অনেকদিন আগে খাসির মগজ ভুনা খেয়েছিলাম। তবে খাসির মগজ ভুনা ভাতের থেকেও রুটি অথবা পরোটা দিয়ে খেতে খুব বেশি সুস্বাদু লাগে। আপনি খুব সুন্দর করে খাশির মগজ ভুনা রান্নাটি দেখিয়েছেন। আর আপনার রান্না দেখে বোঝা যাচ্ছে রান্নাটি কতটা সুস্বাদু হয়েছে । সুন্দর একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।