সৎ ব্যবসায়ী

in আমার বাংলা ব্লগ6 days ago (edited)

আশাকরি " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ভালো আছেন। আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন। মহান সৃষ্টিকর্তা এবং আপনাদের আশীর্বাদে আমিও সুস্থ আছি। আজ আপনি আপনাদের সাথে সৎ ব্যবসায়ী সম্পর্কে একটি জেনারেল রাইটিং পোস্ট করলাম।


presentation-1454403_1280.png



লিংক


আসলে আমাদের পৃথিবীতে মানুষ বেঁচে থাকার জন্য সব সময় বিভিন্ন ধরনের কাজ করে যায়। মানুষ ভেদে মানুষের কাজের চাহিদাও কিন্তু আলাদা ধরনের হয়ে থাকে। কোন কোন মানুষ বিভিন্ন চাকরির কাজে বাইরে যায়। আবার কোন কোন মানুষ ছোট একটা ব্যবসা খুলে নিয়ে সেখানে স্বাধীনভাবে ব্যবসা করতে থাকে। আসলে মাথায় বুদ্ধি নিয়ে যদি কোন ব্যবসা করা হয় তাহলে সেই ব্যবসা বড় হতে আর বেশিক্ষণ সময় লাগে না। আসলে ব্যবসা এমন একটা জিনিস যেখানে মানুষের এক দিক থেকে যেমন বুদ্ধির প্রয়োজন। তেমনি অন্য দিক থেকে ব্যবসায়িক ক্ষেত্রে যারা সৎ থাকে তারা জীবন অবশ্যই উন্নতি লাভ করতে পারে। একজন সৎ ব্যবসায়ীর চাহিদা এই সমাজের সবথেকে বেশি এবং সবাই তাদেরকে ভালোবাসেন। যদিও সৎ ব্যবসায়িক সংখ্যা আমাদের সমাজে অনেক কম।


আসলে যারা সৎ ব্যবসায়ী তারা কখনো তাদের ক্রেতার সাথে খারাপ ব্যবহার করে না এবং তাদের ক্রেতাদেরকে কখনো ঠকায় না। একজন সৎ ব্যবসায়ীর কাছে তার ক্রেতারা ভগবান হয়। আসলে এই সমাজে বর্তমানে এত অসৎ ব্যবসায়ীর সংখ্যা বেড়ে গেছে যে আমরা যেসব পণ্য কম দামে পাওয়ার কথা সেসব পণ্য আমাদের এখন অনেক বেশি দাম দিয়ে কিনতে হয়। আসলে এইসব ব্যবসায়ীরা এখন একটা সিন্ডিকেট টাইপের গড়ে তুলেছে। কারণ আপনি যখন বাজারে কোন কিছু কিনতে যাবেন তখন একই জিনিসের দাম সব দোকানে প্রায় একই থাকে। আর যদি কোন ব্যক্তি অথবা কোন ব্যবসায়ী সেই পণ্যের আসল দাম অর্থাৎ যে সঠিক মূল্য সেই জিনিসটির দাম দিয়ে তারা বিক্রয় করতে চাইলে এসব অসৎ ব্যবসায়ীরা তাদেরকে সবসময় আক্রমণ করে।


এছাড়াও এখনকার সময়ে ব্যবসা করতে গেলে তাদের সবাইকে একসাথে চলতে হবে। কিন্তু এই একসাথে চলার মাঝে যদি দশ জন খারাপ থাকে এবং একজন ভালো থাকে তাহলে সেই ভালো মানুষটিকেও সেই দশজন খারাপ মানুষের মতো করে চলতে হয়। আসলে একটা পণ্যের দাম কিন্তু উৎপাদন খরচের থেকে সামান্য একটু বেশি হয়। কিন্তু এসব পণ্য ওইসব ব্যবসায়ীরা বাজার থেকে কম দামে কিনে এনে সেইসব পণ্যের দাম দ্বিগুণ রেখে দেয়। আর এর ফলে আমরা সেই কম দামি পণ্য বাজার থেকে দ্বিগুণ দাম দিয়ে কিনে আনতে হয়। আসলে এভাবে চলতে থাকলে একদিক থেকে দুই শ্রেণীর লোকেরা ক্ষতিগ্রস্ত হবে।


এক শ্রেণীর লোক হলো যারা সেসব মাল উৎপাদন করে এবং অন্য শ্রেণীর লোক হলো যারা সেসব মাল দোকান থেকে ক্রয় করে। আসলে প্রতিটা জিনিসের দাম সব সময় নির্ধারণ করে দেওয়া অবশ্যই দরকার। আর সরকার যদি এইসব পণ্যের দামের বিরুদ্ধে কড়াকড়ি পদক্ষেপ নেয় তাহলে এসব অসাধু ব্যক্তিরা কখনো তাদের নিজেদের মতো করে পণ্যের দাম বৃদ্ধি করতে পারবেনা। কারণ তারা যদি তাদের নিজেদের মতো করে পণ্যের দাম বৃদ্ধি করে তাহলে সরকারি শাস্তি তাকে অবশ্যই পেতে হবে। আর এর ভয়ে তারা আর কোন দ্রব্যের দাম বেশি রাখতে পারবে না। আসলে বিভিন্ন উন্নয়নশীল দেশে এইসব ব্যবস্থা চালু করা হয়েছে।


কিন্তু আমাদের দেশে এসব ব্যবস্থা এখনো চালু না হওয়ার ফলে আমরা এখনো সেসব পণ্যের দাম অনেক বেশি টাকা দিয়ে কিনে থাকি। তাইতো আমাদের সবার উচিত এইসব অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে রুখে দাঁড়ানো এবং সমাজে যারা সৎ ব্যবসায়ী রয়েছে তাদের পাশে দাঁড়ানো। কারণ সৎ লোক কখনো মানুষকে ঠকাতে পারে না। আর একজন সৎ ব্যবসায়ী হয়ে ব্যবসা করলে তার উন্নতি অবশ্যই হবে। কারণ কেউ যদি সৎ ভাবে টাকা উপার্জন করে সেই টাকা কখনো বৃথা যায় না। কিন্তু আপনি অসৎভাবে ব্যবসা করে যদি প্রচুর টাকার মালিক হন তাহলে সেই টাকা কিন্তু আপনার জীবনে তেমন কোন প্রয়োজনে আসবে না।



আশাকরি আপনাদের সবার খুব ভালো লেগেছে আজকের পোস্টটি । ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।


আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী পোস্টে।

Sort:  
 6 days ago 

ব্যবসায় যখন সততা থাকে তখন উন্নতি অনেক বেশি হয়। আর অসৎ ব্যবসায়ীরা কখনো উন্নতি করতে পারে না। অসৎ ব্যবসায়ীদের বিরুদ্ধে সব সময় রুখে দাঁড়ানো উচিত। আপনার লেখাগুলো পড়ে অনেক ভালো লাগলো।

 3 days ago 

পৃথিবীতে প্রতিটা মানুষ কোন না কোনভাবে ব্যবসায়ী হতে চায়। অনেকে ক্ষুদ্র পরিসর থেকে অনেক বড় পর্যায়ের ব্যবসায়ী হয়ে যায়। বাংলাদেশের অধিকাংশ ব্যবসায়ী অবৈধ পন্থা অবলম্বন করে। তাই অনেকের সৎ থাকতে চাইলেও পরিস্থিতির কারণে সম্ভব হয় না। অসংখ্য ধন্যবাদ আপনাকে এমন গুরুত্বপূর্ণ একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.13
JST 0.030
BTC 60270.38
ETH 3307.79
USDT 1.00
SBD 2.40