দেশের মানুষ কোন কিছুরই গুরুত্ব নেই। তারা শুধু নিজেদের পকেটের কথা চিন্তা করে। আর এই মানুষগুলোর জন্য দেশের বেশিরভাগ মানুষের জীবন দুর্বিষহ হয়ে উঠেছে। এই মানুষগুলো হচ্ছে কিছু অসাধু ব্যবসায়ী এবং সুযোগসন্ধানী রাজনীতিবিদ। তাদের কারণে আজকে দেশের বাজারে প্রত্যেকটা পণ্যের দাম আকাশ ছোঁয়া। আর এই পণ্যের দাম বাড়ানোর জন্য তারা নানারকম অজুহাত দেখাচ্ছে। অথচ কিছুদিন আগেও যখন একটা সরকার ক্ষমতায় ছিলো।

তখন তাদের কাছে পণ্যের দাম কেন বেড়েছে এটা জিজ্ঞেস করলে তারা রাস্তাঘাটে নানা রকম চাঁদাবাজির কথা বলতো। কিন্তু এখন সেই চাঁদাবাজি অনেকটা কমে গিয়েছে। অবশ্য তাতে ভোক্তাদের কোন লাভ হয়নি। সেই অসাধু ব্যবসায়ী চক্র চাঁদাবাজি কমলেও পণ্যের দাম আগের থেকে আরো বাড়িয়ে দিয়েছে। দেশের ভোক্তা অধিকার সংস্থা এই পণ্য মূল্য সহনীয় পর্যায়ে রাখার চেষ্টা চালিয়ে যাচ্ছে। যদিও সেই চেষ্টাটা মোটেও যথেষ্ট নয়। কিন্তু এই অসাধুচক্র ভোক্তা অধিকারের এই কার্যক্রমের বিরুদ্ধে তাদের অবস্থান গড়ে তুলছে।(চলবে)

আজকের মত এখানেই শেষ করছি। পরবর্তীতে আপনাদের সাথে দেখা হবে অন্য কোন নতুন লেখা নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন।


PUSS_Banner2.png



ধন্যবাদ

Sort:  

মূলত অন্যের সমালোচনা করতে অধিকাংশের কাছে মজার ব্যাপার।আর অসাধু ব্যবসায়ীদের কথা বলতে গেলে বলতে হবে যে, জনগণ নিজ নিজ অবস্থান থেকে আইনী ব্যবস্থা নিলে অসাধু ব্যবসায়ীরা আর অসৎ পন্থা অবলম্বন করতে পারবেনা।

Coin Marketplace

STEEM 0.31
TRX 0.39
JST 0.062
BTC 96632.04
ETH 3716.71
SBD 4.12