You are viewing a single comment's thread from:
RE: স্পোর্টস :এফএ কাপের ফাইনাল (ম্যানস্টার ইউনাইটেড ^ ম্যানচেস্টার সিটি) || by ripon40 by ripon40
এফ-এ কাপের ফাইনাল খেলাটি আমি দেখেছি ভাই। খেলাটি আমার কাছে দারুণ লেগেছে। পেপ গার্ডিওয়ালা আন্ডারে ম্যানচেস্টার সিটি দারুণ খেলে যাচ্ছে এ বছরে। খেলাটি ২-১ গোলের শেষ হয়। এই খেলায় লাস্টের দিকে ইউনাইটেড সুন্দর একটি সুযোগ তৈরি করেছিল কিন্তু গোল দিতে পারে নাই। আর তাই শেষ বাঁশি বাজতেই ম্যানচেস্টার সিটির প্লেয়াররা জয়ের উৎসবে মেতে ওঠে।