বিজ্ঞান আর্শীবাদ না অভিশাপ?

আজকে আমি এসেছি আপনাদের সকলের সাথে একটি জেনারেল রাইটিং পোস্ট শেয়ার করতে। আমার লেখার মাধ্যমে আমার চিন্তা ভাবনা গুলো আপনাদের কাছে পৌঁছানোর লক্ষ্যে এই লেখাগুলো শেয়ার করা।

IMG_0378.jpeg

made by canva

আশা করছি যে আপনারা আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমেই আমার এই লেখাটি সৌন্দর্য বৃদ্ধি করবেন এবং আপনাদের মতামত ব্যক্ত করবেন। আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি। তাহলে অবশ্যই আমাকে শুধরে দিতে ভুলবেন না।

যুগে যুগে বিজ্ঞান আমাদের কি না দিয়েছে? হাতের মুঠোতে পৃথিবীটা এনে দিয়েছে। কোথাও যাতায়াতের জন্য এতোটাই সুব্যবস্থা করে দিয়েছে যে, কোথাও কোনো কাজের জন্যই যাওয়ার আগে অনেকক্ষণ আগে থেকে এখন আর বের হতে হয় না। খানিক সময় আগে বের হলেই সেই গন্তব্যস্থলে আমরা খুব দ্রুতই পৌঁছে যায়। বিজ্ঞান আমাদের জীবন ব্যবস্থাকে এতোটাই সুন্দর এবং সরল করে দিয়েছে যে, এখন চিকিৎসা বিজ্ঞানে মানুষের আর বিনা চিকিৎসার মৃত্যু বরণ করতে হয় না খুব একটা।

শুধু এতোটুকুই নয়, বিজ্ঞান কোথায় তার আশীর্বাদ ছড়িয়ে দেয়নি? এখন গ্রীষ্মকাল হোক আর শীতকাল হোক। মানুষের কিন্তু খুব একটা সমস্যা হয় না। কারণ গ্রীষ্মকালে ঘরের মধ্যে থাকে শীতাতপ নিয়ন্ত্রিত এসি এবং শীতকালে থাকে হিটার।

এইতো গেলো বিজ্ঞানের আশীর্বাদ। অর্থাৎ বিজ্ঞান আমাদের জীবনকে সত্যিই এতোটাই সহজ করে দিয়েছে যে, এখন আমাদের অনেক কিছু নিয়েই দুশ্চিন্তা করতে হয় না। কিন্তু বিজ্ঞান যে শুধুমাত্র আমাদের জন্য আশীর্বাদ তেমনটা মোটেও নয়। বিজ্ঞান আমাদের জীবন ব্যবস্থাকে যতোটা সহজ করেছে। ঠিক ততোটাই জীবনের সরলতাকে কেড়ে নিয়েছে প্রতিটি পদে পদে।

যেমন আমরা আগে বিশ্বাসের উপরেই আমাদের পুরো ব্যবস্থাপনাটাকে চালাতাম। কিন্তু এখনকার সব কাজে সবকিছু থাকলেও, যে ব্যাপারটির মোটেও কোনো অস্তিত্ব নেই তা হলো, 'বিশ্বাস' । আর যখন একটি সম্পর্কে পারস্পরিক বিশ্বাস আর থাকে না। সে সম্পর্ক আসলে যতোই একেবারে সবকিছু কাঁচের মতো স্বচ্ছ হোক না কেনো, কখনো আনন্দের হয় না।

বিজ্ঞান আমাদের জন্য আশীর্বাদ এবং অভিশাপ স্বরূপ। কখনো কখনো মনে হয় বিজ্ঞানের আশীর্বাদের পরিমাণটাই বেশি। আবার কখনো কখনো মনে হয় বিজ্ঞানের অভিশাপের পরিমাণটাই বেশি। কিন্তু এটা আমরা কিন্তু চাইলেই কন্ট্রোল করতে পারি। অর্থাৎ আমরা যদি শুধুমাত্র আশীর্বাদ টা নিয়ে অভিশাপটা দূরে ঠেলে দিতে পারতাম। তাহলে আমাদের জীবন হতো স্বর্গের মতো কিন্তু আমরা আশীর্বাদটাকে যেভাবে বরণ করে নেই। ঠিক তেমন ভাবে অভিশাপটা কেও বরণ করে নেই। তাই আজ এতো অধপতন এ সমাজের!আমাদের!সবার!

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.15
JST 0.028
BTC 54370.47
ETH 2283.51
USDT 1.00
SBD 2.33