অসভ্যতামীর গোড়া
আজকে আমি এসেছি আপনাদের সকলের সাথে একটি জেনারেল রাইটিং পোস্ট শেয়ার করতে। আমার লেখার মাধ্যমে আমার চিন্তা ভাবনা গুলো আপনাদের কাছে পৌঁছানোর লক্ষ্যে এই লেখাগুলো শেয়ার করা।
আশা করছি যে আপনারা আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমেই আমার এই লেখাটি সৌন্দর্য বৃদ্ধি করবেন এবং আপনাদের মতামত ব্যক্ত করবেন। আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি। তাহলে অবশ্যই আমাকে শুধরে দিতে ভুলবেন না।
আজকে ভাবলাম আপনাদের সাথে আমার একটি অভিজ্ঞতার কথা শেয়ার করি। আপনাদের সাথে সবসময়ই আমার সাথে ঘটে যাওয়া সব ভালো ঘটনাগুলো শেয়ার করা হয়। কিন্তু ভাবলাম যেহেতু আপনাদের সাথে মোটামুটি সব ঘটনাই শেয়ার করা হয়েছে।সে ক্ষেত্রে নিজের তিক্ত অভিজ্ঞতাগুলো আপনাদের সাথে শেয়ার করা যাক। কারণ যেহেতু আপনাদের সাথে ভালো অভিজ্ঞতা গুলো শেয়ার করতে খুব ভালো লাগে। তাই আশা করি এই কথাগুলো শেয়ার করেও মনটা কিছুটা হালকা হবে।
বেশ কয়েকদিন আগে একদিন একেবারে দুপুরের সময় রিক্সা করে বাড়ির পথে আসছিলাম। তখন মাত্র ইউনিভার্সিটি থেকে ফিরছিলাম। তাই অসম্ভব ক্লান্ত ছিলাম। তাই আসলে কোনো রকমে রিকশায় উঠেই বারবার সময় দেখছিলাম যে কখন বাসায় ফিরবো। কারণ সত্যি কথা বলতে বাইরে এতো প্রচন্ড গরম ছিলো যে, বাসায় ঢুকে যতক্ষণ না পর্যন্ত স্নান করছি। ততোক্ষণ পর্যন্ত খুব খারাপ লাগছিলো। যাইহোক নিজের মতো করে রিক্সায় বসে ছিলাম। কিন্তু হঠাৎ করেই ,
কিছু বাচ্চা ছেলে আমাকে প্রচন্ডভাবে পেছন থেকে ধাক্কা দেয়। যদিও খুব একটা জোরালো ছিলো না ধাক্কাটা। কারণ হাতগুলো ছোট ছিলো। আর আমি সঙ্গে সঙ্গে পেছনে তাকিয়ে দেখলাম যে, কয়েকটা বাচ্চা ছেলে দৌড়ে পালিয়ে যাচ্ছে এবং এটা তাদের কাছে একেবারে একটা খেলার মতোন ডাল ভাত ব্যাপার ছিলো। সেটা তাদের অবস্থা দেখেই বোঝা যাচ্ছিলো।
আসলে আমি মনে করি, যখন কোনো বাবা মা তাদের সন্তানদের এভাবে অল্প বয়সেই রাস্তায় ছেড়ে দেয়। তখন আসলে তারা এরকমই হবে। অর্থাৎ তাদের গোরাতেই গলদ। তাদের গোড়া থেকেই শুরু হয় অসভ্যতা। তাই তারা যতো বড় হতে থাকে, ততোই তাদের অসভ্যতামির মাত্রাটা বাড়তে থাকে দিন দিন। এ কারণেই আসলে আমি বললাম যে অসভ্যতামির গোড়া। অর্থাৎ তারা তাদের পিতা-মাতার কাছ থেকেই এই ধরনের অসভ্যতামি গুলোর জন্য ছাড় পেয়ে যায়। এবং এর পরে ধীরে ধীরে তারা আরো বড় আকারের অপরাধ করতে থাকে। এবং এগুলা কিন্তু আমরা হর হামেশাই দেখি। অর্থাৎ আমরা অহর হামেশাই কিন্তু দেখি যে রাস্তার ছেলেদের জন্য বিভিন্ন ধরনের বিপদ হচ্ছে। অর্থাৎ তারা বিভিন্ন ধরনের অপরাধ করে, মানুষদের উত্তক্ত করে সহ ইত্যাদি। আমি মনে করি যদি তাদের বাবা মায়েরা তাদের সময় মতো ঘরে থাকতে বলতো। তাদেরকে এভাবে রাস্তায় ছেড়ে দিতো না। তাহলে আসলে আমাদের সমাজটা আরো সুন্দর হতো।