আমাদের ইসলাম বলে দিয়েছে কখনো অহংকার করো না। অহংকার মানুষের পতনের মূল। পৃথিবীর বুকে অহংকার করে টিকেয়ে রয়েছে এমন মানুষের সংখ্যা খুবই কম। সারা পৃথিবীর যে মালিক শুধু তাকে অহংকার করা মানায়। অহংকার মানুষকে ধ্বংস করায়। আপু আপনি খুব সুন্দর একটি বিষয় আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার লেখাটি পড়ে খুব ভালো লেগেছে ধন্যবাদ।
একদম ঠিক বলছেন ভাইয়া আসলে অহংকার করে বেশিদিন দাপট্য কে টিকে রাখা যায় না একদিন না একদিন ধ্বংস হয়ে যায়।