ভাই ইফতারের মজাই কিন্তুু তরমুজ। এবার শেষের দিকে রোজায় এত পরিমাণ গরম পড়েছিল যার কারণে ইফতারিতে তরমুজ থাকাই চাই। তালের রস খেতে খুবই ভালো লাগে এবং এই রসটি খুবই মিষ্টি। পানির মধ্যে তরমুজ রেখে দিয়েছিলেন ভাই খুবই সুন্দর একটি উপস্থিত বুদ্ধি। আসলে না রেখে তো উপায় ছিলনা। আমরাও রমজান মাসের ২৯ রোজায় এ ধরনের ইফতার করে থাকি ভাই সবাই একত্রিত হয়ে। ইফতারের সুন্দর মুহূর্ত গুলো খুব সুন্দরভাবে গুছিয়ে লিখে আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।
ধন্যবাদ ভাই সুন্দর একটা মন্তব্য করার জন্য।